আলোকিত পদচারণায় দেশের বাইরে প্রবাসীরা বাংলাদেশের মুখ উজ্জ্ব করে যাচ্ছেন প্রতিনিয়ত। ইউরোপের বেলজিয়ামে এই ছোয়া লেগেছে। সংখ্যায় কম হলেও বাংলাদেশীদের আলোকিত প্রদচারণা বাড়ছে দিন দিন।
শায়লা শারমীন সামাজিক বিভিন্ন কাজে সম্পৃক্ত থাকায় বেশ জনপ্রিয় ব্যক্তিত্ব। এবার তিনি নিজের যোগ্যতায় ও স্থানীয়দের ভালোবাসা নিয়ে মর্যাদার লড়ায়ে কাউন্সিলর পদে স্থানীয় নির্বাচনে লড়ছেন।
শায়লা শারমীন বেলজিয়ামের মূলধারায় প্রথম বাংলাদেশী নারী প্রার্থী। বেলজিয়ামের অন্তারপেনের জেলা পরিষদ ও সিটি করপোরেশন নির্বাচনে পিভিডিএ পার্টি থেকে কাউন্সিলর পদে মনোনয়ন পেয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
১৪ অক্টোবরের নির্বাচনে শায়লা শারমীন জয়ী হবেন এমন প্রত্যাশা বেলজিয়াম প্রবাসী বাংলাদেশীদের। উল্লেখ্য এর আগে ব্রাসেলসের স্থানীয় সরকার নির্বাচনে আরেকজন বাংলাদেশী নির্বাচিত হয়েছিলেন।