­
­
শনিবার, ১২ এপ্রিল ২০২৫ খ্রীষ্টাব্দ | ২৯ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
মার্চ ফর গাজা: ফিলিস্তিনের প্রতি সংহতি জানাতে সোহরাওয়ার্দীতে জনসমুদ্র  » «   চারুকলায় আগুনে পুড়ে গেছে আলোচিত ‘ফ্যাসিবাদের মুখাকৃতি’ মোটিফ, রহস্যজনক বলছে পুলিশ  » «   ট্রান্সশিপমেন্ট বাতিলে ভারতের বিতর্কিত সিদ্ধান্তের নেপথ্যে যা  » «   ‘বাংলাদেশিসহ’ ৪০ অভিবাসীকে আলবেনিয়ায় পাঠাল ইতালি  » «   বিনিয়োগ সম্মেলনে কেমন সাড়া পেলো বাংলাদেশ?  » «   আরবদের হটিয়ে যেভাবে ইসরায়েল রাষ্ট্রের জন্ম হয়েছিল  » «   ২০২৪ সালে লন্ডন ছেড়েছেন ১১ হাজার ধনী, কোথায় যাচ্ছেন তাঁরা  » «   জুনের মধ্যে মূল্যস্ফীতি ৭-৮ শতাংশে নেমে আসবে: গভর্নর  » «   মডেল মেঘনা বিশেষ ক্ষমতা আইনে জেলে, অভিযোগ ছাড়াই আটকের যৌক্তিকতা নিয়ে আবারও প্রশ্ন  » «   ‘আলোয় আলোয় মুক্তির’ সন্ধানে বর্ষবরণ করবে ছায়ানট  » «   মঙ্গল শোভাযাত্রার নাম বদলে গেল  » «   যুক্তরাষ্ট্র-চীন বাণিজ্যযুদ্ধ: বিপজ্জনক খেলা, পথ নেই পিছু হটার  » «   বিশ্বকে বদলে দিতে বাংলাদেশ ক্রেজি আইডিয়ার দেশ  » «   প্রবাসীদের ভোট পদ্ধতি নির্ধারণে বিশেষজ্ঞদের নিয়ে কমিটি  » «   নাসার সাথে চুক্তি, আন্তর্জাতিক মহাকাশ গবেষণা জোটে যুক্ত হলো বাংলাদেশ  » «  

দারুল কিরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্ট বার্সেলোনা শাখার অভিভাবক সমাবেশ সম্পন্ন



দারুল কিরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্ট বার্সেলোনা শাখার উদ্যোগে বার্সেলোনার লতিফিয়া ফুলতলি জামে মসজিদে এ অভিভাবক সভা সম্পন্ন হয়েছে গত রোববার বিকাল ৭:০০ টার সময়।প্রতিবছরের ন্যায় দারুল কিরাত শুরু হওয়ার পূর্বে ছাত্রদের অভিভাবকদের নিয়ে এ সমাবেশ অনুষ্ঠিত হয়ে থাকে।

হাফেজ মাওলানা মুক্তার আহমদের কোরআন তেলাওয়াত এবং মাওলানা ময়নুল ইসলামের পরিচালনায় এতে সভাপতিত্ব করেন মসজিদ কমিটির সভাপতি মোহাম্মদ গিয়াস উদ্দিন।সমাবেশে উপস্থিত ছিলেন বার্সেলোনার বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।বক্তারা এসময় বার্সেলোনা দারুল কিরাতের ভুয়শী প্রশংসা করে বলেন,দারুল কিরাত দীর্ঘ ৭ বছর থেকে বার্সেলোনায় মুসলিম কমিউনিটিতে অসামান্য অবদান রেখে যাচ্ছে। বিশেষ করে আমাদের বাচ্চাদের বিশুদ্ধ কোরআন শিক্ষার পাশাপাশি শরিয়তের বিভিন্ন মাসআলা এবং নৈতিক চরিত্র গঠনে বিশেষ ভুমিকা পালন করে আসছে।

বক্তারা বলেন এক সময় আমরা আমাদের বাচ্চাদের ভবিষ্যত নিয়ে চিন্তিত ছিলাম কিন্তু আমাদের এই চিন্তা এখন অনেকাংশে কমে গেছে।তারা আশা প্রকাশ করে বলেন বার্সেলোনার মত এই বিশুদ্ধ কোরআনের আলো অচিরেই সারা ইউরোপে ছড়িয়ে পড়বে।বক্তারা এ সময় দারুল কিরাতের প্রতিষ্ঠাতা শামছুল উলামা হযরত আল্লামা ফুলতলী সাহেব কিবলা(রাহ:)’র প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন,ফুলতলী সাহেবের কারনেই আজ সারা বিশ্বে বিশুদ্ধ কোরআন চর্চা করার সুযোগ সৃষ্টি হচ্ছে।

উক্ত অভিভাবক সমাবেশে বক্তব্য রাখেন দারুল কিরাতের উপদেষ্টা শাহ আলম স্বাধীন,শফিউল আলম শফি,হীরা আলম,হারুন রশিদ,সাব্বির আহমদ দুলাল,ময়নুল আবেদিন,নাজমুল ইসলাম মাষ্টার,হাফেজ মাওলানা মুক্তার আহমদ এবং মাওলানা আব্দুল জলিল।

এসময় উপস্থিত ছিলেন রফিক উদ্দিন,আফরোজ মিয়া ফাকু,আব্দুশ শহীদ,আবুল কালাম,খোকন উদ্দিন,সিদ্দিকুর রহমান,আব্দুল মতলিব,হাসান তালুকদার রাজা,আফছার উদ্দিন,রুহেল আহমদ,ক্বারী নুর উদ্দিন শিপলু আহমদ প্রমুখ।সভা শেষে দোয়া পরিচালনা করেন মাওলানা আব্দুল জলিল।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

সাবস্ক্রাইব করুন
পেইজে লাইক দিন