মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩ খ্রীষ্টাব্দ | ১১ আশ্বিন ১৪৩০ বঙ্গাব্দ
https://blu-ray.world/ download movies
সর্বশেষ সংবাদ
টরেন্টো বাংলা পাড়া ক্লাবের ১ম ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত  » «   ফুটবলের ব্যাখ্যাতিত নায়ক  » «   বিলেতে হালাল ব্যবসায় হাবিবুর রহমানের সাফল্য  » «   ইউ‌কে বাংলা প্রেসক্লা‌বের দোয়া মাহ‌ফিল  » «   বিয়ানীবাজার ক্যান্সার এন্ড জেনারেল হাসপাতালের ‘মোবাইল ক্লিনিক’ সেবা উদ্বোধন  » «   লণ্ডনে গ্রেটার পাতন এসোসিয়েশন ইউকের বর্ণাঢ্য অভিষেক  » «   সুনামগঞ্জ জেলা ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকের দ্বি-বার্ষিক সম্মেলন ২০২৩ অনুষ্ঠিত  » «   ইস্টহ্যান্ডস’র আয়োজনে লন্ডনে বাগান প্রেমীদের মিলন মেলা  » «   লন্ডন বাংলা স্কুল এর আনুষ্ঠানিক উদ্বোধন  » «   লন্ডনে বইমেলা সাহিত্য ও সাংস্কৃতিক উৎসব  » «   চ্যানেল এস এর সিনিয়র নিউজ প্রেজেন্টার মুনিরা পারভিনের মাতা শাহানা সুলতানা’র মৃত্যুতে ক্লাব নেতৃবৃন্দের শোক  » «   কানাডায় স্বাগতম ! তবে তার আগে…  » «   ইউ‌কে-বাংলা প্রেসক্লা‌বের সভাপ‌তি রেজা আহমদ ফয়সল চৌধুরীর মাতৃবিয়োগে ৫২বাংলার শোক প্রকাশ  » «   ইউ‌কে-বাংলা প্রেসক্লা‌বের সভাপ‌তি রেজা আহমদ ফয়সল চৌধুরীর মাতৃবিয়োগে শোক প্রকাশ  » «   বৃটেনের শিক্ষার্থীদের জন্য মেয়র লুৎফুর রহমানের অনুকরণীয় দৃষ্টান্ত  » «  
সাবস্ক্রাইব করুন
পেইজে লাইক দিন

বিলেতে বাঙালির ঈদে ওভালের রং



সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

রমজান আর ঈদ কেনাকাটায় বেশ কিছু দিন ধরেই উৎসবমুখর হয়ে আছে ব্রিটেনের বাঙালিপাড়া। এই উৎসবে নতুন করে যোগ হয়েছে আরেক আমেজ। সাউথ আফ্রিকার সঙ্গে বাংলাদেশের বিজয়ের পর লন্ডন কিংবা অন্যান্য শহরগুলোর বাঙালিরা পেয়েছেন উৎসবের নতুন উপলক্ষ। কাল থেকে দেখা গেছে সব জায়গায়ই উচ্ছ¡সিত মানুষের একই কথা, জিতে গেছে বাংলাদেশ। ওভালের জয়ে এখানে বেড়ে উঠা বাংলাদেশি প্রজন্মদের কাছে উঠে এসেছে যেন নতুন এক বাংলাদেশ। খোঁজ নিয়ে জানা গেছে, প্রায় সব পরিবারের বংলাদেশি বংশোদ্ভূত ছেলেমেয়েরা এ খেলা দেখেছে। শুধু তাই নয়, গর্ব নিয়েই তাৎক্ষণিকভাবে ফেসবুক-ইনস্টাগ্রামে ভিনদেশি বন্ধুদের সঙ্গে বাংলাদেশের এ বিজয়কে শেয়ার করেছে তারা।

সাকিব-মাশরাফিদের খেলা দেখতে ইউরোপ-আমেরিকা থেকেও ছুটে এসেছেন অনেক বাংলাদেশি। তাদের পাশাপাশি ব্রিটেনের দর্শকদের উপস্থিতিতে খেলার দিন ওভাল স্টেডিয়াম যেন হয়ে উঠেছিল এক টুকরো বাংলাদেশ। তাদের দম ফাটানো ‘বাংলাদেশ… বাংলাদেশ…’ শ্লোগান যেমন টাইগার বাহিনীকে তেজোদ্দীপ্ত রেখেছে, তেমনি বাংলাদেশের সমর্থকদের উচ্ছ¡াস দেখে ভিনদেশিরাও পর্যন্ত অংশ নিয়েছে গ্যালারির আনন্দ-উল্লাসে। ওভালের ‘এন্টারটেইনমেন্ট কর্নার’ ছিল বাংলাদেশময়। টাইগারের কস্টিউম পরা দর্শকদের নিয়ে ‘এন্টারটেইনমেন্ট কর্নারে’ নেচেছে ভিনদেশি মানুষগুলো, এদের কণ্ঠেও উচ্চারিত হয়েছে ‘বাংলাদেশ’ কিংবা ‘টাইগার’।

ওভালের সেই তেজ আর উচ্ছাস এখনো যেন লন্ডনের বাঙালিপাড়ায় ঢেউ দিয়ে যাচ্ছে। বাংলাদেশের খেলাকে সামনে রেখে এমনিতেই ব্রিকলেন কিংবা হোয়াইট চ্যাপেলের বেশ কিছু দোকানে ঝুলছে বাংলাদেশের টি-শার্ট, পত পত করে উড়ছে বাংলাদেশের পতাকা। তরুণ-বৃদ্ধ-শিশুরা কিনছে এসব। খেলার দিন ওভালে দেখা গেছে, ভিনদেশি ব্যবসায়ীরা (শেতাঙ্গ ফেরিওয়ালা) পর্যন্ত ফেরি করেছে বাংলাদেশের ব্যাজ, মাথায় বাঁধার ফিতা, বাচ্চাদের ছোট পতাকা।

আগামীকাল নিউজিল্যান্ডের বিরুদ্ধে মাঠে নামবে বাংলাদেশ। এই খেলাটাও হচ্ছে ওভালেই। বলাই বাহুল্য, এ দিনও বাংলাদেশি সমর্থকদেরই আধিক্য থাকবে। তবে গত খেলার মতো উপচে পড়া ভিড় হয়তো হবে না। কারণ ব্রোঞ্জ আর সিলভার টিকেট ইতোমধ্যে বিক্রি হয়ে গেছে। ব্রিটেনে মঙ্গলবার নাকি বুধবার ঈদুল ফিতর হবে- এই দ্বিধায় লন্ডনের বাইরের অনেকেই এ খেলার টিকেট কেনেননি। কিন্তু লন্ডনের স্থানীয় ক্রিকেটপ্রেমীরা ঠিকই খেলা দেখবেন। কয়েকজনের সঙ্গে আলাপ করে জানা গেছে, ঈদের দিন নিয়ে সন্দিহান থাকার পরও তারা টিকেট কিনেছেন এবং কাল অবশ্যই ওভালে যাচ্ছেন। এখানে উল্লেখ করা যেতে পারে, শুধু গোল্ড আর প্লাটিনাম টিকেট এখনো পাওয়া যাচ্ছে। তবে তাও আছে সীমিত।

বাংলাদেশের দলনেতা মাশরাফি মাঠে বাংলাদেশের সমর্থকদের উচ্ছসিত প্রশংসা করেছেন। এই প্রশংসায় আরো তেজোদ্দীপ্ত হয়েছেন অভিবাসী বাংলাদেশিরা। বুধবার আবারো জেগে উঠবে ওভাল, বাঘের হুঙ্কারে কেঁপে উঠবে আকাশ-বাতাস, মাশরাফি-সাকিবরা ছিনিয়ে আনবেন আরেকটি বিজয়- এই প্রত্যাশায় বুক বেঁধে আছেন ব্রিটেনের বাংলাদেশিরা।


সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন