বিয়ানীবাজারে এক ছাত্রীকে ইভটিজিং করার অপরাধে ঝুমন আহমদ জুম্মান (১৮) নামের এক বখাটে তরুণকে ছয় মাসের কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার দুপুরে উপজেলার লাউতা ইউনিয়নের গজারাই গ্রাম থেকে গ্রামবাসী ঝুমন আহমদকে আটক করেন। সে লাউতা হিজলুর টুক গ্রামের লুকুছ মিয়ার পুত্র।
জানা যায়, দীর্ঘদিন ধরে ঝুমন ওই মাদ্রাসা ছাত্রীকে মাদ্রাসায় যাওয়া-আসার সময় পথরোধ করে নানা অঙ্গভঙ্গি, অশ্লীল কথা বার্তা বলতো। মেয়েটি এ কথা তার পরিবারকে জানায়। পরে আটক জুমানের বিরুদ্ধে এলাকাবাসী, মাদ্রাসা শিক্ষক, অভিভাবক ও ছাত্রীরা লিখিত অভিযোগ করেন। মঙ্গলবার ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে ঘটনার সত্যতা পাওয়া যায় এবং তাকে আটক করা হয়। এসময় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী আরিফুর রহমান আটককৃত ঝুমনকে ছয় মাসের বিনাশ্রম কারাদন্ডের আদেশ প্রদান করেন।
এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নিবার্হী কর্মকর্তা কাজী আরিফুর রহমান বলেন, আটককৃতের বিরুদ্ধে এলাকাবাসী, মাদ্রাসা শিক্ষক, অভিভাবক ও ছাত্রীরা লিখিত অভিযোগ করেন। অভিযোগের প্রেক্ষিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে ঘটনার সত্যতা পাওয়া যায় এবং তাকে আটক করে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়ে থানায় সোপর্দ করা হয়।