সংযুক্ত আরব আমিরাতে শিল্প সংস্কৃতির প্রতিষ্ঠান বারাদা মিউজিক ইন্সটিটিউট এর উদ্যোগে ১৯ তম প্রতিষ্ঠাবার্ষিক পালিত হয়েছে।
আরব আমিরাতের আজমানে অবস্থিত এ প্রতিষ্ঠান শিল্পকলার ষোল কলা শেখায়। এ প্রতিষ্ঠান থেকে প্রশিক্ষণ নিয়ে অনেক সুনামধন্য শিল্পী বের হয়েছেন বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির প্রিন্সিপাল কলামন্ডলম মালতি সুনিশ ও উনার স্বামী এবং ইন্সিটিউটটির ম্যানেজার সুনিশ।
শু্ক্রবার আরব আমিরাতের উম্ম আল কুয়াইনের ইন্ডিয়ান এসোসিয়েশন হলে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয় বার্ষিক অনুষ্ঠান কলাঞ্জলি ।
অনুষ্ঠানের সার্বিক তত্বাবধানে ছিলেন ইন্সিটিউটটির আর্ট শিক্ষক মনোজ ও গানের শিক্ষক স্রুথিনাথ রাজেস্বরি।
অনুষ্ঠানে দক্ষিণ ভারতীয় আয়োজক থাকলেও বাংলাদেশ ও অন্যান্য দেশের শিক্ষার্থী ও দর্শনার্থী চোখে পড়েছে। প্রতিবছর এ স্কুলের অনুষ্ঠান যেন সকল দেশের মানুষের কাছে একটি ভাল লাগা তৈরী করে। গতবছর এক সত্যি ঘটনা কে নৃত্যের মাধ্যমে তুলে ধরে সবার মন জিতে নেয় ‘ভবানীকৃষ্ণম’ নামের নৃত্য নাটক।