২১ এপ্রিল রবিবার খ্রিস্ট ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব ইস্টার সানডে উদযাপনরত গির্জাগুলোয় সিরিজ বোমা হামলায় কাঁপল গোটা শ্রীলংকা।
সকালে তিনটি হোটেল ও তিনটি গির্জায় ছয়টি বোমা বিস্ফোরণের পর বিকেলে আরেকটি হোটেলসহ দুটি স্থানে হামলা হয়েছে। এতে এখন পর্যন্ত ২০৭ জন মানুষের প্রাণ ঝরেছে।
যাদের মধ্যে ৩৫ জন বিদেশিও রয়েছেন। আহত হয়েছেন পাঁচ শতাধিক মানুষ।এছাড়া নিখোঁজ রয়েছেন বেশ কিছু লোক, যাদের মধ্যে দুই বাংলাদেশিও আছেন।হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করছে কর্তৃপক্ষ।
প্রার্থনালয়গুলো যখন কাঁপছিল, সমান তালে হামলা হতে থাকে কলম্বোর অভিজাত কিংসবারি, সাংগ্রিলা এবং সিনামোন গ্র্যান্ড হোটেলে।
এই হোটেলগুলোতে তখন বিপুলসংখ্যক বিদেশি নাগরিক ছিলেন।
গোটা কলম্বোবাসী ঘটনার আকস্মিকতা কাটিয়ে না উঠতেই দেহিওয়ালা জেলার ওই হোটেলে এবং দেমাতাগোদা জেলার একটি স্থাপনায় ফের হামলা হয়।
বার্তা সংস্থা এএফপি এবং সেন্ট সেবাস্টিন গির্জা কর্তৃপক্ষ হামলার পরের বেশ কয়েকটি ছবি প্রকাশ করেছে।
তাতে দেখা যায়, বোমা বিস্ফোরণে লন্ডভন্ড গির্জার ভেতরের জায়গা।মেঝেতে পড়ে আছে লাশ আর রক্তের ছোপ।
উল্লেখ্য, বিচ্ছিন্নতাবাদী তামিল টাইগারদের দমনের পর বেশ শান্তির জনপদ হয়ে ওঠে শ্রীলংকা।
কিন্তু শেষমেশ এই বোমা হামলার পর আবার স্তম্ভিত হয়ে পড়লো দেশটি।।
দেশটির প্রেসিডেন্ট মৈথ্রিপালা সিরিসেনা এ বিষয়ে সবাইকে ধৈর্য ধরে পরিস্থিতি মোকাবিলার আহ্বান জানিয়েছেন।
ছবি: টুইটার থেকে সংগ্রহ