বিয়ানীবাজার উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মহিলা ভাইস চেয়ারম্যান রোকশানা বেগম লিমা।
প্রতিদ্বন্দি প্রার্থী ভাইস চেয়ারম্যান মোহাম্মদ জামাল হোসেনকে ২ ভোটে হারিয়ে বিয়ানীবাজার উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মহিলা ভাইস চেয়ারম্যান রোকসানা বেগম লিমা ।
১৪ মে,মঙ্গলবার উপজেলা পরিষদের প্রথম মাসিক সভায় আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন চেয়ারম্যান আবুল কাশেম পল্লব,ভাইস চেয়ারম্যান মোহাম্মদ জামাল হোসেন ও মহিলা ভাইস চেয়ারম্যান রোকশানা বেগম লিমা। ঐ দিন প্যানেল চেয়ারম্যান নিবাচিত হওয়ার কথা থাকলেও সমঝোতার ভিত্তিত্বে প্যানেল চেয়ারম্যান নির্বাচিত না হওয়ায় বিষয়টি নির্বাচন পর্যন্ত গড়াতে হয়েছে নতুন পরিষদকে। অবশেষে আজ বৃহস্পতিবার (১৬ মে) দুপুরে উপজেলার প্যানেল চেয়ারম্যান নির্বাচন সম্পন্ন হয়েছে।
নির্বাচনে ভাইস চেয়ারম্যান মোহাম্মদ জামাল হোসেনকে পরাজিত করে প্যানেল চেয়ারম্যান-১ নির্বাচিত হয়েছেন মহিলা ভাইস চেয়ারম্যান রোকশানা বেগম লিমা।
নির্বাচনে ১৮টি ভোটের মধ্যে রোকশানা বেগম লিমা পেয়েছেন ১০টি এবং মোহাম্মদ জামাল হোসেন পেয়ছেন ৮টি ভোট। ফলে উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান-২ নির্বাচিত হয়েছেন বিজিত প্রার্থী মোহাম্মদ জামাল হোসেন।