সুনামগঞ্জ জেলার দিরাই থানার কৃতি সন্তান সাবেক অতিরিক্তি সচিব মো.মিজানুর রহমান ইংল্যান্ড সফর করছেন।তারই সম্মানে ১০ অক্টোবর বৃহষ্পতবিার রাতে গ্রেটার ম্যানচেষ্টার বাংলাদেশ এসোসিয়শন (জিএমবিএ) আয়োজন করেছিল এক সংবর্ধনা ও মতবনিমিয় সভার।
এতে প্রধান অতিথি হসিবেে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলার দিরাই থানার কৃতি সন্তান সাবেক অতিরিক্তি সচিব মো.মিজানুর রহমান। এতে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন জিএমবিএ’র জেনারেল সক্রেটারী ডি এন কৌরাইশী, ম্যানচেস্টার কমিউনিটি ব্যক্তিত্ব শাহ এম এ মুনিম,লিটন আহমেদ চৌধুরী, কামাল আহমেদ, এমাদুল হক চৌধুরী, এনামুল হক, সৈয়দ নজরুল ইসলাম সুমন, সিদ্দিক আহমেদ, আব্দুল বাছিত বকুল, জনাব আলী, নাজিম উদ্দিন, ইসলাম উদ্দিন, জন, হিলাল আহমদে, সুহাদ আহমেদ, মো:মহসিন, বসর চৌধূরী, নুর চৌধুরী রনী, সুজন মিয়া, আরজু মিয়া সহ আরো অনকে।
সংবর্ধনা সভায় বক্তারা মো. মিজানুর রহমান কে উক্ত অনুষ্ঠানে আসার জন্য ধন্যবাদ জানান এবং কর্ম জীবনে তাঁর সততার প্রসংশা করে তাঁর সুস্বাস্থ্য ও উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
প্রধান অতিথিরি বক্তব্যে সাবেক অতিরিক্তি সচিব মো.মিজানুর রহমান তাঁর জন্য এ অনুষ্ঠানটি আয়োজন করায় আয়োজকদের ধন্যবাদ জানান। তিনি বলনে, প্রবাসীরা বাংলাদশের মূল চালিকা শক্তি, তারাই তাদের শ্রমে উপার্জিত অর্থ তারা বাংলাদেশে স্বজনদের কাছে পাঠান ।পরিশেষে যে কোন প্রয়োজনে প্রবাসিদের পাশে থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেন তিনি ।
কণ্ঠ: তৈয়বুর রহমান শ্যামল