৫২বাংলা প্রতিবেদকের সাথে আলাপ কালে তিনি বলেন ৭৫ পরবর্তী সময়ে জয় বাংলা, বঙ্গবন্ধু,স্বাধীনতা এই শব্দ গুলো মুছে দেয়ার এমন কোনো ষড়যন্ত্র নেই যা করা হয়নি। কিন্তু সেই ধারা থেকে বেরিয়ে ঐতিহাসিক সত্যকে মেনে নিয়ে ইতিবাচক রাজনীতির ধারায় বিএনপি সহ রাজনৈতিক দলগুলোর এই প্রত্যাবর্তন সাধুবাদ পাওয়ার দাবী রাখে।
সুলতান মোহাম্মদ মনসুর আহমদ এমপি আরো বলেন, সবাই ইতিহাসের সত্যতা মেনে নিয়ে রাজনীতি করলে দেশ ও জনগণের মঙ্গল হবেই।
উল্লেখ্য শপথ পরবর্তী জাতীয় সংসদে প্রদত্ত ভাষণে দুই বছর আগেই এই জাতীয় নেতা বলেছিলেন, ‘জয়বাংলা ও জাতির জনকের বিষয়টি মেনে নিয়েই রাজনীতি করতে হবে। বিএনপিকেও রাজনীতি করতে হলে বিষয়টি মেনে নিতে হবে।’
সংসদে তিনি বলেন, রাজনীতিতে শত মত, শত পথ থাকতে পারে। দলমতের পার্থক্য থাকতে পারে। গণতান্ত্রিক প্রক্রিয়ায় যার যার মত প্রকাশ করবে। কিন্তু জয় বাংলা ও জাতির জনকের বিষয়ে কোনো আপস নাই।
জাতির জনকের আদর্শের প্রতি অকুণ্ঠ আস্থাশীল জাতীয় নেতা ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার ২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। মহান মুক্তিযুদ্ধ ও জাতির জনকের প্রতি শ্রদ্ধা জানিয়ে ঐতিহাসিক ৭ই মার্চ তিনি সংসদ সদস্য হিসাবে শপথ গ্রহন করেন।