বহু প্রতীক্ষার পর সৌদি আরবের জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেট জেনারেল জেদ্দার নিজস্ব ভবন নির্মাণের জন্য জেদ্দা শহরের পশ্চিম বোগদাদিয়া এলাকায় জেদ্দা-মক্কা রোডের পার্শ্বে এবং লোহিত সাগরের তীরবর্তী প্রায় আট বিঘা সমপরিমাণ ১০,২০০ বর্গমিটার একটি জমি ক্রয় করেছে বাংলাদেশ সরকার।
যার মূল্য ৩৩ মিলিয়ন সৌদি রিয়েল । বাংলাদেশি টাকায় প্রায় ৭শত ২৬ কোটি টাকা।
৯ আগস্ট বৃহস্পতিবার বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, জেদ্দায় কনস্যুলেটের নিজস্ব জমি ক্রয় উপলক্ষে এক সংক্ষিপ্ত সংবাদ সম্মেলনের আয়োজন করে । কনস্যুলেটের জমি ক্রয় উপলক্ষে কনসাল জেনারেল এফ. এম. বোরহান উদ্দিন উপস্থিত প্রবাসীদের উদ্দেশ্যে সংবাদ সম্মেলনে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।
সংবাদ সম্মেলন শেষে মহান আল্লাহ নিকট শুকরিয়া আদায়সহ দোয়া ও উপস্থিত প্রবাসী বাংলাদেশিদের মিষ্টি মুখ করানো হয়।
অনুষ্ঠানে কনস্যুলেটের সকল কর্মকর্তা-কর্মচারি, জেদ্দাস্থ বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন ফোরামের নেতৃবৃন্দ, পেশাজীবী, ব্যবসায়ী, বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষক-শিক্ষার্থী এবং ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
এর আগে, ৮ আগস্ট বুধবার, জেদ্দার নোটারী পাবলিক অফিসে প্রথম শ্রেণীর নোটারী পাবলিক রশিদ সাদীদ বিন জাবের আলর্হাবি উক্ত জমির রেজিস্ট্রি সম্পন্ন করেন। জমির দলিলে বাংলাদেশ সরকারের পক্ষে স্বাক্ষর করেন কনসাল জেনারেল এফ. এম. বোরহান উদ্দিন।
এ সময় উপস্থিত ছিলেন সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসীহ্, বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব শামসুল আলম,পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক ( লিগ্যাল এ্যাফেয়ার্স ) জাহাঙ্গীর আলম, সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধি উসামা মোহাম্মদ কারান্সি, মিনিস্টার (হেড অব ডিপ্লোমেটিকএ্যাফেয়ার্স), শ্রম কাউন্সেলর আমিনুল ইসলাম, কাউন্সেলর আলতাফ হোসেন, কাউন্সেলর মুজিবুর রহমান, হেড অব চ্যান্সারি মোস্তফা জামিল খান, মাসুদুর রহমান ।
পরবর্তীতে ঢাকা হতে ছয় সদস্য বিশিষ্ট একটি আন্তঃমন্ত্রণালয় কমিটি এসে ক্রয় প্রক্রিয়া সম্পন্ন করেন।
কনস্যুলেটের নিজস্ব ভবনের জন্য জেদ্দায় বসবাসরত প্রবাসীরা দীর্ঘদিন ধরে দাবি করে আসছেন। দীর্ঘ প্রতীক্ষার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা সে দাবি পূরণ করায় জেদ্দায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা প্রধানমন্ত্রীকে আন্তরিক ধন্যবাদ ও প্রাণ ঢালা অভিনন্দন জানান।
কণ্ঠ: সুমু মির্জা