সোমবার, ২০ জানুয়ারী ২০২৫ খ্রীষ্টাব্দ | ৭ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
https://blu-ray.world/ download movies
সর্বশেষ সংবাদ
অন্তর্বর্তী সরকারের সমালোচনা করা ব্রিটিশ এমপিদের প্রতিবেদন প্রত্যাহার  » «   ৩৩ বছরের পুরনো ‘ভোরের কাগজ’ বন্ধ  » «   প্রধান উপদেষ্টাকে সংগ্রামের গল্প শোনালেন ১৫ উদ্যোক্তা  » «   ‘ভুইফোঁড়’ সংগঠনের দাবিতে গ্রাফিতি সরানো হল কেন? সমাবেশে প্রশ্ন  » «   সিলেট জেলা আইনজীবী সমিতি নির্বাচনে আওয়ামীপন্থিদের জয়  » «   ইমরান খান ও স্ত্রী বুশরা বিবির ১৪ বছরের কারাদণ্ড  » «   প্রতিদিন ফ্যাসিবাদ পুনরুৎপাদিত হচ্ছে: সলিমুল্লাহ খান  » «   বন্ধু নেতানিয়াহুকে বিদায়লগ্নে উপায় খুঁজতে বললেন বাইডেন  » «   শিশুর বাম চোখের পরিবর্তে ডান চোখে অস্ত্রোপচার, চিকিৎসক গ্রেফতার  » «   ‘মৃত্যুদণ্ড প্রাপ্ত’ বাবর ১৭ বছর পর কারামুক্ত  » «   সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বিরুদ্ধে মামলা  » «   ছাগলকাণ্ডে আলোচিত মতিউর স্ত্রীসহ গ্রেফতার  » «   জিয়া অরফানেজ ট্রাস্ট: আপিলে খালেদা-তারেকসহ সবাই খালাস  » «   বাংলাদেশে মুক্তিযোদ্ধাদের অবমানননা ও লাঞ্ছনার তীব্র প্রতিবাদ  » «   অফস্টেডে ‘আউটস্ট্যান্ডিং’ টাওয়ার হ্যামলেটস : সরকারের রিপোর্ট বলছে, “শিশুরা পায় চমৎকার সহায়তা”   » «  
সাবস্ক্রাইব করুন
পেইজে লাইক দিন

জালালাবাদ এসোসিয়েশন ইউকে’র নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠান
সিলেটীদের সামাজিক সাংস্কৃতিক বন্ধনের চিরচেনা আলোকিত দিকটি প্রকাশ পেয়েছে



সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

বর্ণাঢ্য আয়োজন আর সৃজনশৈলীর মধ্য দিয়ে লন্ডনে অনুষ্ঠিত হয়েছে  জালালাবাদ এসোসিয়েশন ইউকে‘র অভিষেক অনুষ্টান। ১০ই ডিসেম্বর সোমবার লন্ডনের অভিজাত হোটেল ম্যারিওট হোটেলে সিলেট বিভাগের প্রবাসীরা ছাড়াও বিভিন্ন শ্রেণীপেশার মানুষের উপস্থিতি অনুষ্ঠানকে করেছে আরও উৎসবমুখর।প্রকাশ পেয়েছে সিলেটীদের সামাজিক সাংস্কৃতিক বন্ধনের চিরচেনা আলোকিত দিকটিও।

যুক্তরাজ্য প্রবাসী সিলেট বিভাগের প্রতিটি জনপদের মানুষের মধ্যে পারস্পরিক সম্পর্ককে আরো সুদৃঢ়করণ এবং তাদের ঐতিহ্য,সংস্কৃতি,কল্যাণ ও সংহতির প্রয়োজন পূরণের লক্ষ্যে গঠিত প্রাচীণ ও ঐতিহ্যবাহী সংগঠন জালালাবাদ এসোসিয়েশন ইউকের পূর্ণাঙ্গ নির্বাহী কমিটি গঠন করা হয়েছে।

অভিষেক অনুষ্ঠানটি শুরু হয় বিশিষ্ট কমিউনিটি নেতা ও জালালাবাদ এসোসিয়েশন এর প্রেসিডেন্ট মুহিবুর রহমান মুহিব এর সভাপতিত্বে এবং সেক্রেটারি আমিনুল হক জিলু’র পরিচালনায়   জাতীয় সংগীতের মাধ্যমে।

কার্য্করী কমিটি ও উপদেষ্টা কমিটিকে পরিচয় করিয়ে দেন যথাক্রমে  চ্যানেল এস এর চেয়ারম্যান এবং জালালাবাদ এসোসিয়েশন এর প্রধান উপদেষ্টা আহমেদ  উস সামাদ চৌধুরী জেপি ও জালালাবাদ এসোসিয়েশন ইউকের নির্বাহী কমিটির প্রেসিডেন্ট  মুহিবুর রহমান মুহিব।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন গ্রেটার সিলেট ইউকে’র সাবেক সভাপতি নুরুল ইসলাম মাহবুব, বাংলাদেশ সেন্টারের সহ সভাপতি শাহানুর খান,  কমিউনিটি নেতা ও লেখক আবুল কালাম আজাদ ছোটন, জালালাবাদ এসোসিয়েশন ইউকের ভাইস প্রেসিডেন্ট মুজাহিদ আলী চৌধুরী, জালালাবাদ এসোসিয়েশন ইউকের কোষাধ্যক্ষ এনামুল হক চৌধুরী,

জালালাবাদ এসোসিয়েশন ইউকের ভাইস প্রেডিডেন্ট কাউন্সিলর রিতা বেগম, জালালাবাদ এসোসিয়েশন ইউকের উপদেষ্টা ডাক্তার আলাউদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী ও ক্যাটারার্স ইয়াওর খান. গ্রেটার ম্যানচেস্টার এসোসিয়েশন এর সাবেক সহ সভাপতি ময়নুল  আমিন বুলবুল, জালালাবাদ এসোসিয়েশন ইউকের উপদেষ্টা ব্যারিস্টার মাসুদ আহমেদ চৌধুরী, ব্রিটেনের পরিচিত ব্যাক্তি সাবেক মেয়র ও কাউন্সিলর পারভেজ আহমেদ।

অনুষ্ঠানে রিও আজিজিয়া সেলিম, ফ্রান্স জালালাবাদ এসোসিয়েশন এর সভাপতি হেনু মিয়া এবং সহ সভাপতি আলতাফুর রহমান কে জালালাবাদ এসোসিয়েশন ইউকের পক্ষ থেকে ক্রেশ দিয়ে সম্মানিত করা হয় ।  জালালাবাদ এসোসিয়েশন ইউকের ভাইস প্রেসিডেন্ট এম এ মুনিম সমাপনী বক্তব্য রাখেন।

জালালাবাদ এসোসিয়েশন ইউকের নব নির্বাহী কমিটিতে রয়েছেন  সভাপতি ;মুহিবুর রহমান সহ সভাপতি বৃন্দ এম এ মুনিম (জালালাবাদ),খালেদ চৌধুরী (সুনামগঞ্জ),মাহবুব রহমান (সিলেট),মোজাহিদ চৌধুরী (মৌলভিবাজার), আবুল কালাম আজাদ (হবিগঞ্জ), মইনুল আমিন বুলবুল (হবিগঞ্জ),ও রীতা বেগম সহ সভাপতি।  আমিনুল হক জিলু ;সাধারণ সম্পাদক,এনামুল হক চৌধুরী ;কোষাধ্যক্ষ, দেলোয়ার হোসাইন ;সহকারী কোষাধক্ষ,  মুহিব উদ্দিন চৌধুরী, শামীম আহমদ ;দপ্তর সম্পাদক, জুবায়ের আহমদ ;সাংগঠনিক সম্পাদক, মোহাম্মদ আব্দুল মুনিম জাহেদী ক্যারল – প্রচার, প্রকাশণা ও গণযোগাযোগ সম্পাদক, আক্তার আলী; মেম্বারশিপ সেক্রেটারি. আলহাজ এম এ  শফিক ;পাবলিক রিলেসন সেক্রেটারি, শিব্বির,  আহমদ ; শিক্ষা সম্পাদক, শাহরিয়ার  আহমদ সুমন; আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, হেলেন ইসলাম ;ওমেন অ্যাফেয়ার্স সেক্রেটারি, আলা উদ্দিন ;ক্রীড়া সম্পাদক, সাদিকুর রহমান বকুল ; সাংস্কৃতিক সম্পাদক এবং নির্বাহী সদস্যরা হলেন দেলওয়ার হোসেন, শাহানূর খান, ফজলু উদ্দিন, করিম মিয়া শামীম, আমিরুল ইসলাম চৌধুরী সুনামগঞ্জ,এস এম মুস্তাফিজুর রহমান, আব্দুল শফিক, ময়নুল হক,মানিক মিয়া, শেখ শামীম আহমেদ, মামুনুর রশীদ, জাহাঙ্গীর খান, আব্দুল আজিজ ফারুক, আব্দুল আলিম ফজলু, তারাউল ইসলাম ও মারুফ আহমেদ ।

সংগঠনের উপদেষ্টা মন্ডলীতের রয়েছেন,চ্যানেল এস এর চেয়ারম্যান আহমেদ উস সামাদ চৌধুরী জেপি, ডাক্তার আলাউদ্দিন, মাহমুদ হাসান এমবিই, পাশা খন্দকার এমবিই,লন্ডন বাংলা প্রেসক্লাব প্রেসিডেন্ট সৈয়দ নাহাস পাশা, সাপ্তাহিক জনমত সম্পাদক নবাব উদ্দিন, সাংবাদিক, কলামিষ্ট নজরুল ইসলাম বাসন,  ব্যারিস্টার মাসুদ আহমেদ, কাউন্সিলর সেরোয়ান চৌধুরী ও এম জজিজ চৌধুরী।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন