সোমবার, ৭ অক্টোবর ২০২৪ খ্রীষ্টাব্দ | ২২ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ
https://blu-ray.world/ download movies
সর্বশেষ সংবাদ
সাংবাদিক ক্যারলকে গ্লোবাল জালালাবাদ ফ্রান্সের বিশেষ সম্মাননা প্রদান  » «   গ্লোবাল জালালাবাদ এসোসিয়েশনের আন্তর্জাতিক জালালাবাদ উৎসব প্যারিস অনুষ্ঠিত  » «    সাকিব : নক্ষত্রের কক্ষচ্যুতি  » «   লন্ডনে ইউরোপের সবচেয়ে বড় ঐতিহ্যবাহী চাটগাঁয়ে মেজবান ৬ অক্টোবর রবিবার  » «   ১১তম মুসলিম চ্যারিটি রান ২০ অক্টোবর ভিক্টোরিয়া পার্কে  » «   ৭৫ শেফ এর অংশগ্রহণে বিসিএর শেফ অব দ্যা ইয়ার প্রতিযোগিতা অনুষ্ঠিত  » «   ৩০ বছরেও ধরা পড়েনি কোনো আসামী, বিচারের দাবীতে মেয়ের সংবাদ সম্মেলন  » «   ইস্টহ্যান্ডসের ফ্রি স্মার্ট ফোন পেলেন ৪০ জন  » «   সম্মিলিত সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ যুক্তরাজ্য পদক ২০২৪’পেলেন কবি, সাহিত্যিক ও সংগঠক ফারুক আহমেদ রনি  » «   টাওয়ার হ্যামলেটসে হোমলেসনেস-এর প্রস্তাবিত নতুন পলিসি সাসপেন্ড করেছেন নির্বাহী মেয়র লুৎফুর  » «   লন্ডনে বিসিএ এ্যাওয়ার্ডস ২৮ অক্টোবর থাকছে নানা চমকপ্রদ আয়োজন  » «   বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৩২নং বাসভবন ভস্মীভূত এবং ভাস্কর্য ভাংচুরের নিন্দা ও প্রতিবাদ  » «    অদ্ভুত দেশপ্রেম ও খাঁটি ব্যক্তিগত স্বার্থ  » «   বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি তুলে ধরে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরাবারে বঙ্গবন্ধু লেখক সাংবাদিক ফোরামের স্মারকলিপি প্রদান  » «   দাম দিয়ে কিনেছি বাংলা কারো দানে পাওয়া নয়  » «  
সাবস্ক্রাইব করুন
পেইজে লাইক দিন

 লন্ডনে ছান্দসিকের আন্তর্জাতিক আবৃত্তি উৎসব



সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

 

 

বহুভাষা ও সংস্কৃতির লন্ডনে বাংলা ভাষা ও সংস্কৃতির আলোজাগানিয়া পথে  আরেকটি সাফল্যের পালক যুক্ত করলো আবৃত্তি সংগঠন ছান্দসিক। “ছন্দপ্রভা ছড়িয়ে পড়ুক বিশ্বপ্রাণে -শ্লোগানে ছান্দসিক  প্রথমবারে মতো আয়োজন করে আন্তর্জাতিক আবৃত্তি উৎসব। ১ সেপ্টেম্বর রবিবার পূর্ব লন্ডনের ব্রাডি আর্ট সেন্টারে প্রথমবারে মতো আয়োজিত অনুষ্ঠানে ছিল বাঙালি এবং বাংলা ভাষা ও সাহিত্যের  উজ্জ্বল উপস্থাপনা।

উৎসবে বাংলাদেশ থেকে আমন্ত্রিত অতিথি হয়ে এসেছেন বাংলাদেশ আবৃত্তি  সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক আহকাম উল্লাহ,। কলকাতা থেকে এসেছেন  বর্তমান সময়ের জনপ্রিয় দুই  গুনী আবৃত্তি শিল্পী সাধারণ সম্পাদক সুজাতা চৌধুরী। আমেরিকা থেকে যোগ দিয়েছেন  নজরুল কবীর।

পুরো অনুষ্ঠানের প্রাণবন্ত সঞ্চালনায় ছিলেন ব্রিটেনের জনপ্রিয় আবৃত্তিশিল্পী ও উপস্থাপক রেজুয়ান মারুফ। উৎসবের আয়োজক ও ছান্দসিকের প্রতিষ্ঠাতা মুনিরা পারভিন  উৎসবে যোগদেয়া অতিথিসহ সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আবৃত্তিশিল্পের এই উদ্যোগে সকলের সহযোগিতা কামনা করেন।

বাংলা কবিতায় প্রকাশ পেয়েছে বাঙালির বিশ্বজনীন পরিচয়।  উৎসবে আবৃত্তি শিল্পীদের কন্ঠে হলভর্তি দর্শক  বাঙালির  ভালোলাগার মৌলিক বন্ধন পদ্মা-গঙার সাথে টেমস এর হার্দিক মিলন খুজে পেয়েছে।

বিশিষ্ট আবৃত্তিকার উদয় শংকর দাশ কে প্রদান করা হয়েছে  ছান্দসিক সম্মাননা ২০১৯। উদয় শংকর দাস আশির দশক থেকে বিলেতে আবৃত্তি , নাটকসহ সাহিত্য ও সংস্কৃতির নানা শাখায় একজন নিবেদিত প্রাণ হিসাবে কাজ করছেন।

অনুষ্ঠানে, কবিতায় ও ছন্দ বিভায় আলোছড়িয়েছে – বাঙালির বোধের নানা দিক।  ফুটে উঠেছে  বাংলার বহমান  রুপ রস ও গুনের নানা উপকরণ।

কলকাতা থেকে আগত অতিথি, বিশিষ্ট আবৃত্তিশিল্পী  সুজাতা চৌধুরী হলভর্তি দর্শকের বোধে ধাক্কা দিয়েছেন-  মানুষ আর মানবিকতার আলো-অন্ধকারের নানা বিষয় নিয়ে।  নিজের লেখা কবিতাসহ দর্শকের মনন ও মগজ জাগিয়ে গেছেন টানা বিশ মিনিটের একক আবৃত্তিতে।

প্রেম মৃত্তিকা আর দ্রোহ ভালোবাসায় জনপ্রিয় আবৃত্তি শিল্পী  মুনমুন মুখার্জী শুধু মন জাগাননি। স্বরণ করে দিয়েছেন – বাঙালির সম্প্রীতি আর সাহসে  চিরকালীন জেগে থাকবার মতো আমাদের গোলা ভরা উচ্চারিত প্রাচুর্যের কথামালা…

চতুর্থত প্রজন্মের প্রতিনিধি শিশু শিল্পী তাজরিয়া রহমান, নাশিতা নূর আফরা খন্দকার আবৃত্তি দিয়ে শুরু হয় আবৃত্তি পর্বের মূল অনুষ্ঠান। পুরো অনুষ্ঠান জুড়ে আবৃত্তি করেন, উদয় শংকর দাশ, তানজীনা নূর ই সিদ্দিকী, সৈয়দ রুম্মান, সোমা দাশ, মিছবাহ জামাল, মহুয়া চৌধুরী, মঈনুল হোসেন মুকুল, সুস্মিতা সাবরিনা এনি, জেবতিক রাজীব, ডঃ আনোয়ারুল হক, কাজী রাহনুমা আক্তার,  হাসিনা আক্তার, ফকরুল আম্বিয়া, পপি শাহনাজ, রাজ দাশ, সোমাভা বিশ্বাস, বুলবুল হাসান, সাঈদা সায়মা আহমেদ, লুৎফুন নাহান বেবী, সতত সুপ্রিয় রায়, নজরুল ইসলাম অকিব, রওশন  সিমি, প্রিয় জ্যোতি বাবু, তাহেরা চৌধুরী লিপি, স্মৃতি আজাদ, ফয়জুল ইসলাম ফয়েজ নূর। শহীদুল ইসলাম  সাগর, উর্মি মাজহার, সমর সাহা, আরফুমান চৌধুরী, শতরূপা চৌধুরী, জিয়াউর রহমান সাকলাইন, রিজওয়ান মারুফ, মুনিরা পারভীন।  অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রেজোয়ান মারুফ।

ছন্দপ্রভা ছড়িয়ে পড়ুক বিশ্বপ্রাণে- শ্লোগাণে উৎসব শেষ হলে রাত দশটায়। দর্শকরা  মনেরপুঠুলীতে কবিতা আর ছন্দের মুগ্ধতা নিয়েই যে বাড়ি ফিরেছেন – একথা হফল করে বলা যায়।

 

কণ্ঠ: সুমু মির্জা


সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন