মৌলভীবাজারের বড়লেখা উপজেলার আগর আতর শিল্প মধ্যপ্রাচ্যে বাংলাদেশের প্রতিনিধিত্ব করে দেশকে সবার কাছে ইতিবাচক ভাবে তুলে ধরছে। এ শিল্পকে আরো বেগবান করতে সরকারের পৃষ্ঠপোষকতা দরকার। সংযুক্ত আরব আমিরাতের গ্রীন সিটি আল আইনে মৌলভীবাজার জেলার বড়লেখা প্রবাসীদের সংগঠন বড়লেখা সমিতির অভিষেক ও বিজয় দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তারা এসব বলেছেন।
শুক্রবার সংযুক্ত আরব আমিরাতের আল আইনের একটি রেস্তোরায় এ উপলক্ষে সভাপতিত্ব করেন বড়লেখা সমিতি’র নবনির্বাচিত সভাপতি হেলাল আহমদ ।
নব নির্বাচিত সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ইয়াহইয়ার সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ থেকে আগত বড়লেখা উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান এমাদুল ইসলাম।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সমিতির প্রধান উপদেষ্টা ওয়াহিদুজ্জামান বাবুল, উপদেষ্টা সদস্য মাওলানা আব্দুর রাহমান, মাওলানা খায়রুল আলম, সিলেট বিভাগ উন্নয়ন পরিষদ আমিরাত শাখার সহ সভাপতি কাছা উদ্দিন কাছা, জুড়ি ওয়েলফেয়ার এসোসিয়েশন এর সভাপতি রহমত আলী সুয়েব,সাংগঠনিক সম্পাদক জুবের আহমদ, বাংলাদেশ বন্ধু ফোরাম সভাপতি, এম এ খায়ের নেজামী,আতাউর রহমান,আব্দুল হক, সৈয়দ আব্দুর রফিক, শামীম আহমদ, আবুল উদ্দিন, জাহাঙ্গীর আলম, সেবুল আহমেদ,হাজী শফিকুর রাহমান,কবির আহমদ, জিয়াউর রহমান, মুহাম্মাদ সাইদুল ইসলাম, সাদী মুহাম্মদ রুম্মান,সাইদ আহমদ,নজরুল ইসলাম,আব্দুল কাইয়ুম, সৈয়দ মাহবুবুর রাহমান, আব্দুল ওয়াহিদ রায়হান,জাহেদুর রাহমান জাহেদ,কয়েস আহমদ,দেলওয়ার হোসন,সুহেল আহমদ, মাওলানা ইদ্রীস খান,মাওলানা ইসহাক আহমদ, এবং একাত্তর টিভির আরব আমিরাত প্রতিনিধি লুৎফুর রহমান প্রমুখ।
ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা আব্দুল মালিক এর ক্বোরান তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে জাতীয় সংগীত পরিবেশন করেন প্রবাসীরা।
বক্তারা আরো বলেন, বিশ্বে থাকা দেড়কোটি প্রবাসীরা প্রতিনিয়ত দেশকে এগিয়ে নিচ্ছেন। তাদের ভোটাধিকার নিশ্চিত করতে হবে। বিশেষ করে রেমিটেন্সে দ্বিতীয় অবস্থানে থাকা আরব আমিরাতের প্রবাসীদেরকে অগ্রাধিকার ভিত্তিতে দূতাবাসের মাধ্যমে ভোটপ্রদানের ব্যবস্থা করতে হবে। এ সময় সরকারি খরচে লাশ প্রেরণে দূতাবাসের কার্যকম আরো সহজ করতেও অনুরোধ জানিয়েছেন।
এসময় হেলাল আহমদ সভাপতি, সাইফুল ইসলাম ইয়াহইয়া সাধারণ সম্পাদক এবং শামীম আহমদ সাংগঠনিক সম্পাদক সহ ৪১ বিশিষ্ট কার্যনির্বাহি কমিটির সবাইকে পরিচয়পত্র পরিয়ে দেন অতিথিরা।
কণ্ঠ: তিশা সেন
চিত্রধারণ: জাবেদ আহমদ