সোমবার, ১৭ মার্চ ২০২৫ খ্রীষ্টাব্দ | ৩ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
https://blu-ray.world/ download movies
সর্বশেষ সংবাদ
বাংলাদেশের পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্র গভীরভাবে উদ্বিগ্ন: তুলসী গ্যাবার্ড  » «   রেমিটেন্সের নামে এক ব্যক্তি এনেছেন ৭৩০ কোটি টাকা!  » «   সিলেটে ভালোবাসায় সিক্ত হামজা চৌধুরী, বললেন, ‘ইনশাল্লাহ আমরা উইন খরমু’  » «   এমসি কলেজে ধর্ষণের বিচার দ্রুত বিচার ট্রাইব্যুনালেই  » «   জাতিসংঘ মহাসচিবের সফরে এক ঢিলে তিন পাখি  » «   অভ্যুত্থানের ছাত্রনেতাদের আরেকটি দল আসছে, নেতৃত্বে শিবিরের সাবেকরা  » «   আসছেন হামজা চৌধুরী, গ্রামে উৎসবের আমেজ  » «   ঈদের আগে চাঙা প্রবাসী আয়, ১৫ দিনে এলো ১৬৫ কোটি ডলার  » «   বালোচ লিবারেশন আর্মি কারা এবং কেন পাকিস্তানে হামলা চালাচ্ছে?  » «   সিপিবি অফিস দখলে পিনাকীর ডাকে সাড়া মিলেনি  » «   গুতেরেসের সঙ্গে কেন বৈঠক, ‘আমি ঠিক বুঝিনি’: ফখরুল  » «   ধর্ষণবিরোধী গণমিছিল নিয়ে বিশৃঙ্খলার আশঙ্কা, কর্মসূচি স্থগিত করল বাম সংগঠনগুলো  » «   বিশ্বসেরা ৫৫০ বিশ্ববিদ্যালয়ের তালিকায় বুয়েট-ঢাবি-নর্থ সাউথ  » «   ঢাকায় এসেছেন জাতিসংঘের মহাসচিব  » «   নৌকা হবে সাংস্কৃতিক ঐতিহ্য, উপদেষ্টা পরিষদে সিদ্ধান্ত!  » «  
সাবস্ক্রাইব করুন
পেইজে লাইক দিন

ইতালী আওয়ামী লীগের উদ্যোগে বিজয় দিবসে আলোচনা সভা ও সাংস্কৃতিক সন্ধ্যা



সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ইতালী আওয়ামী লীগের উদ্যোগে  রাজধানী রোমের একটি হলরুমে  মহান বিজয় দিবস উদ্‌যাপিত হয়েছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ইতালী আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা মাহতাব হোসেন। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইতালী আওয়ামী লীগের সহ সভাপতি আব্দুর রউফ ফকির।অনুষ্ঠানটি উদ্বোধন করেন সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের সহ সভাপতি কে এম লোকমান হোসেন।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন হাবিবুর রহমান। বাংলাদেশের জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের শুরু হয়। এ ছাড়া অনুষ্ঠানে মহান মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

ইতালী আওয়ামী লীগের সহ সভাপতি জসীম উদ্দীনের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক আফতাব বেপারী, আবু তাহের ও সোয়েব দেওয়ানের যৌথ সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা লুত্ফর রহমান, ইতালী আওয়ামী লীগের সহসভাপতি মাইন উদ্দিন লিটন, আতিয়ার রসুল কিটন, সাংগঠনিক সম্পাদক কামরুল আহসান মিন্টু, মুজাফ্ফর হোসেন বাবুল, মাহবুব আলম প্রধান, মুক্তার জামান, দপ্তর সম্পাদক হাবিব মকদম, ত্রান বিষয়ক সম্পাদক বাবুল মোড়ল, সদস্য মুজিবুর রহমান  সিকদার,  মোহাম্মদ আলী , ফারুক ফরাজী, সোহরাব সরকার, ইতালী মহিলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি নাসিমা আক্তার নুপুর, সাধারণ সম্পাদক নয়না আহমেদ, সাংগঠনিক সম্পাদক উম্মেহানী, দপ্তর সম্পাদক বাবলি ইউসুফ, ইতালী যুবলীগ শাখার ভারপ্রাপ্ত সভাপতি উজ্জ্বল মৃধা, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এনায়েত করিম, সদস্য আমিন বেপারী, ত্রান বিষয়ক সম্পাদক মহি উদ্দিন, সদস্য রাশেদ,রোম মহানগর আওয়ামী লীগের সভাপতি শেখ মামুন, ইতালী শ্রমিক লীগের সহ সভাপতি মন্জুর আহমেদ মন্জু, তুসকোলানা আওয়ামী লীগের সভাপতি জহিরুল ইসলাম, ইতালী সেচ্ছাসেবকলীগ শাখার অন্যতম নেতা হুমায়ূন কবির, মাসুদ রানা সহ  অনেকেই।

এছাড়াও আওয়ামী সংগঠনের মধ্যে উপস্থিত ছিলেন ইতালী আওয়ামী লীগ, যুবলীগ, মহিলা আওয়ামী লীগ, আওয়ামী সেচ্ছাসেবকলীগ, জাতীয় শ্রমিক লীগ ইতালী, রোম মহানগর আওয়ামী লীগ, তুসকোলানা আওয়ামী লীগ, রোম নর্দ আওয়ামী লীগ, মুক্তিযোদ্ধা সংসদ ইতালী, আমরা মুক্তিযোদ্ধা সন্তান, ছাত্রলীগ, বঙ্গবন্ধু পরিষদ, শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ এর নেতৃবৃন্দ।

সভায় বক্তারা বলেন, সেদিন আর বেশি দূরে নয়, যেদিন বাংলাদেশ মধ্যম আয়ের দেশে পরিণত হবে। তাই বাংলাদেশের মানুষ এখন আর আন্দোলন চায় না, উন্নয়ন চায়। গ্রামে-গঞ্জে মানুষ ডিজিটাল বাংলাদেশের সুফল ভোগ করছে। বক্তারা বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার লক্ষ্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করা এবং রাজাকারমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্য অর্জনের জন্য প্রবাসীদের জোরালো ভূমিকা পালনের আহ্বান জানান।

বক্তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে নানা ষড়যন্ত্রের ব্যাপারে মুজিব সৈনিকদের সর্বদা সজাগ থাকার আহ্বান জানান। বক্তারা আগামী নির্বাচনে আওয়ামী লীগকে বিজয়ী করতে এখন থেকেই প্রবাসী আওয়ামী লীগ নেতা-কর্মী ও সমর্থকদের সর্বাত্মক প্রচারণা চালানোর আহ্বান জানান।

শেষে বীর মুক্তিযোদ্ধা মাহতাব হোসেন ও লুত্ফর রহমানকে সকল আওয়ামী সংগঠনের নেতৃবৃন্দরা ফুল দিয়ে বরণ করেন।  সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন ইতালী প্রবাসীদের জনপ্রিয় সংগীত শিল্পী আবু তাহেরসহ আরো অনেকে ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন