প্রযুক্তি জায়ান্ট গুগল! যেখানে প্রথম বাংলাদেশি হিসেবে প্রিন্সিপাল ইঞ্জিনিয়ার তথা ডিরেক্টর পদে পদোন্নতি পেয়েছেন বাংলাদেশের জাহিদ সবুর।
২০০৭ সালে জাহিদ প্রথম ভারতের ব্যাঙ্গালুরু গুগল অফিসে তার ক্যারিয়ার শুরু করেন। সে পথপরিক্রমায় পরবর্তীতে ছয় মাস পরে আমেরিকার ক্যালিফোর্নিয়া অফিসে যোগদান করেন। সর্বশেষ ২য় মে, বৃহস্পতিবার তিনি গুগলের শ্রেষ্ঠ কোড জেনারেটর খ্যাতি অর্জন করে ডিরেক্টর পদে পদোন্নতি হয় তার। যার ফলশ্রুতিতে জাহিদ এখন প্রিন্সিপাল ইঞ্জিনিয়ার হিসেবে গুগলের জুরিখ অফিসে কর্মরত আছেন।
উল্লেখ্য, বাংলাদেশের স্বনামধন্য প্রাইভেট ইউনিভার্সিটি এআইইউবি (আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি) ছাত্র জাহিদ। সে ইউনিভার্সিটি ইতিহাসের রেকর্ড ব্রেক ফলাফল সিজিপিএ-৪ পেয়ে ব্যাচেলর ডিগ্রি সমাপ্ত করেন।
পদোন্নতি পাওয়ার পরেই নিজের ফেসবুক ওয়ালে শুভেচ্ছা বার্তা লিখেন জাহিদ। যেখানে তার ইউনিভার্সিটি জীবনের সকল শুভাকাঙ্খি সহ তার পিতামাতা, আত্নীয়-স্বজন এবং সৃষ্টিকর্তার প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন।
পটুখালীর ছেলে জাহিদ জন্মগ্রহন করেন সৌদি আরবে। যেখানে তার পিতা ছিলেন বিখ্যাত কিং ফয়সাল ইউনিভার্সিটি‘র প্রফেসর।
আট বছর বয়সেই বাংলাদেশে স্ব-পরিবারে চলে আসেন জাহিদ। তার পর থেকেই শুরু হয় অধ্যবসায়।