শুক্রবার (১৭ই মে) বার্সেলোনার শাহ জালাল জামে মসজিদে অনুষ্ঠিত হয়েছে বার্সেলোনার সুনামগঞ্জ কালচারাল এ্যাসোসিয়েশনের ইফতার মাহফিল । বার্সিলোনায় এ্যাসোসিয়েশনের কর্যকরি পরিষদ ছাড়াও কমিউনিটির সাংবাদিক, সামাজিক, রাজনৈতিক শতাধিক ব্যক্তিবর্গ সহ সুনামগঞ্জ প্রবাসীদের উপস্থিতি ছিল লক্ষ্যনীয়।
ইফতার পূর্ববর্তী আলোচনায় অংশনেন শাহ জালাল জামে মসজিদের ইমাম মাওলানা ইসমাইল হোসেন, মাওলানা আফজাল এবং মিনহাজুল কোরআন ইন্টারন্যাশনালের শিক্ষক ও খতিব মোঃ আবুল হাসান। পবিত্র রমজান মাসের তাৎপর্য্য ও আমাদের করণীয় বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বক্তারা এতে আলোচনা করেন।
সুনামগঞ্জবাসীর নির্বাচিত সভাপতি মনোয়ার পাশা সুনামগঞ্জ কালচারাল এ্যাসোসিয়েশন এবং প্রবাসী সুনামগঞ্জবাসীর পক্ষে সংকিপ্ত বক্তব্য প্রদান করেন। এ সময় তিনি উপস্থিতির নিকট কৃতজ্ঞতা প্রকাশের পাশাপাশি ভবিষ্যতে বিগত দিনের ন্যায় সকলের সাথে একহয়ে সমাজ উন্নয়নে ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন।