­
­
শুক্রবার, ২ মে ২০২৫ খ্রীষ্টাব্দ | ১৯ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
মানবিক করিডর আসলে কী, বিশ্বের আর কোথায় আছে, কতটা কার্যকর?  » «   বিএনপি না জামায়াত কোন দিকে ঝুঁকছে ইসলামপন্থি দলগুলো?  » «   সুইডেনে অতর্কিত বন্দুক হামলায় নিহত ৩  » «   ইতালিতে বর্ণাঢ্য বৈশাখী উৎসব বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদের  » «   ইউরোপ ও যুক্তরাষ্ট্রের বাজারে রফতানিতে চমক: চীনের ঘাটতি পূরণ করছে বাংলাদেশ  » «   কানাডায় লিবারেলদের জয়, কী কারণ  » «   রাখাইনের জন্য করিডর বাংলাদেশের জন্য কী ঝুঁকি তৈরি করতে পারে?  » «   ইউরোপ ৪ দেশ বিদ্যুৎ বিচ্ছিন্ন!  » «   ডলারের বিপরীতে টাকার মান বৃদ্ধি  » «   বিশ্বে সামরিক ব্যয় রেকর্ড বেড়ে ২.৭ ট্রিলিয়ন ডলার  » «   নতুন এক লাখ ১৩ হাজার রোহিঙ্গার অনুপ্রবেশ  » «   ৬০ টন পণ্য নিয়ে সিলেট থেকে উড়ল প্রথম কার্গো ফ্লাইট  » «   রাখাইনে মানবিক সহায়তায় শর্তসাপেক্ষে করিডোর দিতে রাজি সরকার  » «   শেখ হাসিনাকে ‘চুপ’ রাখতে পারবেন না বলে জানান মোদি  » «   ‘জন্মই আমার আজন্ম পাপ’ কবিতার কবি দাউদ হায়দার আর নেই  » «  

পুলিশ অফিসার হারুনুর রশীদ চৌধুরীর সাথে ম্যানচেষ্টারে মতবিনিময়



হবিগঞ্জের কৃতিসন্তান,ক্রীড়া অঙ্গনের প্রিয় মুখ, সুনামগঞ্জ জেলার ৭ বারের শ্রেষ্ট পুলিশ অফিসার, এবছর পুলিশের আইজিপি পদক প্রাপ্ত, র্বতমানে দক্ষিন সুনামগঞ্জ থানার ভারপাপ্ত কর্মকর্তা মো:হারুনুর রশীদ চৌধূরী স্বপরবিারে ইংল্যান্ড সফর করছেন।তার সম্মানে ১ অক্টোবর মঙ্গলবার রাতে ম্যানচেষ্টারের স্থানিয় একটি রেষ্টুরেন্টে গ্রেটার ম্যানচেষ্টার বাসীর পক্ষ থকেে আয়োজন করা হয়েছিল এক মত বনিমিয় সভা ও নৈশভোজের।

আকলাকুর রহমান তোফায়লের পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্টানটি শূরু হয়।।শুরুতইে সংবর্ধিত অতিথিকে ফুলের তোড়া দিয়ে স্বাগত জানানো হয়।

ম্যানচেষ্টারের বিশিষ্ঠ ব্যবসায়ী ও কমিউনিটি ব্যক্তিত্ব সামছুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানটির যৌথ পরিচালনায় ছিলেন মাহতাব আহমেদ ,সৈয়দ আমিনুর রহমান রশীদ খোকন ও টিটু মিয়া।এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্রেটার ম্যানচেষ্টার বাংলাদেশ এসোসিয়েশনের চেয়ারম্যান আব্দুল নাসের ওয়াহাব,বশিষে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহজালাল মসজিদ ও ইসলামিক সেন্টারের চেয়ারম্যান আশিক মিয়া সিজিল, জিএমবিএ’র এডভাইজার মান্নান খান,সাংবাদিক তৈয়বুর রহমান শ্যামল।অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন কমিউনিটি নেতা নাজিম উদ্দিন,কামাল আহমেদ,শামীম তালুকদার, এনামুল হক দলা,ফারুক আহমেদ,মারুফ আহমদে,মোহাম্মদ খাইরুজামান জাদু ।

সভায় বক্তব্য রাখেন রুবেল আহমেদ,সামছু উদ্দিন ফয়সল,আমিনুল হক ওয়েস,ইতেকার আহমেদ ইবলুল,মিজানুর রহমান চৌধূরী,ইকবাল তালুকদার,আজিজুর রহমান,আশরাফুল ইসলাম,সালাউদ্দনি কাজল,মুকুলর আহমেদ,ইমরান আহমেদ,রায়হান আলী,সাহেল আহমেদ সহ আরো অনেকে।

বক্তারা ইন্সপেক্টর হারুনকে বাংলাদেশের পুলিশ বাহিনীর র্গব হিসেবে উল্লেখ করে বলেন,তার মত সৎ ও নিষ্ঠাবান পুলিশ অফিসার বাংলাদেশ পুলিশে খুবই কম আছে। বক্তারা সবাই তাঁর সুসাস্থ্য ও উত্তরােত্তর সাফল্য করেন।

ইন্সপেক্টর হারুন চৌধুরী তাঁর বক্তব্যে বলেন আপনাদের আতিথেয়তায় আমি মুগ্ধ। যা আমার সারাজীবন মনে থাকবে। তাঁর জন্য এ আয়োজন করায় তিনি আয়োজকদের ধন্যবাদ জানান এবং প্রবাসীদের কল্যানে সবসময় পাশে থেকে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। প্রবাসীদের যে কারো কোন প্রয়োজনে তার সাথে সরাসরি যোগাযোগ করার আহবান জানান ইনস্পেক্টর হারুন।পরে নৈশভোজের মধ্যি দিয়ে অনুষ্টানটি শেষ হয়।

  কণ্ঠ: সাবিনা ইয়াসমিন

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

সাবস্ক্রাইব করুন
পেইজে লাইক দিন