দারুল কিরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্ট বার্সেলোনা শাখার উদ্যোগে বার্সেলোনার লতিফিয়া ফুলতলি জামে মসজিদে এ অভিভাবক সভা সম্পন্ন হয়েছে গত রোববার বিকাল ৭:০০ টার সময়।প্রতিবছরের ন্যায় দারুল কিরাত শুরু হওয়ার পূর্বে ছাত্রদের অভিভাবকদের নিয়ে এ সমাবেশ অনুষ্ঠিত হয়ে থাকে।
হাফেজ মাওলানা মুক্তার আহমদের কোরআন তেলাওয়াত এবং মাওলানা ময়নুল ইসলামের পরিচালনায় এতে সভাপতিত্ব করেন মসজিদ কমিটির সভাপতি মোহাম্মদ গিয়াস উদ্দিন।সমাবেশে উপস্থিত ছিলেন বার্সেলোনার বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।বক্তারা এসময় বার্সেলোনা দারুল কিরাতের ভুয়শী প্রশংসা করে বলেন,দারুল কিরাত দীর্ঘ ৭ বছর থেকে বার্সেলোনায় মুসলিম কমিউনিটিতে অসামান্য অবদান রেখে যাচ্ছে। বিশেষ করে আমাদের বাচ্চাদের বিশুদ্ধ কোরআন শিক্ষার পাশাপাশি শরিয়তের বিভিন্ন মাসআলা এবং নৈতিক চরিত্র গঠনে বিশেষ ভুমিকা পালন করে আসছে।
বক্তারা বলেন এক সময় আমরা আমাদের বাচ্চাদের ভবিষ্যত নিয়ে চিন্তিত ছিলাম কিন্তু আমাদের এই চিন্তা এখন অনেকাংশে কমে গেছে।তারা আশা প্রকাশ করে বলেন বার্সেলোনার মত এই বিশুদ্ধ কোরআনের আলো অচিরেই সারা ইউরোপে ছড়িয়ে পড়বে।বক্তারা এ সময় দারুল কিরাতের প্রতিষ্ঠাতা শামছুল উলামা হযরত আল্লামা ফুলতলী সাহেব কিবলা(রাহ:)’র প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন,ফুলতলী সাহেবের কারনেই আজ সারা বিশ্বে বিশুদ্ধ কোরআন চর্চা করার সুযোগ সৃষ্টি হচ্ছে।
উক্ত অভিভাবক সমাবেশে বক্তব্য রাখেন দারুল কিরাতের উপদেষ্টা শাহ আলম স্বাধীন,শফিউল আলম শফি,হীরা আলম,হারুন রশিদ,সাব্বির আহমদ দুলাল,ময়নুল আবেদিন,নাজমুল ইসলাম মাষ্টার,হাফেজ মাওলানা মুক্তার আহমদ এবং মাওলানা আব্দুল জলিল।
এসময় উপস্থিত ছিলেন রফিক উদ্দিন,আফরোজ মিয়া ফাকু,আব্দুশ শহীদ,আবুল কালাম,খোকন উদ্দিন,সিদ্দিকুর রহমান,আব্দুল মতলিব,হাসান তালুকদার রাজা,আফছার উদ্দিন,রুহেল আহমদ,ক্বারী নুর উদ্দিন শিপলু আহমদ প্রমুখ।সভা শেষে দোয়া পরিচালনা করেন মাওলানা আব্দুল জলিল।