বুধবার, ২৩ এপ্রিল ২০২৫ খ্রীষ্টাব্দ | ১০ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
চট্টগ্রাম থেকে চীনে চালু হচ্ছে কার্গো ফ্লাইট, খুলবে বাণিজ্যের নতুন দুয়ার  » «   ইউনূসের বিরুদ্ধে শ্রমিকদের ২৫ কোটি টাকা আত্মসাৎ মামলা বাতিল  » «   হামজার ওপর চড়াও বার্নলি সমর্থকরা  » «   যুক্তরাষ্ট্র থেকে ৩১ জনকে ফেরত, বাংলাদেশিদের মধ্যে উদ্বেগ  » «   লন্ডনে বিয়ের অনুষ্ঠানে আ.লীগের সাকেক চার মন্ত্রী-প্রতিমন্ত্রী  » «   ব্রিটেনে কি দ্বিদলীয় রাজনীতি অবসানের পথে  » «   কী আছে নারী কমিশনের প্রতিবেদনে, কেনো ইসলামী দলগুলোর বিরোধিতায়?  » «   বাংলাদেশে ভ্রমণে সতর্কর্তা যুক্তরাষ্ট্রের, পার্বত্য অঞ্চলে নিষেধাজ্ঞা  » «   যুক্তরাজ্যে বিরল চিকিৎসা কীর্তি, ২বার ভূমিষ্ঠ হলো একই শিশু  » «   সিলেট থেকে কার্গো ফ্লাইটের পূর্ণাঙ্গ কার্যক্রম শুরু ২৭ এপ্রিল  » «   যুক্তরাষ্ট্র থেকে রেমিটেন্স বেড়েছে দ্বিগুণের বেশি, কমেছে আমিরাত থেকে  » «   পাকিস্তানের পররাষ্ট্র সচিবকে কী বললো ঢাকা?  » «   বিয়ানীবাজার জনকল্যাণ সমিতি ইউকের উদ্যোগে ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত  » «   নির্বাচনের জন্য জামায়াত আমিরের ৩ শর্ত, ফেব্রুয়ারি ২৬-এর সময়সীমা কঠিন নয়  » «   ইইউর ‘নিরাপদ’ দেশের তালিকায় বাংলাদেশ : কঠিন হবে রাজনৈতিক আশ্রয়  » «  

নির্বাচনকে প্রত্যাখান করে  নাপোলীতে বি এন পির প্রতিবাদ সভা



একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করেছে ইতালী বি এন পির নাপোলী শাখা। এই ফলাফল বাতিল করে নির্দলীয় সরকারের অধীনে পুনর্নির্বাচন দাবি করেছে তারা। গত ২৭ জানুয়ারি রোববার রাতে ইতালীর প্রাচীনতম শহর নাপোলীর স্থানীয় একটা রেস্টুরেন্টে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় অতিথিরা এসব কথা বলেন।

সভায় নাপোলী বি এন পির সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান এর সভাপতিত্বে ও নাপোলী জুলিয়ানো বিএনপির সভাপতি সুলেমান বেগ এবং নাপোলী যুবদলের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম সোহাগের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইতালী বি এন পি সহ সভাপতি শাহজাহান তালুকদার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাপোলী যুবদলের সভাপতি আবু নাসির, প্রধান বক্তা নাপলী মহানগর বিএনপির সভাপতি মিজান মজুমদার এছাড়াও আরো বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাপোলী বিএনপি আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রেজাউল ইসলাম, নাপোলী যুবদলের সাংগঠনিক সম্পাদক নানু মিয়া, সাবেক ছাত্রদল অর্গেনাইজেশন ইতালী শাখার যুগ্ম আহবায়ক আব্দুল কাহার, যুগ্ম আহবায়ক মিনহাজ হোসেন, মাছুম বিল্লাহ, আব্দুলা মামুন, নাপোলী জিয়া পরিষদের সাধারণ সম্পাদক সজল মন্ডল, নাপোলী জিয়া পরিষদ মহানগরের সভাপতি বুরহান উদ্দিন, সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন, নাপোলী উলামাদলের সভাপতি ফরিদ উদ্দিন, নাপোলি মহানগর যুবদলের সভাপতি আফিল উদ্দিন, নাপোলী মহানগর যুবদলের সিনিয়র সহ সভাপতি মিন্টু মিয়া আবুল খায়ের, রুহিন আহমদ, সহ নাপোলি বিএনপি ও যুবদলের নেতৃবৃন্দ।

প্রধান অতিথি শাহজাহান তালুকদার বলেন,’ দেশের প্রায় সব আসন থেকে একই রকম ভোট ডাকাতির খবর এসেছে। এ পর্যন্ত বিভিন্ন দলের বিভিন্ন দেশ থেকে নির্বাচন বর্জন করার দাবি করেছেন। এ অবস্থায় আমরা নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানাচ্ছি, অবিলম্বে এ প্রহসনের নির্বাচন বাতিল করা হোক ‘। তিনি এ নির্বাচনের কথিত ফলাফল প্রত্যাখ্যান করেন এবং নির্দলীয় সরকারের অধীনে পুনর্নির্বাচন দাবি করেন।

এতে অতিথিরা তাদের বক্তব্যে বলেন, বর্তমান সংসদ গণতন্ত্র ও জনগণের ভোটাধিকার কেড়ে নেয়ার প্রেতাত্মা। এ সংসদ গণবিরোধী, ভুয়া ভোটের সংসদ বসেছিল সেদিন। তারা বলেন, প্রহসনের নির্বাচন করতে নির্বাচন কমিশন, আইন-আদালত, পুলিশ-প্রশাসন সবাই ভুয়া ভোটের সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার অঙ্গুলি হেলনে উঠবস করতো। ধূর্তামি, শঠতা ও নির্মম দমন-পীড়নের মাধ্যমে অনেক আগে থেকেই নির্বাচনি মাঠ কব্জায় নিয়ে একতরফা নির্বাচনের সব প্রস্তুতি সম্পন্ন করেছিল। ভোটের মাঠ শূন্য করতে সরকারি প্রশাসন মহা-তৎপরতায় লিপ্ত ছিল। নির্বাচনের আগের রাতে ক্ষমতাসীন দলের কর্মীরা ব্যালট বাক্স ভরে রাখেন এবং ভোটারদের ভয়ভীতি দেখিয়েছেন।তারা উল্লেখ করেন আওয়ামী লীগ ও দলটির জোট সদস্যরা ৯৫ শতাংশ আসন নিশ্চিত করার পর বিএনপি নেতৃত্বাধীন জোট জালিয়াতির অভিযোগ তুলে নির্বাচন প্রত্যাখ্যান করেছে। তখন থেকে ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ইতালী সহ বিভিন্ন দেশের বি এন পি সমর্থক ও বি এন পি সংগঠনের নেতৃবৃন্দরা ভোট জালিয়াতি ও ভীতি প্রদর্শনের অভিযোগের তদন্তের দাবি জানিয়ে আসছে।

পরিশেষে নাপোলী বি এন পি সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজানের সমাপনি বক্তব্যর মাধ্যমে ও ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে যারা শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও একমিনিট নীরবতা পালন করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

সাবস্ক্রাইব করুন
পেইজে লাইক দিন