মৌলভীবাজারের বড়লেখা উপজেলার ঘোলসা প্রবাসী সমাজকল্যাণ সংস্থা প্রতিষ্ঠালগ্ন থেকে নিজ অঞ্চলের আর্থ সামাজিক উন্নয়নে নানাবিদ কাজ করে যাচ্ছে।
অনেকগুলো কাজের মধ্যে একটি কাজ ইতিমধ্যে পুরো উপজেলায় অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছে। সেটিহলো – স্পট নির্দেশক সড়ক সাইন স্থাপন।
২০২১ সালের ৩১ জানুয়ারী ঘোলসা প্রবাসী সমাজকল্যাণ সংস্থা এলাকার প্রধান সড়কে স্কুল, মসজিদ, মাদ্রাসাসহ গুরুত্বপূর্ণ স্পট নির্দেশক সড়ক সাইন ষ্ট্যান্ড স্থাপনের উদ্যোগের আনুষ্ঠানিক উদ্ভোধন করেন উপজেলা চেয়ারম্যান সোয়েব আহমদ । এবং পরবর্তীতে গ্রামের রাস্তার মোড়ে মোড়ে বাকী সাইনগুলো স্থাপন করা হয়।
যোগাযোগ ব্যবস্থা উন্নত হওয়াতে প্রান্তিক এই জনপদের সাথে বড়লেখা উপজেলার মানুষের যাতায়াত বৃদ্ধি পেয়েছে। এবং স্পট নির্দেশক সড়ক সাইনগুলো যানবাহন ও পথচারিদের জন্য অনেক উপকারে আসছে। এদতঞ্চলে এটাকে অনুকরণীয় দৃষ্টান্ত হিসাবেও দেখছেন সচেতন মানুষ।
বড়লেখা উপজেলার ঘোলসা গ্রামের প্রবাসীরা আর্থমানবতার সেবা, উন্নয়ন ও জনসচেতনার লক্ষ্যে প্রতিষ্ঠা করেন ঘোলসা প্রবাসী সমাজকল্যাণ সংস্থা। প্রবাসীরা করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের সময় থেকে এলাকার দু:স্থদের সহায়তা করে আসছেন।ইতিমধ্যে সমাজকল্যাণ সংস্থার পক্ষ থেকে গ্রামের ২৫৪টি পরিবারকে ৪০ কেজি করে ত্রাণ সামগ্রী, ৫০ টি পরিবারকে কম্বল, একজন ক্যান্সার রোগীসহ আরো কয়েকজন রোগীকে আর্থিক সহযোগিতা করা হয়েছে। পাশাপাশি হাতে নেয়া হয়েছে গ্রামের উন্নয়নে কয়েকটি প্রকল্প।