সিলেটের গোলাপগঞ্জে বসতবাড়িতে ভয়াবহ অগ্নিকান্ডে দেড় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। রোববার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার ঢাকাদক্ষিণ ইউনিয়নের রায়গড় গ্রামের ভটরপাড়াস্থ ইউনিয়ন আ’লীগের সহ সাধারণ সম্পাদক শেখ কামরুজ্জামানের বাড়িতে এ ঘটনা ঘটে।
জানা যায়, সকাল সাড়ে ৯টার দিকে হঠাৎ করে ঘরের এক কোণে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগে। ২-৩মিনিটের মধ্যেই সমস্ত ঘরে আগুন ছড়িয়ে যায়। পরে ফায়ার সার্ভিসের ২ টি ইউনিট এসে আগুন নিভানোর চেষ্টা করলেও আগুনের তীব্রতায় সমস্ত বসতঘর মূহুর্তের মধ্যে ভস্মীভূত হয়ে যায়। বাড়ির মালিক শেখ কামরুজ্জামান জানান, এ ঘটনায় দেড় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। বাড়ির সবকিছু পুড়ে ছাঁই হয়ে গেছে। ফায়ার সার্ভিস গোলাপগঞ্জের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার সুনীল কুমার সিংহ জানান, প্রাথমিক ভাবে শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে। আমাদের ২টি ইউনিটের প্রায় ২ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছি।
এদিকে এ ঘটনায় পুড়ে যাওয়া বাড়ি পরিদর্শন করেছেন গোলাপগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান মনসুর আহমদ, সাবেক ভাইস চেয়ারম্যান নোমান উদ্দিন মুরাদ, ঢাকাদক্ষিণ বাজার বণিক সমিতির সভাপতি বদরুল ইসলাম জামাল, গোলাপগঞ্জ মডেল থানার উপ পরিদর্শক আশীষ চন্দ্র তালুকদার।