­
­
রবিবার, ৬ এপ্রিল ২০২৫ খ্রীষ্টাব্দ | ২৩ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
ট্রাম্পের শুল্ক ধাক্কা কীভাবে সামলাবে বাংলাদেশ  » «   ইউনূস-মোদীর প্রথম বৈঠকে হাসিনার প্রত্যর্পণ চাইল বাংলাদেশ  » «   বাংলাদেশি পণ্যে ৩৭% শুল্ক আরোপ যুক্তরাষ্ট্রের, পোশাক শিল্পে বড় ধাক্কা  » «   জাফলং ঘুরতে গিয়ে পানিতে ডুবে প্রাণ গেলো কিশোরের  » «   ১৭ বছর পরে জাতীয় ঈদগাহের ঈদ জামাতে সরকারপ্রধান  » «   ঈদ আসে, গাজায় আনন্দ আসে না  » «   এপ্রিলের মাঝামাঝি দেশে ফিরতে পারেন খালেদা জিয়া  » «   মিয়ানমারে বিধ্বংসী ভূমিকম্পের পরও হামলা চালাচ্ছে জান্তা বাহিনী  » «   ঈদযাত্রা: শুক্র ও শনিবার ঢাকা ছেড়েছে ৪১ লাখ সিমধারী  » «   তিস্তা প্রকল্প নিয়ে ‘ইতিবাচক’, মোংলায় আরেকটি অর্থনৈতিক অঞ্চল করতে চায় চীন  » «   মিয়ানমারে কেন এত বড় বিধ্বংসী ভূমিকম্প, কী বলছেন বিশেষজ্ঞরা?  » «   বাংলাদেশে সাজাপ্রাপ্ত উগ্রবাদীদের মুক্তি নিরাপত্তার জন্য ‘মারাত্মক উদ্বেগের’: ভারত  » «   চাঁদ দেখা গেছে, সৌদিতে ঈদ রবিবার  » «   এনসিপি: অম্ল-মধুর একমাস পার, ভোটের পথে প্রস্তুতি কতদূর?  » «   চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ ও ঢাকা ভূমিকম্পের উচ্চ ঝুঁকিতে, ফায়ার সার্ভিসের সতর্কতা  » «  

ডুমুরিয়ায় গলায় ফাঁস দিয়ে মাদ্রাসা ছাত্রীর আত্মহত্যা



খুলনার ডুমুরিয়া উপজেলার মাগুরাঘোনা ইউনিয়নের আঠারমাইলে নিজ ঘরে আড়ার সাথে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে আম্বিয়া খাতুন(১৪) নামের এক মাদ্রাসা ছাত্রী।

রোববার (১৮ এপ্রিল) সকালে ডুুমুরিয়া উপজেলার আঠারোমাইলের বাদুড়িয়া রোডে এ ঘটনা ঘটে। পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে,ডুমুরিয়া উপজেলার মাগুরাঘোনা ইউনিয়নের আরশনগর গ্রামের দিন মজুর রেজাউল গোলদার তার স্ত্রী,সন্তান ও সৎ কন্যাকে নিয়ে আঠারো মাইল বাজারের বাদুড়িয়া রোডে আমজাদের চায়ের দোকানের পিছনে একটি টিনের তৈরি ভাড়া বাড়িতে বসবাস করেন।

জানা যায়, নিহত আম্বিয়া আঠারমাইল মাদ্রাসার অষ্টম শ্রেনিতে পড়ুয়া একজন মেধাবী ছাত্রী। করোনা মহামারির ও লকডাউনের কারনে মাদ্রাসা বন্ধ থাকায় আম্বিয়া বাসায় অবস্থান কালে পার্শ্ববর্তি অন্য একটি ভাড়াটিয়ার ঘরে প্রায়ই অবস্থান করতো। এ নিয়ে আম্বিয়ার মা তাকে বকা ঝকা করতেন।

গত রোববার সকালে আম্বিয়ার মা মেয়েকে বাসায় রেখে পার্শ্ববর্তি এলাকায় ক্ষেতে কর্মরত স্বামী রেজাউলের জন্যে খাবার নিয়ে যান। সেখান থেকে বাসায় ফিরে এসে আম্বিয়াকে ঘরের দরজা বন্ধ দেখে ডাকা ডাকি করতে থাকেন। কিন্তু তার কোন সাড়া না পেয়ে ঘরের দরজা ভেঙ্গে ঘরে ঢুকে তাকে গলায় ফাঁস লাগিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।

এসময় স্থানীয় লোকজন থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে ডুুমুরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) ওবাইদুর রহমান নিজে ঘটনাস্থল পরিদর্শন করেন।

এ বিষয়ে থানা অফিসার ইনচার্জ মোঃ ওবাইদুর রহমান জানান, লাশের সুরত হাল রিপোর্ট তৈরী করে ময়না তদন্তের জন্যে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়ন তদন্ত শেষে মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা রুজু হয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

সাবস্ক্রাইব করুন
পেইজে লাইক দিন