সোমবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৫ খ্রীষ্টাব্দ | ৫ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ
https://blu-ray.world/ download movies
সর্বশেষ সংবাদ
যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী হচ্ছেন ভারতীয় বংশোদ্ভূত পল কাপুর  » «   গণঅভুত্থানের পক্ষে ৮৩৮, পরে ৫৬২ জন নিহত : জুলাই গণঅভুত্থানে মানবাধিকার লঙ্ঘনের প্রমাণ পেয়েছে জাতিসংঘ  » «   ‘জুলাই শহিদ’ পরিবার ও ‘জুলাই যোদ্ধা’ পাবে মাসিক ২০ হাজার টাকা ভাতা  » «   লন্ডনে বাংলায় স্টেশনের নাম নিয়ে ব্রিটিশ এমপির ক্ষোভ!  » «   বৈশ্বিক পাসপোর্ট সূচকে কিছু উন্নতি : ফিলিস্তিন-লিবিয়ার অবস্থানে বাংলাদেশ  » «   সমাজসেবী হাজী আব্দুর রহমানের ইন্তেকাল  » «   বাংলা একাডেমির ‘আদব-কায়দা’ নিয়ে প্রশ্ন তুললেন সলিমুল্লাহ খান  » «   সুরভি-র ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন  » «   বরের পিতা আওয়ামী লীগ নেতা, চট্টগ্রামে বিয়ের অনুষ্ঠানে ‘মব’ তাণ্ডব  » «   বিশ্ব ইজতেমা ময়দানে ৬৩ যুগলের যৌতুকবিহীন গণবিয়ে  » «   মার্কিন অর্থায়ন বন্ধের প্রভাব : আইসিডিডিআর,বি’র সহস্রাধিক কর্মী ছাঁটাই হচ্ছে  » «   ‘মধুচন্দ্রিমা শেষ’, প্রত্যাশার চাপ বাড়ছে অন্তর্বর্তী সরকারের ওপর: আইসিজি  » «   সবচেয়ে দরিদ্র জেলা মাদারীপুর, ধনী নোয়াখালী  » «   হেলিকপ্টারের সঙ্গে বিমানের সংঘর্ষ : ৬৪ জন যাত্রী ও ক্রুর ভাগ্যে কী ঘটেছে  » «   ভারতীয় বিতর্কিত সিনেমা ‘ইমার্জেন্সি’: শেখ মুজিবের মুখে এ কী সংলাপ? : ব্রিটেনে বিক্ষোভ  » «  
সাবস্ক্রাইব করুন
পেইজে লাইক দিন

বিয়ানীবাজার থানা জনকল্যাণ সমিতি ইউকে’র আর্থিক সহায়তা কার্যক্রমের উদ্বোধন



সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

বিয়ানীবাজার থানা জনকল্যাণ সমিতি ইউকে’র নেতৃবৃন্দ এবার করোনাভাইরাস প্রাদুর্ভাব মুহূর্তে উপজেলার কয়েকশ’ কোরআনে হাফেজ, সাংবাদিক ও শতাধিক হিন্দু ধর্মাবলম্বীদের পাশে দাঁড়িয়েছেন। তাদেরকে দিচ্ছেন আর্থিক সহায়তা। শুক্রবার (১৫ মে) বেলা ৩ টায় বিয়ানীবাজার পৌরসভা মিলনায়তনে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। এতে শিক্ষক, সাংবাদিক, রাজনীতিবিদ, ব্যবসায়ী ও ধর্মীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বিয়ানীবাজার থানা জনকল্যাণ সমিতি ইউকের উপদেষ্টা আলহাজ বাজিদুর রহমানের সভাপতিত্বে এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক প্রোগ্রামের মুখপাত্র সাবেক ছাত্রনেতা জুবের আহমদের পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিয়ানীবাজার উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম পল্লব, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিয়ানীবাজার উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ জামাল হোসেন, বিয়ানীবাজার উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আতাউর রহমান খান, সাধারণ সম্পাদক দেওয়ান মাকসুদুল ইসলাম আউয়াল, বিয়ানীবাজার পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবাদ আহমদ। এতে প্রধান বক্তা ছিলেন বিয়ানীবাজার পৌরসভার মেয়র মো. আব্দুস শুকুর। এছাড়া অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিনিয়র সাংবাদিক এম হাসানুল হক উজ্জ্বল, সাপ্তাহিক বিয়ানীবাজার বার্তা পত্রিকার সম্পাদক ছাদেক আহমদ আজাদ, বিয়ানীবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মিলাদ মো. জয়নুল ইসলাম, বিয়ানীবাজার রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক শাহীন আলম হৃদয়, যুক্তরাজ্য প্রবাসী সাংবাদিক ফয়সল মাহমুদ, আব্দুল মুকিত, জেলা ছাত্রলীগের সাবেক সদস্য কেএইচ সুমন প্রমুখ।অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রবাসীরা আমাদের আত্মার আত্মীয়। এ কথা শুধু মুখে নয়, আমাদের যেকোন দুর্যোগ কিংবা প্রয়োজনে তাঁরা যেভাবে সাড়া দেন তাতে সহজেই এ কথার বাস্তব প্রমাণ মিলে। তাদের মহতি কার্যক্রমে আমরা গর্বিত হই। বক্তারা আরো বলেন, মামুন-মুন্না-জাকিরের নেতৃত্বাধীন এ সংগঠন করোনাভাইরাস দুর্যোগ সময়ে বিভিন্ন পেশার মানুষের মধ্যে আর্থিক অনুদান প্রদান করায় সত্যি আমরা আনন্দিত। এজন্য এ সংগঠনের সাথে জড়িত সকল নেতৃবৃন্দকে আমরা অভিনন্দন জানাই, কৃতজ্ঞতা প্রকাশ করি।

বক্তারা আরো বলেন, বিয়ানীবাজারের সার্বিক উন্নয়ন ও অগ্রগতিতে প্রবাসী সংগঠনের নেতাদের অনৈক্য নয়, অতীতের মতো ঐক্যবদ্ধভাবে পাশে দাঁড়ানোর আহ্বান জানান। বিয়ানীবাজার থানা জনকল্যাণ সমিতি ইউকের সভাপতি মামুন রশীদ, সাধারণ সম্পাদক কামরুল হোসেন মুন্না ও ট্রেজারার জাকির হোসেন পৃথক ভিডিও বার্তায় অনুষ্ঠানে উপস্থিত সবাইকে অভিনন্দন ও কৃতজ্ঞতা জানিয়ে বলেন, বৈশ্বিক এ মহামারিতে দেশের প্রিয় স্বজনদের জন্য আমাদের মন কাঁদছে। এজন্য আমরা শুধু আর্থিক অনুদান নয়, এর মাধ্যমে সবার সাথে একাত্ম হয়েছি মাত্র। অতীতের মতো বর্তমান এবং ভবিষ্যতেও আমরা বিয়ানীবাজারবাসীর যেকোন সুখে-দুঃখে পাশে থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করছি। এ সময় প্রবাসী নেতৃবৃন্দ পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ও মোবারকবাদ জানান এবং সবাইকে স্বাস্থ্যবিধি মেনে সুস্থ থাকার অনুরোধ করেন। পরে দেশ ও জাতির মঙ্গল কামনা করে এক বিশেষ মোনাজাত করা হয়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন