সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০২৩ খ্রীষ্টাব্দ | ১০ আশ্বিন ১৪৩০ বঙ্গাব্দ
https://blu-ray.world/ download movies
সর্বশেষ সংবাদ
টরেন্টো বাংলা পাড়া ক্লাবের ১ম ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত  » «   ফুটবলের ব্যাখ্যাতিত নায়ক  » «   বিলেতে হালাল ব্যবসায় হাবিবুর রহমানের সাফল্য  » «   ইউ‌কে বাংলা প্রেসক্লা‌বের দোয়া মাহ‌ফিল  » «   বিয়ানীবাজার ক্যান্সার এন্ড জেনারেল হাসপাতালের ‘মোবাইল ক্লিনিক’ সেবা উদ্বোধন  » «   লণ্ডনে গ্রেটার পাতন এসোসিয়েশন ইউকের বর্ণাঢ্য অভিষেক  » «   সুনামগঞ্জ জেলা ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকের দ্বি-বার্ষিক সম্মেলন ২০২৩ অনুষ্ঠিত  » «   ইস্টহ্যান্ডস’র আয়োজনে লন্ডনে বাগান প্রেমীদের মিলন মেলা  » «   লন্ডন বাংলা স্কুল এর আনুষ্ঠানিক উদ্বোধন  » «   লন্ডনে বইমেলা সাহিত্য ও সাংস্কৃতিক উৎসব  » «   চ্যানেল এস এর সিনিয়র নিউজ প্রেজেন্টার মুনিরা পারভিনের মাতা শাহানা সুলতানা’র মৃত্যুতে ক্লাব নেতৃবৃন্দের শোক  » «   কানাডায় স্বাগতম ! তবে তার আগে…  » «   ইউ‌কে-বাংলা প্রেসক্লা‌বের সভাপ‌তি রেজা আহমদ ফয়সল চৌধুরীর মাতৃবিয়োগে ৫২বাংলার শোক প্রকাশ  » «   ইউ‌কে-বাংলা প্রেসক্লা‌বের সভাপ‌তি রেজা আহমদ ফয়সল চৌধুরীর মাতৃবিয়োগে শোক প্রকাশ  » «   বৃটেনের শিক্ষার্থীদের জন্য মেয়র লুৎফুর রহমানের অনুকরণীয় দৃষ্টান্ত  » «  
সাবস্ক্রাইব করুন
পেইজে লাইক দিন

লন্ডনে পূর্ব মুড়িয়া ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে‘র  নবনির্বাচিত কমিটির অভিষেক ও নৈশভোজন অনুষ্ঠান



সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

 

 

লন্ডনে পূর্ব মুড়িয়া ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে  নবনির্বাচিত কমিটির অভিষেক নৈশভোজন অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

 ১৭ সেপ্টেম্বর রবিবার পূর্ব  লন্ডনের মুসলিম সেন্টারে সাড়ম্বে অনুষ্ঠান সম্পন্ন হয়।

পূর্ব মুড়িয়া ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের প্রাক্তন সভাপতি সামছ উদ্দিন হারুন এর সভাপতিত্বে অনুষ্ঠানের প্রাণবন্ত সঞ্চালনায় ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক সাদিক রহমান।

অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত বক্তব্য রাখেন অধ্যাপক মোহাম্মদ শাহজাহান, যুক্তরাজ্য আওয়ামী লীগ এর  শিক্ষা  সম্পদ বিষয়ক সম্পাদক ভিপি খসরুজ্জামান খসরু, কাউন্সিলার  ফারুক মাহফুজ , বাংলাদেশ সেন্টার ইউকে  সভাপতি দেলোয়ার হোসেন, বিয়ানীবাজার ক্যান্সার হাসপাতালের পরিচালক ফরহাদ হোসেন টিপু, বিয়ানীবাজার জনকল্যাণ সমিতির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, ট্রেজারার ফখরুল ইসলাম, বিয়ানীবাজার থানা জনকল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মাসুদ আহমেদ, পূর্ব মুড়িয়া ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের  নবনির্বাচিত সভাপতি মো. মুহিত উদ্দিন মঞ্জু, সহ সাধারণ সম্পাদক মোসলেহ উদ্দিন নানজু, কমিউনিটি নেতা আজম খান, আতিকুর রহমান, ফখরুল ইসলাম, দবির হোসেন, করিম উদ্দিন, নূরুল ইসলাম মুসা, শাব্বির আহমদ খোকা নাসির উদ্দিন চিনু প্রমুখ।

 অনুষ্ঠানে নবনির্বাচিত কমিটিকে পরিচয় করিয়ে দেন দৈনিক দেশ পত্রিকার সম্পাদক তাইছির মাহমুদ। শুরুতে কোরআন তেলাওয়াত করেন ট্রাস্টি হাফেজ কামরুল ইসলাম।

নবনির্বাচিত সভাপতি মো. মুহিত উদ্দিন বলেন, নবনির্বাচিত কমিটি  ব্রিটেন বাংলাদেশের মুড়িয়া ইউনিয়নের সকল প্রবাসীদের নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। তিনি দেশে শিক্ষা, সংস্কৃতি সমাজবান্ধব উন্নয়নমূলক কাজের পাশাপাশি  ব্রিটেনে  নিজ অঞ্চলের প্রবাসীদের নিয়ে একটি গেটটুগেদারসহ সকল  ভালো কাজে নব নির্বাচিত কমিটিকে নিয়ে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

 প্রসঙ্গত ২০০৪ সালে প্রতিষ্ঠিত  জনাব আব্দুল মতিন সাধারণ সম্পাদক ফারুক আহমেদ তাপাদার এর নেতৃত্বে যাত্রা করা সংগঠনটি  প্রতিষ্টালগ্ণ থেকে নিজ অঞ্চল বিয়ানীবাজার উপজেলার মুড়িয়া ইউনিয়নের আর্থ সামাজিক মানবিক কাজে ধারাবাহিক ভাবে কাজ করে আসছে।

 নব  গঠিত কমিটির কর্মকর্তারা হলেন  সভাপতি মোহাম্মদ মুহিত উদ্দিন মনজু, সহ সভাপতি শাব্বির আহমদ কাওছার,মাসুদ আহমেদ,শাহাব উদ্দিন খছরু, আব্দুল হামিদ মিসবা, মাহবুবুর রহমান,নূরুল ইসলাম রুন সাধারণ সম্পাদক সাদিক রহমান, মুসলেহ উদ্দিন  নানজু। কোষাধ্যক্ষ জয়নাল আবেদিন কুনু, শাব্বির আহমদ খোকা। সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন  চিনু, আব্দুল আজিজ আপু। ধর্ম বিষয়ক সম্পাদক ইমাম আব্দুল মালিক,ত্রাণ বিষয়ক সম্পাদক  হাফেজ কামরুল ইসলাম। সদস্য সম্পাদক মাকছুদুর রহমান বুলবুল, শিক্ষা সম্পাদক মুজিবুর রহমান,ফরহাদ হোসেন ফুয়াদ, প্রচার প্রকাশনা  জাবেদ আহমদ। সমাজকল্যাণ মোস্তফা কামাল, সহ সমাজকল্যাণ সোহেল আহমদ, দপ্তর সম্পাদক  পারভেজ আহমেদ,সাংস্কৃতিক সম্পাদক  কাওছার রশিদ।গণসংযোগ  রুকনুজ্জামান রুকনযুব ক্রীড়া বিষয়ক   আহমেদ ইসমাইল সিপার

 

কণ্ঠ: সুমু মির্জা


সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন