মঙ্গলবার, ৮ অক্টোবর ২০২৪ খ্রীষ্টাব্দ | ২৩ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ
https://blu-ray.world/ download movies
সর্বশেষ সংবাদ
হাইকমিশনার সাইদা মুনা তাসনিমের  বিরুদ্ধে নীতিহীন কর্মকান্ডের অভিযোগ  » «   সাংবাদিক ক্যারলকে গ্লোবাল জালালাবাদ ফ্রান্সের বিশেষ সম্মাননা প্রদান  » «   গ্লোবাল জালালাবাদ এসোসিয়েশনের আন্তর্জাতিক জালালাবাদ উৎসব প্যারিস অনুষ্ঠিত  » «    সাকিব : নক্ষত্রের কক্ষচ্যুতি  » «   লন্ডনে ইউরোপের সবচেয়ে বড় ঐতিহ্যবাহী চাটগাঁয়ে মেজবান ৬ অক্টোবর রবিবার  » «   ১১তম মুসলিম চ্যারিটি রান ২০ অক্টোবর ভিক্টোরিয়া পার্কে  » «   ৭৫ শেফ এর অংশগ্রহণে বিসিএর শেফ অব দ্যা ইয়ার প্রতিযোগিতা অনুষ্ঠিত  » «   ৩০ বছরেও ধরা পড়েনি কোনো আসামী, বিচারের দাবীতে মেয়ের সংবাদ সম্মেলন  » «   ইস্টহ্যান্ডসের ফ্রি স্মার্ট ফোন পেলেন ৪০ জন  » «   সম্মিলিত সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ যুক্তরাজ্য পদক ২০২৪’পেলেন কবি, সাহিত্যিক ও সংগঠক ফারুক আহমেদ রনি  » «   টাওয়ার হ্যামলেটসে হোমলেসনেস-এর প্রস্তাবিত নতুন পলিসি সাসপেন্ড করেছেন নির্বাহী মেয়র লুৎফুর  » «   লন্ডনে বিসিএ এ্যাওয়ার্ডস ২৮ অক্টোবর থাকছে নানা চমকপ্রদ আয়োজন  » «   বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৩২নং বাসভবন ভস্মীভূত এবং ভাস্কর্য ভাংচুরের নিন্দা ও প্রতিবাদ  » «    অদ্ভুত দেশপ্রেম ও খাঁটি ব্যক্তিগত স্বার্থ  » «   বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি তুলে ধরে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরাবারে বঙ্গবন্ধু লেখক সাংবাদিক ফোরামের স্মারকলিপি প্রদান  » «  
সাবস্ক্রাইব করুন
পেইজে লাইক দিন

নিরাপদ শহরের তালিকায় আরব আমিরাতের তিনটি শহর 



সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

মরুর বুকে প্রাণের সঞ্চার হওয়া মধ্যপ্রাচ্যের অন্যতম শৃঙ্খলিত দেশ সংযুক্ত আরব আমিরাত। তিলে তিলে বেড়ে উঠা অর্থনৈতিক প্রাণকেন্দ্রের মিলনমেলা এই আরব দেশটি। শুধু অর্থনৈতিকভাবেই সমৃদ্ধ হয়ে থেমে থাকেনি দেশটি । পর্যটন শিল্পেও দেশটি সফলতার স্বাক্ষর রেখেছে । এদেশের আইন শৃঙ্খলা ও আইনের যথাযত প্রয়োগ এর ফলে দেশটিতে অপরাধের পরিমান অতি নগন্য (নেই বললেই চলে)। যার ফলে বিশ্বের ভ্রমণ প্রিয় পর্যটকদের সর্বোচ্চ পছন্দের তালিকায় এখন সংযুক্ত আরব আমিরাত | পর্যটক সহ এখানকার সকল নাগরিক ও বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিত করতে আমিরাত সরকার সর্বদা অপরাধের ক্ষেত্রে ‘জিরো টলারেন্স’ নীতি অবলম্বন করে আসছে।

এর স্বীকৃতি সরূপ আন্তর্জাতিক অপরাধ সূচক অনুযায়ী সংযুক্ত আরব আমিরাতের তিনটি শহর নিয়ে বিশ্বে শীর্ষ দশটি নিরাপদ শহরের তালিকায় নাম উঠিয়ে বিরল উদাহরণ সৃষ্টি করা একমাত্র দেশ। Crowd-sourced global data ওয়েবসাইট NUMBEO এর বিশ্বজুড়ে করা পরিসংখ্যান অনুযায়ী ৪০০ (চারশত ) শহরের মধ্যে আবুধাবি , দুবাই এবং শারজাহ মর্যাদাপূর্ণভাবে যথাক্রমে দ্বিতীয় ,ষষ্ঠ ও সপ্তম অবস্থান অর্জন করে ।

এছাড়াও ২৪ টি সূচকে জীবনযাত্রার মান বিবেচনায় বিশ্বে সবচেয়ে নিরাপদ দেশগুলির মধ্যে দেশ হিসেবে সংযুক্ত আরব আমিরাত ৩য় স্থানে রয়েছে । অন্যান্য নিরাপদ দেশগুলি হলো থাইওয়ান ,জর্জিয়া, ওমান , হংকং , স্লোভেনিয়া Isle of Man, সুইজারল্যান্ড এবং জাপান | NUMBEO এর নিরাপত্তা সূচক অনুযায়ী আবুধাবির স্কোর হলো ৮৮۔৪৪ ,দুবাই এর স্কোর ৮৩۔ ০১ এবং শারজাহ এর স্কোর ৮২۔৭১।অপরাধ সূচকে আবুধাবি ১১ দশমিক ৫৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় সর্বনিম্ন স্কোর করে। যথাক্রমে দুবাই ১৬ দশমিক ৯৯ পয়েন্ট এবং শারজাহ ১৭۔২০ পয়েন্ট স্কোর করে। অপরাধ সূচকের এই জরিপটির আওতায় ৩৯৬ টি শহরকে আনা হয়।

শীর্ষ দশ নিরাপদ শহরের তালিকায় আরও রয়েছে তাইপেই, কুইবেক,জুরিখ , মিউনিখ এবং এসকেসেহির (তুরস্ক )।
জরিপ অনুযায়ী ৮৪ দশমিক ৫৭ পয়েন্ট নিয়ে বিশ্বের সবচেয়ে বিপদজনক শহর হলো কারাকাস (ভেনিজুয়েলা )।
অপরাধ সূচকটি কোনও প্রদত্ত শহর বা একটি দেশের সামগ্রিক স্তরের অপরাধের অনুমান। NUMBEO অনুসারে ,অপরাধের মাত্রা ২০ এর চেয়ে কম হলে অতি নিম্ন ,২০ থেকে ৪০ এর মধ্যে নিম্ন ,৪০ থেকে ৬০ এর মধ্যে হলে মাঝারি,৬০থেকে ৮০ এর মধ্যে হলে বেশি এবং শেষ পর্যন্ত অপরাধের মাত্রা ৮০ এরও বেশি হলে সর্বোচ্চ হিসাবে ধরা হয়। অন্যদিকে, সুরক্ষা সূচকটি ক্রাইম সূচকের বিপরীত।

বিশেষজ্ঞদের মত অনুসারে, এই অর্জন আরব আমিরাতকে বিশ্বের বুকে অন্যতম নিরাপদ পুঁজি বিনিয়োগ ও ব্যবসার আবাস্থল হিসেবে পরিচিত হলো। যার ফলে আন্তর্জাতিভাবে দেশটির ভাবমূর্তি আরও উজ্জ্বল হয়ে উঠেছে।


সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন