‘সৌহার্দ্য বন্ধনে মানবতার জয়’ ট্যাগলাইনে স্বেচ্ছাসেবী সংগঠন মণিপুরী ব্লাড ব্যাংক ‘৫ টেখার ইফতার’ সিলেটে মানুষের বিবেকে কিছুটা হলেও নাড়া দিয়েছে।
লোভী ব্যবসায়ীদের যারা রমজান মাসে দ্রব্যমূল্য বৃদ্ধি করে, তাদের বিরুদ্ধে মৌন প্রতিবাদ’ এর ধারাবাহিক অংশ হিসাবে ১৭ মে শুক্রবার সিলেট নগরীতে ‘৫টেখার ইফতার’ ইভেন্টটি পরিচালনা করে।
আগামী ২৪ ও ৩১ মে শুক্রবার বিকাল ৩:৩০ টা থেকে ইফতারের আগ পর্যন্ত নগরীর রোজভিউ হোটেলের সামনে ল’কলেজ সংলগ্ন উপশহর পয়েন্ট (অফিসিয়াল পয়েন্ট),জেল রোড পয়েন্ট, বন্দর বাজার পয়েন্ট, হুমায়ুন রশীদ চত্বর, কদমতলী তে আরও দুদিন ইভেন্টটি পরিচালিত হবে।
স্বেচ্ছাসেবী সংগঠনটির আরও একটি আলোকিত ও মানবিক ইভেন্ট হলো ঈদে বন্ত্র বিতরণ। ‘খুশিতে শিশুরা’ (সিজন ১) এ কেউ সহযোগিতা করতে চাইলে ০০8801727330537 নাম্বারে যোগাযোগরে জন্য আয়োজকদের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে।
এ বিষয়ের আরও খবর