রিলি শিবলি আলম এবারে লেবার পার্টির প্রার্থী হয়ে নির্বাচনে প্রতিদ্বন্ধিতা করছেন টেইমসাইড কাউন্সিলের হাইড এরিয়ায়।মাত্র নয় বছর বয়সে পিতামাতার সাথে ব্রিটেনের রমলিতে আসেন শিবলি।এর কয়েক বছর পর শিবলি তার পরিবারের সাথে হাইড শহরে স্থায়ী হন।লন্ডন এবং রচডেলেও তিনি কয়েক বছর বসবাস করেন।
স্কুল এবং কলেজ জীবন থেকেই তিনি এলাকায় পরিচিতি পান।স্থানীয় স্কুলে সহকারি শিক্ষক হিসেবে কাজ শুরু করেন এবং একজন দোভাষী হিসেবেও কমিউনিটির মানুষের খুব কাছাকাছি আসেন। তিনি লন্ডন এবং রচডেলেও কিছুদিন কাজ করেন।
হাইডের ‘হাইড কমিউনিটি এ্যকশন’, ডাউসন প্রাইমারী স্কুল এবং হাইড বাংলাদেশ ওয়েলফেয়ার এসোসিয়েশনে তিনি কাজ করেন। এই তিন প্রতিষ্ঠানে কাজের মধ্যি দিয়ে শিবলি হাইডের বাংলদেশী কমিউনিটির সাথে দৃঢ় বন্ধন গড়ে তোলেন। শিবলি হাইডের বিভিন্ন জাতি-ধর্ম-বর্ণের মানুষের কাছে এক পরিচিত নাম। এখন তিনি এনএইচএস পরিচালিত ‘বি ওয়েল বিং’ প্রজেক্টের হয়ে হাইড কমিউনিটি একশনে কাজ করছেন।
শিবলি চার সন্তানের জননী। তাঁর বড় ছেলে বিশ্ববিদ্যালয় শেষ করেছেন।এক মেয়ে বিশ্ববিদ্যালয়ে পড়ছেন। অন্য দুজন উচ্চ মাধ্যমিকে পড়ছে।স্বামী একজন ব্যবসায়ী।
শিবলি আলম কমিউনিটির সকলের সহযোগতিা কামনা করে তাকে কাউন্সিলার হিসেবে নির্বাচিত করার জন্য হাইডের সকল মানুষের প্রতি অনুরোধ জানিয়েছেন।