ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ সহ সকল আন্দোলনে সিলেটের মা্নুষ এক ছিলো। সিলেটের মানুষদের ঐক্যের বন্ধনের নজির বিদেশের মাটিতেও লক্ষণীয়। সংযুক্ত আরব আমিরাতে সিলেট প্রবাসি সমাজকল্যাণ সংস্থার ইফতারপূর্ব আলোচনায় বক্তারা এসব বলেছেন।
শনিবার শারজাহের একটি রেস্তোরায় এ উপলক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মীর্জা আবু সুফিয়ান। সাধারণ সম্পাদক জাহেদ আহমদের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন এনআরবি ব্যাংকের পরিচালক ও সিলেট বিভাগ উন্নয়ন পরিষদের সভাপতি আলহাজ্ব আব্দুল করিম।
মীর্জা শাহি মোবারকের ক্বোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে প্রধান আকর্ষণ ছিলেন দুবাই কনসাল জেনারেলের প্রতিনিধি হারুনুর রশীদ। এ সময় সংগঠনের পক্ষ থেকে বক্তব্য রাখেন উপদেষ্টা সাংবাদিক লুৎফুর রহমান ও সাংগঠনিক সম্পাদক রিয়াদ আহমেদ।
বিশেষ অতিথি ছিলেন সিলেট বিভাগ উন্নয়ন পরিষদের সিনিয়র সহ সভাপতি হাজী আব্দুর রব, সহ সভাপতি লালন আজাদ, সাধারণ সম্পাদক দেলওয়ার হোসেন চৌধুরী, প্রবাসি সুনামগঞ্জ সমিতির প্রধান উপদেষ্টা হাজী শফিকুল ইসলাম, কুলাউড়া সমিতির প্রধান উপদেষ্টা আব্দুল লতিফ, বাংলাদেশ সমিতি শারজাহ শাখার কোষাধ্যক্ষ আবুল কালাম আজাদ, গোয়াইনঘাট সমিতির আজিম উদ্দিন মাস্টার, প্রবাসি বাহুবল সমিতির আব্দুল আওয়াল সহ আরো অনেকে।
এ সময় আরো বক্তব্য রাখেন প্রবাসি মৌলভীবাজার ভিআইপি ক্লাবের সভাপতি হুমায়ূন রশিদ, সাধারণ সম্পাদক রাসেল আহমদ, প্রবাসি গোলাপগঞ্জ উন্নয়ন পরিষদের সাধারণ সম্পাদক ডা. শামসুল ইসলাম, কুলাউড়া সমিতির সাধারণ সম্পাদক ইছমত আলী, ওসমানী স্মৃতি পরিষদের যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন।
এ সময় সংগঠনের নেতৃবৃন্দদের মধ্যে বক্তব্য রাখেন এম আবুল হাসনাত, জুবের আহমদ, মুজিবুর রহমান, মহিউদ্দিন জালালি, শাহিন আহমদ, মিজানুর রহমান, জালাল উদ্দিন, আলী আসগর সহ আরো অনেকে।
পরে দেশ ও জাতির কল্যাণ কামনায় মোনাজাত পরিচালনা করেন বাংলাদেশ থেকে আসা বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ হাবিবুর রহমান মিছবাহ।