­
­
রবিবার, ৬ এপ্রিল ২০২৫ খ্রীষ্টাব্দ | ২৩ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
বাংলাদেশসহ ১৩ দেশের ওপর অস্থায়ী ভিসা নিষেধাজ্ঞা সৌদির  » «   ট্রাম্পের শুল্ক ধাক্কা কীভাবে সামলাবে বাংলাদেশ  » «   ইউনূস-মোদীর প্রথম বৈঠকে হাসিনার প্রত্যর্পণ চাইল বাংলাদেশ  » «   বাংলাদেশি পণ্যে ৩৭% শুল্ক আরোপ যুক্তরাষ্ট্রের, পোশাক শিল্পে বড় ধাক্কা  » «   জাফলং ঘুরতে গিয়ে পানিতে ডুবে প্রাণ গেলো কিশোরের  » «   ১৭ বছর পরে জাতীয় ঈদগাহের ঈদ জামাতে সরকারপ্রধান  » «   ঈদ আসে, গাজায় আনন্দ আসে না  » «   এপ্রিলের মাঝামাঝি দেশে ফিরতে পারেন খালেদা জিয়া  » «   মিয়ানমারে বিধ্বংসী ভূমিকম্পের পরও হামলা চালাচ্ছে জান্তা বাহিনী  » «   ঈদযাত্রা: শুক্র ও শনিবার ঢাকা ছেড়েছে ৪১ লাখ সিমধারী  » «   তিস্তা প্রকল্প নিয়ে ‘ইতিবাচক’, মোংলায় আরেকটি অর্থনৈতিক অঞ্চল করতে চায় চীন  » «   মিয়ানমারে কেন এত বড় বিধ্বংসী ভূমিকম্প, কী বলছেন বিশেষজ্ঞরা?  » «   বাংলাদেশে সাজাপ্রাপ্ত উগ্রবাদীদের মুক্তি নিরাপত্তার জন্য ‘মারাত্মক উদ্বেগের’: ভারত  » «   চাঁদ দেখা গেছে, সৌদিতে ঈদ রবিবার  » «   এনসিপি: অম্ল-মধুর একমাস পার, ভোটের পথে প্রস্তুতি কতদূর?  » «  

লেবানন প্রবাসী বন্ধু মহল ঐক্য পরিষদের উপদেষ্টা সদস্য মোঃ রেজাউল করিমের বিদায় সংবর্ধনা



লেবানন প্রবাসী বন্ধু মহল ঐক্য পরিষদ লেবাননের উপদেষ্টা সদস্য মোঃ রেজাউল করিমকে বিদায় সংবর্ধনা দিয়েছে সংগঠনটি। (১১অক্টোবর২০২০ ইংরেজী) রবিবার বিকেলে রাজধানী বৈরুতের আশরাফিয়া এলাকার একটি কফি হাউজে সংগঠনের আলোচনা সভায় এই সংবর্ধনা দেয়া হয়।

অনুষ্ঠানে সংগঠনের নেতৃবৃন্দ তার হাতে স্মাননা স্বারক ক্রেষ্ট তুলে দেন। তার দীর্ঘ প্রবাস জীবনে বিভিন্ন সময় অসহায় প্রবাসীদের সাহায্যার্থে সহযোগীতার হাত বাড়িয়ে দেয়ার স্বীকৃতিস্বরূপ এই সম্মাননা দেয়া হয়।

লেবানন প্রবাসী বন্ধু মহল ঐক্য পরিষদ এর সভাপতি মোঃ আব্দুল হাকিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ বিল্লাল হোসেন তুষারের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সভাপতি আঃ হাকিম, সাধারণ সম্পাদক মোঃ বিল্লাল হোসেন তুষার, সহ সভাপতি মোঃ জাহাঙ্গীর শেখ, সহ-সভাপতি মোঃ সাদ্দাম হোসেন সালেক, সহ-সভাপতি আশরাফুল আলম রানা, যুগ্ম সাধারণ সম্পাদক সবুজ মিয়া, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ আলমগীর বাদশা, সহ- দপ্তর সম্পাদক মোঃ বাদশা সরকার, সদস্য মোঃ শাহ জালাল সুমন, সদস্য ফারুক আলম, সদস্য মোঃ রিপন শেখ, সদস্য সাগর হোসেন, সদস্য মামুন, সদস্য আরো অনেকে সহ অনেকে।

করোনা ভাইরাসের কারণে আয়োজনের পরিষর ছোট হওয়ায় দুঃখ প্রকাশ করেন সভাপতি মোঃ আব্দুল হাকিম। তিনি সকল প্রবাসিদের করোনাকালীন স্বাস্থ্য বিধি মেনে চলার অনুরুধ করেন। করোনা মহামারীর মধ্যে যে সকল নেতাকর্মী অসহায় প্রবাসীদর পাশে ছায়ার মত দাড়িয়েছেন, সভাপতি আব্দুল হাকিম সেই সকল নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ও বিশেষ ধন্যবাদ জানান।

তিনি সকল প্রবাসীদের এক ছাতার তলে ঐক্যবদ্ধ হয়ে চলার আহ্বান করেন।

উপদেষ্টা সদস্য মোঃ রেজাউল করিম বলেন, সংগঠনের সকল কার্যক্রম সাভাবিক থাকবে, স্বাস্থ্যবিধি মেনে সকল কার্যক্রম পরিচালনা করা হবে।

তিনি বলেন, লেবানন প্রবাসী বন্ধু মহল ঐক্য পরিষদ লেবাননের সকল পর্যায়ের প্রবাসীর হৃদয়ে জায়গা করে নিয়েছে, তাই কাজের মাধ্যমে তার মুল্যায়ন করতে হবে। সকল নেতাকর্মীকে পুনরায় উজ্জীবিত হয়ে সংগঠনকে এগিয়ে নিতে হবে।

করোনা কালীন সময়ে নেতৃবৃন্দ যেভাবে অসহায় প্রবাসীদের পাশে দাড়িয়েছেন, তার ভূয়সী প্রসংসা করেন এই উপদেষ্টা। তিনি বলেন, যে সময় মানুষ ঘর থেকে বের হতে ভয় পেত, সেই সময় লেবানন প্রবাসী বন্ধু মহল ঐক্য পরিষদের নেতাকর্মীরা ত্রান নিয়ে অসহায় প্রবাসীদের দ্বারে দ্বারে গিয়েছে। যদিও ত্রানের পরিমান কম ছিল। এই ক্লান্তি লগ্নে যতটুকু সম্ভব করেছে তা সত্যিই প্রসংসনীয়।

তিনি সকল নেতাকর্মীদের এভাবেই অসহায় প্রবাসীদের পাশে দাড়ানোর অনুরোধ করেন। নেতাকর্মীরা তাদের বক্তব্যে সংগঠনকে আরো শক্তিশালী করার লক্ষে এক হয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

পরিশেষে দেশে ফেরা উপলক্ষে সংগঠনের সাংগঠনিক সম্পাদক মোঃ রেজাউল করিমের হাতে সম্মাননা স্বারক ক্রেষ্ট তুলে দেয়া হয়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

সাবস্ক্রাইব করুন
পেইজে লাইক দিন