রমজানের প্রকৃত শিক্ষা নিয়ে অনাহারির কষ্ট দূর করতে সমাজের প্রতি বিত্তবানদের এগিয়ে আসতে হবে। সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশি ব্যবসায়িদের সংগঠন বাংলাদেশ বিজনেস ফোরামের ইফতারপূর্ব আলোচনায় এসব বলেছেন বক্তারা।
শুক্রবার আজমানের এশিয়ান স্পাইশি রেস্টুরেন্টে এ উপলক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি হাবিবুর রহমান।
তরিকুল ইসলাম শামীম ও কামরুল ইসলামের যৌথ পরিচালনায় প্রধান অতিথি ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা মীর কামাল।
অনুষ্টানে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ বারেকুজ্জামান।
এ সময় বক্তব্য রাখেন ডা: মাসুদ সরওয়ার, জাকির হোছাইন, আব্দুল কুদ্দুছ খা মজনু, শামীম আহমদ, কামরুল হাসান, বদরুল ইসলাম, আহসান হাবিব, আব্দুস সাত্তার ফকির, মকবুল হোসেন সহ আরো অনেকে।
এ সময় বক্তারা আরো বলেন, আরব আমিরাতে বাংলাদেশি ক্ষুদ্র ব্যবসায়িদের সার্বিক সহযোগিতা করতে বিজনেস ফোরাম কাজ করছে বলে জানিয়েছেন বক্তারা। আসছে ঈদে সংগঠনের পক্ষ থেকে এক বর্ণিল বনভোজনের আয়োজনের কথা জানানো হয়েছে ।
পরিশেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।