গত সোমবার নিউ ইয়র্কের ওজনপার্কের রোজ বেঙ্গল রেষ্টুরেন্টে অনুষ্টিত হলো প্রবাসী তরুণ সংগঠক ও সমাজকর্মীদের উদ্যোেগে প্রতিষ্ঠিত বিয়ানীবাজার এডুকেশন এন্ড ডেপলাপমেন্ট ট্রাষ্ট, ইউ এস এ’ র ইফতার মাহফিল। প্রাণবন্ত ইফতার মাহফিলে সর্বস্থরের মানুষের উপস্থিতি ঘটে। ব্যতিক্রমধর্মী ইফতার মাহফিলের প্রধান আকর্ষন ছিলো বাংলাদেশে সিলেটের বিয়ানীবাজার জনপদের দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা সহায়তা ও সামাজিক উন্নয়নে অবদান রাখার নিমিত্তে দেশ থেকে প্রবাসে আসা এবং আমেরিকার মাটিতে জন্ম ও বেড়ে উঠা শিক্ষিত তরুণ উদ্যোক্তাদের আত্নপ্রকাশ। যারা ইতিমধ্যে প্রচারণার বাইরে থেকে ব্যাপক উন্নয়নমূলক কার্যক্রম সম্পাদন করেছেন। তারা সমবয়সী। সমমনা। কলেজের ছাত্র কিংবা কর্মজীবনে কঠোর পরিশ্রমী।
আমেরিকার বিভিন্ন ষ্টেটে ছড়িয়ে রয়েছে সংগঠনের সদস্যগণ। আন্তঃযোগাযোগের মাধ্যমে তাদের অর্থ কালেকশন প্রক্রিয়া সম্পাদন হয়ে থাকে। যাদের লক্ষ্য মহৎ। টাকার বিনিময়ে নাম কুড়ানো নয়, জনস্বার্থে তরুণপ্রাণের জাগরণ। যে বয়সে পিতামাতার কাছ থেকে অর্থ নিয়ে বিলাসীতা করার কথা, সে বয়সে নিজ অর্থে মানবকল্যানে ব্রতী। তাদের মহতী উদ্যোগ উপস্থিত সকলকে উদ্দীপিত ও অনুপ্রাণিত করেছে।
সংগঠনের অন্যতম উদ্যোক্তা মাহমুদুল হাসান পরিচালনায় অনুষ্ঠানে পবিত্র কোরআন তেলাওয়াত করেন সংগঠনের সদস্য হাফিজ তৌফিক আহমেদ । সংগঠনের অন্যতম প্রতিষ্ঠাতা ফাহিম শাকিল অপু সংগঠনের কার্যক্রমের নানা দিক উল্লেখ করে স্বাগত বক্তব্য রাখেন। ইফতার মাহফিলে উপস্থিতির মধ্য থেকে শুভেচ্ছা বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবী সামসুল আবেদীন, নিউ ইয়র্কস্থ সিলেট ডিষ্ট্রিক্ট এসোসিয়েশনের সভাপতি আনোয়ার হোসেন, মুলধারার রাজনীতিক মিছবাহ আবেদীন, কমিউনিটি নেতা আব্দুল আহাদ, ছরওয়ার হোসেনপ্রমূখ। এছাড়াও দেশ থেকে নবাগত বিশিষ্ট মুরব্বী আব্দুল আজিজ, কমিউনিটি ব্যক্তিত্ব বেলাল আহমদ, আব্দুল হাকিম, তরুণ উদ্যোক্তা হাসান আহমদ, শাহিদ সিরাজ সৌরভ, আব্দুস সামাদ, আব্দুল আজিজপ্রমূখ উপস্থিত ছিলেন। মাহফিলে দোয়া পরিচালনা করেন কমিউনিটিনেতা মোহাম্মদ মজনু ।
ইফতার মাহফিলে সংগটনের কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন সুমন আহমেদ, নাজির আহমেদ, ফয়সল আলম, আহমেদ সালমান, মাহমুদুল হাসান, শরীফ আহমেদ, কামরুল ইসলাম, রেজাউল করীম রাজেল, আল মামুন শাওন, মাহফুজ আহমেদ, জাফর উদ্দিন, এমরান চৌধুরী, আবিদ রিজু মিজান, সৈয়দ এম রশীদ, ওবায়দুল্লাহ রাহি, সরওয়ার আহমেদ শরীফ, মন্জুরুল হাসান, আবু বক্কর, আহমেদ সিদ্দিক, ইমরান আহমেদ দিপু, সিদ্দিক আহমেদ, তৌফিক আহমেদ প্রমুখ।