ইলেক্ট্রনিক সিটিতে প্রবাসীদের বিনিয়োগ করার আহ্বান জানিয়েছেন সিলেটে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার। তিনি বলেছেন, প্রবাসীরা যদি বাংলাদেশের দিকে একটু থাকান, তাহলে এ অঞ্চলে প্রতিষ্ঠিত হাই টেক পার্ক একটি আদরশ প্রতিষ্ঠান হিসেবে গড়ে উঠবে। আমাদের সিলেট ব্যুরোচীফ ফয়সল আহমদ মুন্না জানান
সিলেটের কোম্পানীগঞ্জে একটি হাই-টেক পার্কে বিনিয়োগে আইটি খাতের উদ্যোক্তাদের আগ্রহীকরণের লক্ষ্যে বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ ও দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র যৌথ উদ্যোগে সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।
দুপুরে চেম্বার কনফারেন্স হলে এ সেমিনারটি অনুষ্ঠিত হয়। সেমিনারে সভাপতিত্ব করেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ইমরান আহমদ এমপি।
সেমিনারে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর মূখ্য সচিব মো. নজিবুর রহমান, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব জুয়েনা আজিজ এবং বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক (সচিব), এনডিসি হোসনে আরা বেগম, প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক সালেহ উদ্দিন আহমদ, সিলেট রেঞ্জ পুলিশের ডিআইজি কামরুল আহসান, সিলেট সিটি মেয়র আরিফুল হক চৌধুরী, সিলেট চেম্বারের সভাপতি খন্দকার সিপার আহমদ।
উক্ত সেমিনারে সিলেটের আইটি খাতের সাথে সংশ্লিষ্ট প্রায় শতাধিক ব্যবসায়ী ও উদ্যোক্তা ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
কণ্ঠ: মনাক্কা নাছিম