কোয়ার্টারে থাকা ফ্রিজ থেকে এ আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার শাহিনুর ইসলাম শাহিন বলেন, হাসপাতালের একটি স্টাফ কোয়ার্টারের রুম থেকেই হঠাৎ আগুন লেগে যায়। খবর পেয়ে তাৎক্ষণিক আমরা ফায়ার সার্ভিসের কর্মীদের খবর দিলে তারা আসার আগেই স্থানীয় এলাকাবাসী ও হাসপাতালের স্টাফদের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আসে। কোয়ার্টারে থাকা ফ্রিজ থেকে এ আগুনের সূত্রপাত ঘটতে পারে বলে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে।