জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একটি আধুনিক রাষ্ট্রের স্বপ্ন দেখেছিলেন। সেই স্বপ্ন বাস্তবায়ন করতে দেশ বিদেশের আওয়ামী কমৃীদের শেখ হাসিনার হাতকে শক্তিশালি করতে হবে। সংযুক্ত আরব আমিরাতের শারজাহ আওয়ামী লীগের দ্বি বার্ষিক সম্মেলনে একথা বলেছেন সুনামগঞ্জ ৫ আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক এমপি। প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে তিনি আরো বলেন, বাংলাদেশ এগিয়ে চলছে দূর্বার গতিতে। এই এগিয়ে যাবার গল্পে প্রবাসিদের ভূমিকা সবচে’ বেশি।
বুধবার দুপুরে শারজাহের একটি হোটেলে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন শারজাহ আওয়ামী লীগের আহবাহক বচন মিয়া তালুকদার। মইনুল হোসাইনের পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন দুবাই আওয়ামী লীগের সভাপতি হাজী শফিকুল ইসলাম।
অনুষ্ঠান বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক আলহাজ্ব ফরিদ মাহমুদ। বক্তারা বলেন, মরুর বুকে লাল সবুজের ভাবমূর্তি উজ্জ্বল করতে বাংলাদেশ আওয়ামী রীগের নেতাকর্মীরা অতীতের মতো ভূমিকা রাখবেন।
এ সময় প্রধান অতিথি মুহিবুর রহমান মানকি এমপি আব্দুল আওয়ালকে সভাপতি, আনোয়ার হোসেনকে সাধারণ সম্পাদক, মোজাম্মেল হোসেনকে সাংগঠনিক সম্পাদক করে করে ৬১ বিশিষ্ট কমিটি ঘোষণা করেন।
এ সময় আরো বক্তব্য রাখেন সেলিম চৌধুরী, সাবেক সি আ্ইপি আশিক মিয়া, আজাদ লালন, আব্দুল লতিফ, আবুল কাশেম, আজিম উদ্দিন মাস্টার সহ অনেকে।
এ সময় এমপির সাথে আসা বাংলাদেশের নানা অঞ্চলের ইউনিয়ন চেয়ারম্যানদেরকে সংগঠনের পক্ষ থেকে শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়।