সংযুক্ত আরব আমিরাতের সবুজ শহর আল আইনের পর্যটন স্পট জাবেল হাফিতের পাদদেশে বৃহত্তর সিলেট প্রবাসি ব্যবসায়ি সমাজকল্যাণ সংস্থার ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার স্থানীয় সময় রাত ৯ টা থেকে ১২ টা পর্যন্ত চলে এই আনন্দঘন অনুষ্ঠান। আরব আমিরাতের ৭টি প্রদেশে থাকা সিলেট অঞ্চলের প্রবাসিরা তাদের পরিবার নিয়ে অংশ নেন এই আয়োজনে। সিলেটী কথা আর নানারকম দেশীয় খেলাধুলায় প্রাণবন্ত হয়ে ওঠে সবুজ পার্ক। এ সময় পৃথক পৃথক ভাবে বাচ্চা, নারী ও পুরুষের নানারকম দেশীয় খেলাধুলার পর বিজয়ীদের পুরস্কার তুলে দেয়া হয়।
পুরস্কার বিতরণ পূর্ব আলোচনায় সভাপতিত্ব করেন সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি আলতাফ হোসেন। সাধারণ সম্পাদক মুজিবুল ইসলামের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট বিভাগ উন্নয়ন পরিষদের প্রধান উপদেষ্টা বদরুল ইসলাম চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাবেক সিআইপি মো. আশিক মিয়া, বিয়ানীবাজার জনকল্যাণ সংস্থার উপদেষ্টা শেহাবুল আম্বিয়া, সভাপতি লুৎফুর রহমান, সহ সভাপতি ফয়ছল আহমদ, আলহাজ্ব আব্দুল মালিক, কুলাউড়া সমিতির প্রধান উপদেষ্টা আব্দুল লতিফ, সিলেট বিভাগ উন্নয়ন পরিষদের সহ সভাপতি কাছা উদ্দিন, জুড়ি ওয়েলফেয়ার এসোসিয়েশনের সভাপতি রহমত আলী শোয়েব, বাংলাদেশ সমিতি শারজাহ শাখার কোষাধ্যক্ষ আবুল কালাম আজাদ, সিলেট প্রবাসি সমাজকল্যাণ সংস্থার সভাপতি মীর্জা আবু সুফিয়ান, একাত্তর টিভি প্রতিনিধি লুৎফুর রহমান সহ আরো অনেকে।
এ সময় আরো বক্তব্য রাখেন সংগঠনের সহ সভাপতি ওয়াহেদুজ্জামান বাবুল, আব্দুল কাদির, আব্দুর রফিক নাজমু, আলী জাকের সিদ্দিকী, আব্দুস সালাম আহাদ, মুজিবুল ইসলাম জিমি, মোহাম্মদ ইবরাহিম, মোয়াজ্জেম হোসেন বাবু, শহিদুর রহমান, মাওলানা ইসহাক, আলী আকবর, আরিফ সাদাত রাজা, মোহাম্মদ আবদুল্লাহ, আব্দুর রহমান আলজার, আব্দুর রাজ্জাক, খায়রুল আলম সহ আরো অনেকে।
সবুজ শহর আল আইনের বিখ্যাত জাবেল হাফিতের পাদদেশের এই মিলন মেলা সাঙ্গ হলো আবারো দেখা হবার প্রত্যয়ে।