সোমবার, ১৪ অক্টোবর ২০২৪ খ্রীষ্টাব্দ | ২৯ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ
https://blu-ray.world/ download movies
সর্বশেষ সংবাদ
বাংলাদেশে ব্রিটিশ-বাংলাদেশিদের সম্পদ সুরক্ষায় অন্তবর্তীকালীন সরকারকে জরুরী পদক্ষেপ গ্রহণ করতে হবে  » «   ইস্টহ্যান্ডস চ্যারিটির উদ্যোগে ক্যাপাসিটি বিল্ডিং কর্মশালায় বিভিন্ন পেশার মানুষের অংশগ্রহণ  » «   হাইকমিশনার সাইদা মুনা তাসনিমের  বিরুদ্ধে নীতিহীন কর্মকান্ডের অভিযোগ  » «   সাংবাদিক ক্যারলকে গ্লোবাল জালালাবাদ ফ্রান্সের বিশেষ সম্মাননা প্রদান  » «   গ্লোবাল জালালাবাদ এসোসিয়েশনের আন্তর্জাতিক জালালাবাদ উৎসব প্যারিস অনুষ্ঠিত  » «    সাকিব : নক্ষত্রের কক্ষচ্যুতি  » «   লন্ডনে ইউরোপের সবচেয়ে বড় ঐতিহ্যবাহী চাটগাঁয়ে মেজবান ৬ অক্টোবর রবিবার  » «   ১১তম মুসলিম চ্যারিটি রান ২০ অক্টোবর ভিক্টোরিয়া পার্কে  » «   ৭৫ শেফ এর অংশগ্রহণে বিসিএর শেফ অব দ্যা ইয়ার প্রতিযোগিতা অনুষ্ঠিত  » «   ৩০ বছরেও ধরা পড়েনি কোনো আসামী, বিচারের দাবীতে মেয়ের সংবাদ সম্মেলন  » «   ইস্টহ্যান্ডসের ফ্রি স্মার্ট ফোন পেলেন ৪০ জন  » «   সম্মিলিত সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ যুক্তরাজ্য পদক ২০২৪’পেলেন কবি, সাহিত্যিক ও সংগঠক ফারুক আহমেদ রনি  » «   টাওয়ার হ্যামলেটসে হোমলেসনেস-এর প্রস্তাবিত নতুন পলিসি সাসপেন্ড করেছেন নির্বাহী মেয়র লুৎফুর  » «   লন্ডনে বিসিএ এ্যাওয়ার্ডস ২৮ অক্টোবর থাকছে নানা চমকপ্রদ আয়োজন  » «   বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৩২নং বাসভবন ভস্মীভূত এবং ভাস্কর্য ভাংচুরের নিন্দা ও প্রতিবাদ  » «  
সাবস্ক্রাইব করুন
পেইজে লাইক দিন

স্পেনে এশিয়ান চলচ্চিত্র প্রদর্শনী উৎসবে ‘হাসিনা:এ ডটার্স টেল ‘ প্রদর্শিত



সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

 

 

স্পেনে এশিয়ান ভিত্তিক সংগঠন ‘কাসা এশিয়া’ এর আয়োজনে ‘এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল ২০১৯’ এ ‘হাসিনা: এ ডটার্স টেল’ তথ্য চিত্রটি প্রদর্শিত হচ্ছে। ‘কাসা এশিয়া’ এর ৭ম ফিল্ম ফেস্টিভ্যাল হলেও এবারই প্রথম ৬টি দেশের তথ্য চিত্র প্রদর্শনের ব্যবস্থা রাখা হয়েছে; যেখানে বাংলাদেশের ‘হাসিনা: এ ডটার্স টেল’ প্রদর্শিত হচ্ছে।

১৪ অক্টেfবর সোমবার মাদ্রিদের ‘বি দ্যা ট্রাভেল ব্র্যান্ড এক্সপেরিয়েন্স’ এর হলরুমে সন্ধ্যা ৭টায় ‘হাসিনা: এ ডটার্স টেল’ প্রদর্শিত হয়। স্থানীয় দর্শকদের সুবিধায় তথ্যচিত্রের সংলাপে সাবটাইটেল হিসেবে ইংরেজি ও স্প্যানিশ ভাষা রাখা হয়।
তথ্যচিত্রটি দেখতে হলরুমে উপস্থিত হোন স্পেনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত হাসান মাহমুদ খন্দকার, বাংলাদেশ দূতাবাসের দ্বিতীয় সচিব তাহসিনা আফরিন শারমিন, কমার্শিয়াল কাউন্সেলর রেদোয়ান আহমেদ, প্রথম সচিব (শ্রম) মোহাম্মদ শরিফুল ইসলাম।

তথ্য চিত্রটি দেখার পর স্থানীয় বাংলা গণমাধ্যমকর্মীদের কাছে প্রতিক্রিয়ায় রাষ্ট্রদূত হাসান মাহমুদ খন্দকার বলেন, পরিবার-পরিজন সব হারানোর পর শেখ হাসিনা যেভাবে শোককে শক্তিতে রূপান্তরিত করে ঘুরে দাঁড়িয়েছেন, তা এ ছবিতে সুন্দরভাবে চিত্রায়িত হয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা গঠনের লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেভাবে কাজ করে যাচ্ছেন, এ ছবি আমাদের আশান্বিত করার জন্য অনেক শক্তি যোগায়।

৭৫ মিনিট দৈর্ঘ্যরে ‘হাসিনা: এ ডটার্স টেল’ তথ্যচিত্রটি দেখতে উল্লেখযোগ্য সংখ্যক স্প্যানিশ উপস্থিত ছিলেন। এভা ফ্রুতোস নামের একজন স্প্যানিশ মহিলা দর্শক বলেন, ছবিটি অনেক ভালো লেগেছে। বাংলাদেশের অনেক ইতিহাস জানা হলো এবং বড় কথা – একজন মহিলা হিসেবে এগিয়ে যেতে ছবিটি আমাকে অনুপ্রেরণা যোগাবে।

মাদ্রিদের ‘বি দ্যা ট্রাভেল ব্র্যান্ড এক্সপেরিয়েন্স’ এর হলরুমে ‘হাসিনা: এ ডটার্স টেল’ তথ্যচিত্রটি দেখতে স্থানীয় প্রবাসী বাংলাদেশিদের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ স্পেন শাখার আহ্বায়ক এস আর আই এস রবিন, যুগ্ম আহ্বায়ক বদরুল আলম মাস্টার, সদস্য সচিব রিজভী আলম, স্পেন বাংলা প্রেসক্লাবের সভাপতি সাহাদুল সুহেদ, অল ইউরোপ বাংলাদেশ প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক কবির আল মাহমুদ প্রমুখ।

এছাড়াও বার্সেলোনায় বি দ্যা ট্রাভেল ব্র্যান্ড এক্সপেরিয়েন্স’ এর হলরুমে ‘হাসিনা: এ ডটার্স টেল’ তথ্যচিত্রটি দেখতে স্থানীয় প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ঊপস্থিত ছিলেন স্পেন আওয়ামীলীগের আহবায়ক কমিটির সদস্য জাহাঙ্গীর আলম,খাদিজা আক্তার মনিকা,খালেদ রহমান সহ কাতালোনীয়া আওয়ামীলীগ নেতা আনোয়ার হোসেন চৌধুরী,শফিকুর রহমান,কাতালোনীয়া যুবলীগের সভাপতি কাজী আমির হোসেন আমু,সান্তা কলোমা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ মিজানুর রহমান,আওয়ামী লীগ নেতা খুরশেদ আলম বাদল,বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান সোহেল,হানিফ শরিফ,স্পেন বাংলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক সাংবাদিক লোকমান আহমদ,স্পেন বাংলা প্রেসক্লাবের সদস্য সাংবাদিক মোঃছালাহ উদ্দিন সহ স্থানীয় কাতালোনীয়া আওয়ামী লীগ,যুবলীগ ও কমিউনিটি নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

‘হাসিনা: এ ডটার্স টেল’ এর দ্বিতীয় প্রদর্শনী আগামী ১৬ অক্টোবর সন্ধ্যা ৭টায় বার্সেলানার ‘বি দ্যা ট্রাভেল ব্র্যান্ড এক্সপেরিয়েন্স’ এর হলরুমে অনুষ্ঠিত হবে। তৃতীয় প্রদর্শনী অনুষ্ঠিত হবে ৩ নভেম্বর। তবে তৃতীয় প্রদর্শনীর স্থান ও সময় এখনো নির্ধারিত হয়নি বলে বাংলাদেশ দূতাবাস সূত্রে জানা গেছে।
প্রসঙ্গত, স্পেনে এশিয়া অঞ্চলের দেশগুলোকে নিয়ে কাজ করা প্রতিষ্ঠান ‘কাসা এশিয়া’ এর এবারের ফিল্ম ফেস্টিভ্যালে এশিয়ার ২৫টি দেশের শতাধিক চলচ্চিত্র প্রদর্শন করা হবে। ৩০ অক্টোবর থেকে ১০ নভেম্বর পর্যন্ত ১২ দিনব্যাপী মূল চলচ্চিত্র উৎসব এবং অফ ফেস্টিভ্যাল হিসেবে ৪ – ৩১ অক্টেবার পর্যন্ত বিভিন্ন দেশের ডকুমেন্টারি, ছবি প্রদর্শিত হবে।

 

কণ্ঠ: সুমু মির্জা

 

আরও পড়ুন:

স্পেনে ‘হাসিনা: এ ডটার্স টেল’ প্রদর্শিত


সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন