২০২০ এর আগষ্টে শুরু হওয়া কাফ অপারেটর ট্রেনিং এর মাধ্যমে ইতিমধ্যে ৩০জনেরও বেশী নিজের কাফ সার্ভিস শুরু করেছেন। ন্যাশনাল কাফের ব্রান্ডিংএ বিভিন্ন শহরে কাফ সার্ভিস চালু করেছেন ১৮ জন। আর অপারেটর হিসেবে কাফ অপারেটর অফিসিয়াল সীকৃতি লাভ করেছেন ৮৫ জন। এখনো নিয়মিত অনলাইন ট্রেনিংএ অংশগ্রহন করে যাচ্ছেন শতাধিক অংশগ্রহনকারী।
এই অর্জনকে স্মরণীয় রাখতে ন্যাশনাল কাফ সম্প্রতি রোমে একটি কাফ সার্টিফিকেট বিতরণের সীমিত অনুষ্ঠানের আয়োজন করেছে। লকডাউন এবং কোভিডের কারণে সীমিত সংখ্যক অংশগ্রহনকারীগণ অনুষ্ঠানে অংশগ্রহনের সুযোগ পান।
অনুষ্ঠানে সকলের মধ্যে সার্টিফিকেট বিতরণ করেন ন্যাশনাল কাফ কোর্সের অফিসিয়াল পার্টনার সিজিএন এর প্রধান ফাব্রিজিও কনজো।
অনুষ্ঠানে ন্যাশনাল কাফের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান সবাইকে স্বাগত জানিয়ে বলেন, আমাদের মাধ্যমে কোর্স করে অনেকেই এখন স্বাবলম্বী সেইসাথে প্রবাসীরাও অনেক সহজে কাফ সার্ভিস পাচ্ছেন।
ন্যাশনাল কাফের পরিচালক এ কে জামান জানান এখান থেকে ন্যাশনাল কাফ অফিসিয়াল ষ্পীড সার্ভিস দিতে বিভিন্ন শহরে কার্যক্রম শুরু করবে বলে জানান। এর মাধ্যমে প্রবাসীগনণ বিভিন্ন স্মার্ট পয়েন্টে সরাসরি ষ্পীড আইডি চালু করতে পারবেন।
উল্লেখ্য ন্যাশনাল কাফ বর্তমানে ইতালীর বিভিন্ন শহরে মোট ১৫টি শাখার মাধ্যমে প্রবাসীদের সেবা দিয়ে যাচ্ছে। শীগ্রই আরো ২৫টি শাখা অনুমোদনের অপেক্ষায় আছে।