ফ্রান্সের অন্যতম প্রধান শহর লিওনে পার্সেল বোমা বিস্ফোরণে এক শিশুসহ ১৩ জন আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির পুলিশ । দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে স্থানীয় সময় শুক্রবার বিকাল ৫ টা ৪০ মিনিটে শহরের কেন্দ্রস্থলে বিস্ফোরণের ঘটনা ঘটে পুলিশ জানিয়েছে রিউ ভিক্টর হুগো এবং এবং রিউ সালা এলাকার কাছাকাছি স্থানে বোমাটি বিস্ফোরিত হয়েছে। এ বিস্ফোরণের হামলাকে সন্ত্রাসী হামলা হিসেবে আখ্যায়িত করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো ।সংবাদ সংস্থা এএফপিকে পুলিশের একটি সূত্র জানায়, হামলাকারীর বয়স আনুমানিক ৩০ এবং সে একটি কালো বাইসাইকেল ব্যবহার করছিল।
এ বিষয়ে নিরাপত্তা বাহিনী জানায়, প্যাকেট বোমাটি বিকট শব্দে বিস্ফোরিত হয়। সে সময় এতে থাকা স্ক্রু, নাট-বল্টু চারপাশে ছিটকে পড়ে। জানা গেছে, এ ঘটনার পর ফরাসি পুলিশ সিসিটিভি থেকে নেওয়া সন্দেহভাজন হামলাকারীর অস্পষ্ট একটি ছবি প্রকাশ করেছে। এ ঘটনার তদন্ত শুরু করেছেন নিরাপত্তা সংশ্লিষ্ট কর্মকর্তারা।সন্ত্রাসী হামলার পর বর্তমানে পুরো ফ্রান্স জুড়ে থমথমে অবস্থা বিরাজ করছে। ফ্রান্সে আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন এক কর্মকর্তা জানান এই সন্ত্রাসী হামলার পর পুরো ফ্রান্স জুড়ে নিরাপত্তা ব্যবস্থা আরো জোরদার করা হয়েছে। বাংলাদেশী কমিউনিটির নেতৃবৃন্দরা প্রবাসী বাংলাদেশীদের একটু সতর্ক ভাবে চলাফেরা করার আহ্বান জানান