­
­
শনিবার, ৫ এপ্রিল ২০২৫ খ্রীষ্টাব্দ | ২২ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
ট্রাম্পের শুল্ক ধাক্কা কীভাবে সামলাবে বাংলাদেশ  » «   ইউনূস-মোদীর প্রথম বৈঠকে হাসিনার প্রত্যর্পণ চাইল বাংলাদেশ  » «   বাংলাদেশি পণ্যে ৩৭% শুল্ক আরোপ যুক্তরাষ্ট্রের, পোশাক শিল্পে বড় ধাক্কা  » «   জাফলং ঘুরতে গিয়ে পানিতে ডুবে প্রাণ গেলো কিশোরের  » «   ১৭ বছর পরে জাতীয় ঈদগাহের ঈদ জামাতে সরকারপ্রধান  » «   ঈদ আসে, গাজায় আনন্দ আসে না  » «   এপ্রিলের মাঝামাঝি দেশে ফিরতে পারেন খালেদা জিয়া  » «   মিয়ানমারে বিধ্বংসী ভূমিকম্পের পরও হামলা চালাচ্ছে জান্তা বাহিনী  » «   ঈদযাত্রা: শুক্র ও শনিবার ঢাকা ছেড়েছে ৪১ লাখ সিমধারী  » «   তিস্তা প্রকল্প নিয়ে ‘ইতিবাচক’, মোংলায় আরেকটি অর্থনৈতিক অঞ্চল করতে চায় চীন  » «   মিয়ানমারে কেন এত বড় বিধ্বংসী ভূমিকম্প, কী বলছেন বিশেষজ্ঞরা?  » «   বাংলাদেশে সাজাপ্রাপ্ত উগ্রবাদীদের মুক্তি নিরাপত্তার জন্য ‘মারাত্মক উদ্বেগের’: ভারত  » «   চাঁদ দেখা গেছে, সৌদিতে ঈদ রবিবার  » «   এনসিপি: অম্ল-মধুর একমাস পার, ভোটের পথে প্রস্তুতি কতদূর?  » «   চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ ও ঢাকা ভূমিকম্পের উচ্চ ঝুঁকিতে, ফায়ার সার্ভিসের সতর্কতা  » «  

লেবাননে বিএনপি’র আহবায়ক কমিটি গঠন



বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি লেবানন কেন্দ্রীয় কমিটির ১১ সদস্য বিশিষ্ট্য পূর্নাঙ্গ আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। ৩ জানুয়ারী রবিবার স্থানীয় সময় সন্ধ্যায় নব নির্বাচিত যুগ্ন আহবায়ক আব্দুল কাদের ভূইয়ার বাস ভবনে সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রধান আহবায়ক আমীর হোসেন কলিম পূর্নাঙ্গ কমিটির নাম ঘোষণা করেন।

এর আগে গত ২০ ডিসেম্বর মহান বিজয় দিবসের আলোচনা সভায় ৩ সদস্য বিশিষ্ট্য আংশিক কমিটি ঘোষণা করেন সভাপতি নজরুল ইসলাম মজুমদার ও প্রধান উপদেষ্টা আব্দুল হালিম।

আহবায়ক কমিটিতে যারা স্থান পেয়েছেন, প্রধান আহবায়ক আমীর হোসেন কলিম, যুগ্ন আহবায়ক আব্দুল কাদের, সদস্য সচিব হাবিবুর রহমান হাবিব, আহবায়ক সদস্য কাউসার আহমেদ, মিজানুর রহমান, জাকির হোসেন জাকির, আবু বুক্কর সিদ্দিক, আমিনুল ইসলাম আইমান, আরমান হোসেন আমান, ওয়াসীম আকরাম ও মো. জসিম।

সংবাদ সম্মেলনে প্রধান আহবায়ক আমীর হোসেন কলিম বলেন, আমাকে প্রধান আহবায়কের দায়িত্ব দেয়া হয়েছে,আমি যুগ্ন আহবায়ক ও সদস্য সচিবের সাথে বসে পূর্নাঙ্গ কমিটি করেছি। কমিটিতে যারা এসেছেন তারা সবাই লেবানন বিএনপির নিবেদিতপ্রান ও যোগ্য ব্যক্তি।

তিন মাসের জন্য আমরা দায়িত্বে এসেছি। আশা করি তিন মাসের মধ্যেই লেবাননে একটি যোগ্য ও শক্তিশালী কমিটি গঠন করতে পারব। তিনি লেবানন বিএনপির সকল নেতাকর্মীর সহযোগীতা কামনা করেন।

বহিষ্কৃত ও বিদ্রোহী নেতাকর্মীদের উদ্দেশ্য তিনি বলেন, ঘরের ছেলে ঘরে ফিরে আসবে, এটাই সাভাবিক। তবে সংগঠনে নিয়ম মেনে তাদের চলতে হবে। তারা যে কোন সময় দলে যোগ হতে পারবেন। আর বহিষ্কৃত নেতারা যদি তাদের ভুল বুঝতে পেরে দলের নিকট অনুতপ্ত হয়, দল তাদের বিষয়ে চিন্তা করবে। তবে অবশ্যই দল বিরুধী সকল অপকর্ম থেকে তাদের বেরিয়ে আসতে হবে এবং দলের নিকট নিঃশর্ত ক্ষমা চাইতে হবে।

যুগ্ন আহবায়ক আব্দুল কাদের ভূইয়া বলেন, গত ২০ তারিখে দলের সম্মানীত সভাপতি নজরুল ইসলাম মজুমদার সহ দলের উর্ধতন কর্মকর্তাগন যে তিন সদস্যের আংশিক কমিটি দিয়ে ছিলেন, তার ধারাবাহিকতায় এই ১১ সদস্য বিশিষ্ট্য পূর্নাঙ্গ কমিটি। তবে দলের প্রয়োজনে আগামীতে সদস্য সংখ্য বাড়ানো হতে পরে।

দলের প্রতি বা শাখা কমিটির প্রতি কোন দিক নির্দেশনা রয়েছে কিনা জানতে চাইলে আব্দুল কাদের ভূইয়া বলেন, আগামীতে পূর্নাঙ্গ আয়বায়ক কমিটি বসে দলের আগামী করনীয় সম্পর্কে দিক নির্দেশনা তৈরি করবে। তবে অবশ্যই লেবানন বিএনপিকে ঢেলে সাজানো হবে বলেও তিনি যোগ করেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, সদ্য বিদায় নেয়া সভাপতি নজরুল ইসলাম মজুমদার, প্রধান উপদেষ্টা আব্দুল হালিম, সাধারণ সম্পাদক মুজিবুল হক মুজিব সহ আহবায়ক কমিটির নেতৃবৃন্দ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

সাবস্ক্রাইব করুন
পেইজে লাইক দিন