সোমবার, ৯ সেপ্টেম্বর ২০২৪ খ্রীষ্টাব্দ | ২৫ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ
https://blu-ray.world/ download movies
সর্বশেষ সংবাদ
লন্ডনে বিসিএ এ্যাওয়ার্ডস ২৮ অক্টোবর থাকছে নানা চমকপ্রদ আয়োজন  » «   বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৩২নং বাসভবন ভস্মীভূত এবং ভাস্কর্য ভাংচুরের নিন্দা ও প্রতিবাদ  » «    অদ্ভুত দেশপ্রেম ও খাঁটি ব্যক্তিগত স্বার্থ  » «   বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি তুলে ধরে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরাবারে বঙ্গবন্ধু লেখক সাংবাদিক ফোরামের স্মারকলিপি প্রদান  » «   দাম দিয়ে কিনেছি বাংলা কারো দানে পাওয়া নয়  » «   টাওয়ার হ্যামলেটসের বো এলাকায় নতুন কাউন্সিল ভবনের উদ্বোধন করেছেন নির্বাহী মেয়র লুৎফুর  » «   বাংলাদেশে বিপুল সংখ্যক শিক্ষার্থী ও সাংবাদিকের প্রাণহানি এবং সৃষ্ট অস্থিরতা-সহিংসতায় লন্ডন বাংলা প্রেস ক্লাবের ক্ষোভ-নিন্দা  » «   সৃজনের আলোয় মুস্তাফিজ শফি, লন্ডনে বর্ণাঢ্য সংবর্ধনা  » «   বৃটেনে বাংলাদেশি বংশোদ্ভূত তাহমিনার অসাধারণ সাফল্য  » «   দুই বঙ্গকন্যা ব্রিটিশ মন্ত্রীসভায় স্থান পাওয়ায় বঙ্গবন্ধু লেখক এবং সাংবাদিক ফোরামের আনন্দ সভা ও মিষ্টি বিতরণ  » «   কেয়ার হোমের লাইসেন্স বাতিলের বিরুদ্ধে আইনী লড়াইয়ে ল’ম্যাটিক সলিসিটর্সের সাফল্য  » «   যুক্তরাজ্যে আবারও চার ব্রিটিশ-বাংলাদেশী  পার্লামেন্টে  » «   আমি লুলা গাঙ্গ : আমার আর্তনাদ কেউ  কী শুনবেন?  » «   বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনের প্রতিবাদে লন্ডনে ইউনিভার্সেল ভয়েস ফর হিউম্যান রাইটসের সেমিনার অনুষ্ঠিত  » «   লন্ডনে বাংলা কবিতা উৎসব ৭ জুলাই  » «  
সাবস্ক্রাইব করুন
পেইজে লাইক দিন

 বর্ণাঢ্য আয়োজনে বিসিএ‘র ২য় এ্যাপ্রিসিয়েশন ডিনার অনুষ্ঠান সম্পন্ন



সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

ব্রিটেনে বাংলাদেশী কারী শিল্পের প্রতিনিধিত্বকারী সংগঠন বাংলাদেশ ক্যাটারার্স এসোসিয়েশন ( বিসিএ) তাদের ২য় এ্যাপ্রিসিয়েশন ডিনার অনুষ্ঠানের আয়োজন করেছে।

১৭ জানুয়ারী বৃহস্পতিবার লন্ডনের ইম্প্রেশন হলে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কারী শিল্পের সাথে সংশ্লিষ্ট বিশিষ্টজন,  স্পন্সরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ  ফ্রেন্ডস অফ কারী লাভার্স।

বিশেষ অতিথি হয়ে অনুষ্ঠানে উপস্থিত  ছিলেন অল পার্টি পার্লামেন্টেরিয়ান গ্রুপের ক্যাটারিং বিভাগের চেয়ারম্যান পল স্কলি এমপি ও রাইট অনারেবল স্টিফেন টিমস এমপি।

জনপ্রিয় টিভি সংবাদ পাঠিকা ডা.  জাকি রেজুয়ানা আনোয়ার এর প্রাণবন্ত সঞ্চালনায়  অনুষ্ঠানে  বক্তব্য রাখেন  বিসিএ সভাপতি মোহাম্মদ মোস্তফা কামাল ইয়াকুব, সেক্রেটারী জেনারেল ওলি খান, প্রধান কোষাধ্যক্ষ সাইদুর রহমান বিপুল, সংগঠনের সাবেক সভাপতি পাশা খন্দকার, সাবেক সেক্রেটারী জেনারেল এম এ মুনিম ও বাংলাদেশ হাই কমিশনের কমার্শিয়াল কনস্যুলার এস এম জাকারিয়া হক।

বক্তারা বলেন- ১৯৬০ সালে প্রতিষ্ঠিত  বাংলাদেশ  ক্যাটারার্স এসোসিয়েশন (বিসিএ) প্রতিষ্ঠালগ্ন থেকে ব্রিটেনে কারী ইন্ড্রাষ্টির বিভিন্ন সমস্যা চিহ্নিতকরণ, উত্তোরণ এবং এই শিল্পের বহুমুখী অর্থনৈতিক ও সামাজিক সাংস্কৃতিক সম্ভাবনার ইতিবাচক দিকগুলো নিয়ে  ধারাবাহিক ভাবে কাজ করছে।

বিশেষ করে ব্রিটেনে  কারী শিল্পের দীর্ঘ দিনের  প্রধানতম সমস্যা স্টাফ সংকট নিয়ে কাজ করছে বিসিএ। গত বছর  ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে ব্রেক্সিট  পরবর্তী যুক্তরাজ্যের জন্য যে নতুন  অভিবাসন পরিকল্পনা  অনুমোদন করেছেন, সেখানে অ-ইউরোপীয়ানদের সাথে বাংলাদেশও সুবিধা পাবে; বিষয়টি বাংলাদেশী কারী শিল্পে জড়িতদের সাথে গোটা কমিউনিটির জন্য একটি  সুসংবাদ হিসাবেও দেখছে বাংলাদেশ ক্যাটারার্স এসোসিয়েশন।

১২,০০০ ব্রিটিশি বাংলাদেশী রেষ্টুরেন্ট ও টেকওয়ের  প্রতিনিধিত্বশীল সংগঠন বিসিএ বিশ্বাস করে রেষ্টুরেন্টের ষ্টাফ সংকট নিয়ে সরকারের উচ্চ পর্যায়ে তাদের ধারাবাহিক লবিং-ই  এই সাফল্য এনেছে।

বক্তারা বলেন,সম্ভাবনাময় কারী শিল্পের আরও সমৃদ্ধি এবং চলমান সমস্যাগুলোকে মোকাবেলা করতে কারী ইন্ড্রাষ্টির সাথে জড়িত সকলকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে। সংশ্লিষ্টদের উদ্ভাবনী চিন্তা এবং সংকট নিরসনে বাস্তবভিত্তিক সমাধানের পথ বের করে  এক সাথে ধারাবাহিকভাবে কাজ করলে  বাংলাদেশী কারী ইন্ড্রাষ্টি ব্রিটেনের জাতীয় রাজস্ব আয়ে  অভূতপূর্ব ভূমিকা রাখতে পারবে। বক্তারা বিসিএ  এওয়ার্ড স্পন্সকারী প্রতিষ্ঠানের প্রতি কৃতজ্ঞতা ও আগামী যাত্রা পথে তাদের অব্যাহত সহযোগিতা কামনা করেন।

গত ২৫ নভেম্বর ২০১৮  পার্ক প্লাজায় অনুষ্ঠিত ১৩তম বর্ণাঢ্য  বিসিএ  এওয়ার্ড অনুষ্ঠানের স্পন্সর ছিল কোবরা বিয়ার, কিংফিশার বিয়ার, শেফ অনলাইন, কানসারাস, স্কয়ার মাইল ইন্স্যুরন্সে, সানমার্ক, রাধুনী, ব্লু বক্স ডিল, শাপলা সিটি লিমিটেড, গান্ধী ওরিয়েন্টাল ফুড,এ্যারোমা আইসক্রিম এবং মাধুস ।  ২য় এ্যপ্রিসিয়েশন  এওয়ার্ডে  তাদেরকে সম্মানিত  করল বিসিএ। বিশেষ অতিথি পল স্কলি এমপি ও রাইট অনারেবল স্টিফেন টিমস এমপি  বিসিএর পক্ষ থেকে  স্পন্সদের সম্মাননা ক্রেষ্ট ও সার্টিফিকেট তোলে দেন।

অনুষ্ঠানে সংগঠনের পক্ষ থেকে  স্পন্সদের সম্মাননা ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করা হয় । তাঁরা হলেন কোবরা বিয়ার এর সেলস ডিরেক্টর  স্যামসন শোহাইল ও  মনসন কোর,কিংফিশার  বিয়ারের সেলস কন্ট্রোলার- আনিস সাবউয়ালা, শেফ অনলাইনের প্রধান নির্বাহী  এম মুনিম সালিক, গান্ধী ওরিয়েন্টাল লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক  দিনাশ মোদি, কানসার চকলেটস  এর ইন্দিরা কানসারা, স্কয়ার মাইল ইন্স্যুরেন্স এর সিইও এম জে জেন নাইট এবং ডেভিড র‌্যোথন,  লিসামো অনলাইন সলিউশন এর পরিচালক  ইয়ান জোন্স,  রাধুনি স্পাইসেস পরিচালক প্রববল বড়ুয়া চৌধুরী ও ব্যবস্থাপনা পরিচালক জিএম বুলবুল আহমেদ, ঢাকা রেজেন্সি হোটেল ও রিসোর্ট এর  চেয়ারম্যান  মুসলেহ উদ্দিন, আসলা   এর পরিচালক এরিকসন ও  হারদীপ সিং , শাপলা সিটি লিমিটিডের ব্যবস্থাপনা পরিচালক  বদরুজ্জামান , এ্যারোমা আইসক্রিম এর পরিচালক কাজী আহমেদ।

অনুষ্ঠানে ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। সঙ্গীত পরিবেশন করেন শতাব্দি কর, শিবলুর রহমান আখিঁ, শম্পা দেওয়ান।

বিসিএ এর পক্ষ থেকে  প্রীতিভোজের  আয়োজনে ছিল বাংলাদেশী কারী শিল্পের ঐতিহ্যিক খাবারের পরিবেশনা।

প্রসঙ্গত বাংলাদেশ  ক্যাটারার্স এসোসিয়েশন (বিসিএ) বাংলাদেশী কারী ইন্ড্রষ্টির  প্রতিনিধিত্বশীল সর্ববৃহৎ প্রতিষ্ঠান। বাংলাদেশীদের দ্বারা পরিচালিত এই ইন্ড্রাষ্টিতে  কর্মস্থানে আছেন  এক লক্ষাধিক মানুষ।  কারী ইন্ড্রাষ্টি থেকে  সরকার প্রতি বছর আয় করছে ৪.২ বিলিয়নের বেশী। ব্রিটিশ খাদ্যভাসে গুরুত্বপূর্ণ অবদান রাখা কারি শিল্পের আলোকিত দিকগুলো মূলধারায় তুলে ধরতে ক্যাটারার্সদের বৃহৎ সংগঠন  বিসিএ  ধারাবাহিক ভাবে আয়োজন করে আসছে বিসিএ এওয়ার্ড সহ  কারী শিল্পের সাথে সংশ্লিষ্ট নানা ধরণের অনুপ্রেরণা ও সেবামূলক কাজ। যা মূলধারায় প্রসংশিত।

 

 

 

 

 

 


সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন