একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে স্পেন এর বার্সেনালোনায় বড়লেখা প্রবাসীরা হুইপ মো. শাহাব উদ্দিন এমপির পক্ষ্যে নির্বাচনী প্রচারনা সভা করেছে ।
২৮ ডিসেম্বর রাতে বার্সেলোনার স্থানীয় একটি রেস্টুরেন্টে মৌলভীবাজার ১ বড়লেখা-জুড়ি আসনের বড়লেখা প্রবাসীরা মো. শাহাব উদ্দিন এমপির পক্ষে ভোট চেয়ে নৌকা মার্কার প্রচারনা সভা করেন।
এসময় উপস্থিত ছিলেন বড়লেখা উপজেলার বিভিন্ন ইউনিয়নের সাবেক ছাত্রলীগ,যুবলীগ এবং আওয়ামীলীগের নেতৃবৃন্দ।
সভায় মৌলভীবাজার ১ আসনের সংসদ সদস্য জাতীয় সংসদের হুইপ মো. শাহাব উদ্দিনের বিগত দশ বছরের বিভিন্ন উন্নয়ন মূলক কাজের কথা তুলে ধরে বক্তব্য রাখেন বড়লেখা উপজেলার সাবেক আওয়ামীলীগ নেতা বার্সেলোনা আওয়ামীলীগের সহ সভাপতি আজিজুর রহমান,বদর উদ্দিন,দেলোয়ার হোসেন মোরাদ,মো.করিম উদ্দিন,কাতালোনীয়া যুবলীগ নেতা শাহাব রহমান,বড়লেখা উপজেলার ০৩নং নিজ বাহাদুর পুর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি মো.ছালাহ উদ্দিন ,সাবেক ছাত্রলীগ নেতা আবু তাহের,বার্সেলোনা আল ইসলাহ সাধারন সম্পাদক ময়নুল ইসলাম তানভীর আহমেদ অপু প্রমুখ।
বক্তারা তাদের বক্তব্যে হুইপ মোঃশাহাব উদ্দিন এমপিকে ভোট দেওয়ার জন্য দেশের পরিবার পরিজন আত্মীয় সজন সহ বড়লেখা-জুড়ি উপজেলার সর্বসাধারন জনগনের প্রতি আহবান জানিয়েছেন।