বুধবার, ২৩ এপ্রিল ২০২৫ খ্রীষ্টাব্দ | ১০ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
চট্টগ্রাম থেকে চীনে চালু হচ্ছে কার্গো ফ্লাইট, খুলবে বাণিজ্যের নতুন দুয়ার  » «   ইউনূসের বিরুদ্ধে শ্রমিকদের ২৫ কোটি টাকা আত্মসাৎ মামলা বাতিল  » «   হামজার ওপর চড়াও বার্নলি সমর্থকরা  » «   যুক্তরাষ্ট্র থেকে ৩১ জনকে ফেরত, বাংলাদেশিদের মধ্যে উদ্বেগ  » «   লন্ডনে বিয়ের অনুষ্ঠানে আ.লীগের সাকেক চার মন্ত্রী-প্রতিমন্ত্রী  » «   ব্রিটেনে কি দ্বিদলীয় রাজনীতি অবসানের পথে  » «   কী আছে নারী কমিশনের প্রতিবেদনে, কেনো ইসলামী দলগুলোর বিরোধিতায়?  » «   বাংলাদেশে ভ্রমণে সতর্কর্তা যুক্তরাষ্ট্রের, পার্বত্য অঞ্চলে নিষেধাজ্ঞা  » «   যুক্তরাজ্যে বিরল চিকিৎসা কীর্তি, ২বার ভূমিষ্ঠ হলো একই শিশু  » «   সিলেট থেকে কার্গো ফ্লাইটের পূর্ণাঙ্গ কার্যক্রম শুরু ২৭ এপ্রিল  » «   যুক্তরাষ্ট্র থেকে রেমিটেন্স বেড়েছে দ্বিগুণের বেশি, কমেছে আমিরাত থেকে  » «   পাকিস্তানের পররাষ্ট্র সচিবকে কী বললো ঢাকা?  » «   বিয়ানীবাজার জনকল্যাণ সমিতি ইউকের উদ্যোগে ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত  » «   নির্বাচনের জন্য জামায়াত আমিরের ৩ শর্ত, ফেব্রুয়ারি ২৬-এর সময়সীমা কঠিন নয়  » «   ইইউর ‘নিরাপদ’ দেশের তালিকায় বাংলাদেশ : কঠিন হবে রাজনৈতিক আশ্রয়  » «  

শারজাহে বিজয় দিবস ও জাতীয় নির্বাচন উপলক্ষে আলোচনা



‘ত্রিশ লক্ষ শহীদ আর আড়াই লক্ষ মা-বোনের ইজ্জতের বিনিময়ে অর্জিত আমাদের এই বাংলাদেশ। রক্তক্ষয়ী নয় মাস যুদ্ধের পর আমরা স্বাধীন বাংলাদেশ পেয়েছি। বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে হলে আগামী নির্বাচনে আবারো আওয়ামী লীগকে নির্বাচিত করে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হবে। আওয়ামী লীগ সরকার জনগনের সরকার, মেহনতী মানুষের সরকার। যতদিন শেখ হাসিনার হাতে দেশ, পথ হারাবে না বাংলাদেশ।
সংযুক্ত আরব আমিরাতে ৪৭তম মহান বিজয় দিবস উদযাপন এবং একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আলোচনা সভায় এসব বলেন বক্তারা। রোববার শারজাহের একটি রেস্তোরায় সংযুক্ত আরব আমিরাত আওয়ামী লীগের উদ্যোগে উক্ত আলোচনা সভার আয়োজন করা হয়েছিল’।আমীরাত আওয়ামী লীগের আলোচনা সভায় এ কথাগুলোই উচ্চারন করছেন বক্তারা।

আমিরাত আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জি এম জায়গীরদারের পরিচালনায় ও আমিরাত আওয়ামী লীগের সভাপতি বাবু রাখাল কুমার গোপ সিআইপির সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন আমিরাত আওয়ামী লীগের সহ-সভাপতি ও শারজাহ বঙ্গবন্ধু পরিষদের সভাপতি শাহ মোহাম্মদ মাকসুদ।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমিরাত আওয়ামী লীগের উপদেষ্টা মাজহার উল্লাহ মিয়া, আব্দুল হাই, আমিরাত আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী মোহাম্মদ ইউসুফ। দুবাই আওয়ামী লীগের সভাপতি দেলোয়ার হোসেন চৌধুরী, প্রবীণ আওয়ামী লীগ নেতা জহিরুল ইসলাম, শারজাহ আওয়ামী লীগের সহ সভাপতি ফারুক আহমদ প্রমুখ।

এছাড়া অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন আমিরাত আওয়ামী লীগের সিনিয়র সদস্য বাবু সমর দাস, আমিরাত আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক এহসানুল হক মিলন, যুগ্ন সাধারণ সম্পাদক হোসাইন মোহাম্মদ আলতাফ, প্রচার ও প্রকাশনা সম্পাদক নাজমুল ইসলাম, সহ অর্থ সম্পাদক নূর কামাল, দপ্তর সম্পাদক মীর আহমদ খোকন, সাংগঠনিক সম্পাদক হানিফ ভূইয়া, আমিন হাসান খাঁন, ফখর উদ্দিন, মোহাম্মদ হারুনুর রশিদ, মসুদ আলী, রুবেল হোসেন সহ আরো অনেকে।

জাতীয় সংগীতের পরপরই মহান মুক্তিযুদ্ধের সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে অনুষ্টানে এক মিনিট নিরবতা পালন করা হয়।

 

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

সাবস্ক্রাইব করুন
পেইজে লাইক দিন