­
­
শুক্রবার, ২ মে ২০২৫ খ্রীষ্টাব্দ | ১৯ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
মানবিক করিডর আসলে কী, বিশ্বের আর কোথায় আছে, কতটা কার্যকর?  » «   বিএনপি না জামায়াত কোন দিকে ঝুঁকছে ইসলামপন্থি দলগুলো?  » «   সুইডেনে অতর্কিত বন্দুক হামলায় নিহত ৩  » «   ইতালিতে বর্ণাঢ্য বৈশাখী উৎসব বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদের  » «   ইউরোপ ও যুক্তরাষ্ট্রের বাজারে রফতানিতে চমক: চীনের ঘাটতি পূরণ করছে বাংলাদেশ  » «   কানাডায় লিবারেলদের জয়, কী কারণ  » «   রাখাইনের জন্য করিডর বাংলাদেশের জন্য কী ঝুঁকি তৈরি করতে পারে?  » «   ইউরোপ ৪ দেশ বিদ্যুৎ বিচ্ছিন্ন!  » «   ডলারের বিপরীতে টাকার মান বৃদ্ধি  » «   বিশ্বে সামরিক ব্যয় রেকর্ড বেড়ে ২.৭ ট্রিলিয়ন ডলার  » «   নতুন এক লাখ ১৩ হাজার রোহিঙ্গার অনুপ্রবেশ  » «   ৬০ টন পণ্য নিয়ে সিলেট থেকে উড়ল প্রথম কার্গো ফ্লাইট  » «   রাখাইনে মানবিক সহায়তায় শর্তসাপেক্ষে করিডোর দিতে রাজি সরকার  » «   শেখ হাসিনাকে ‘চুপ’ রাখতে পারবেন না বলে জানান মোদি  » «   ‘জন্মই আমার আজন্ম পাপ’ কবিতার কবি দাউদ হায়দার আর নেই  » «  

বাংলাদেশ বইমেলা, সাহিত্য ও সাংস্কৃতিক উৎসব উপলক্ষে প্রস্তুতি সভা আনুষ্ঠিত হয়েছে



 

৮ম বাংলাদেশ বইমেলা সাহিত্য ও সাংস্কৃতিক উৎসব ২০১৮ উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

সম্মিলিত সাংস্কৃতিক পরিষদ ইউকে‘র উদ্যেগে অনুষ্ঠিতব্য ‘৮ম বাংলাদেশ বইমেলা সাহিত্য ও সাংস্কৃতিক উৎসব ২০১৮ ’ উপলক্ষে বিভিন্ন সংগঠনের প্রতিনিধিদের নিয়ে  এক  প্রস্তুতি সভা আনুষ্ঠিত হয়েছে।

২৭ অগাস্ট,সোমবার পূর্ব লন্ডনের  খ্রিস্টান স্ট্রিটটস্থ  একটি সেন্টারে  প্রস্তুতি সভার সভাপতিত্ব করেন  সংগঠনের সভাপতি লেখক ফারুক আহমদ। সঞ্চালনায় ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক  কবি ইকবাল হোসেন বুলবুল।

সভায় ৮ম বাংলাদেশ বইমেলা, সাহিত্য ও সাংস্কৃতিক উৎসব   সফল করার জন্য কর্মকর্তাগণ তাদের বিভিন্ন পরিকল্পনার কথা তুলে ধরেন।

উৎসবটিকে সফল এবং সার্বিক কাজের সহযোগিতার লক্ষ্যে লন্ডন ও বার্মিংহামের বিভিন্ন এলাকার তেইশটি সংগঠনের প্রতিনিধিরা অংশ গ্রহন করেন।

বইমেলা, সাহিত্য ও সাংস্কৃতিক উৎসব বিষয়ে  পরামর্শমূলক বক্তব্য রাখেন –ইংরেজ কবি স্টিফেন ওয়াট্স, প্রবীন সাংবাদিক ও কবি হামিদ মোহাম্মদ, লন্ডন বাংলা প্রেসক্লাব এর নির্বাহী সদস্য দর্পন সম্পাদক রহমত আলী,কবি ও গল্পকার ময়নূর রহমান বাবুল,সাংবাদিক ও সংগঠক আবুল কালাম আজাদ ছোটন,  সাপ্তাহিক জনমত এর নির্বাহি সম্পাদক গল্পকার সাঈম চৌধুরী, সংগঠনের  প্রচার সম্পাদক, লেখক আনোয়ার শাহজাহান, কাউন্সিলার ও কবি  শাহ সোহেল আমিন,  ৫২বাংলা টিভি সম্পাদক ও কবি আনোয়ারুল ইসলাম অভি,  পাক্ষিক ব্রিকলেন সম্পাদক ও কবি জুয়েল রাজ, বালাগঞ্জ প্রতিদিন সম্পাদক ও কবি  মুহাম্মদ শরীফুজ্জামান,সংঠনের কোষাধ্যক্ষ কবি এ কে এম আব্দুল্লাহ, সহ সাধারণ সম্পাদক  কবি এম মোসাহিদ খান, টিভি উপস্থাপক মোস্তফা জামান নিপুন, আবৃত্তিশিল্পী ও সংবাদপাঠক সালাহউদ্দিন শাহিন , কবি  আরাফাত তানিম, কবি নজরুল ইসলাম,  সাংবাদিক এম এ জামান, কবি ফারাহ নাজ,   সংগঠক গোলাম আকবর মুক্তা,  বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী যুক্তরাজ্য সংসদ এর ভাইস প্রেসিডেন্ট  নুরুল ইসলাম, লেখক মো.হাফিজুর রহমান ও পলল এর সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক শামসুর সুমেল  প্রমূখ।

সভায় সদস্য সংগঠনগুলোর প্রতিনিধিদের নিয়ে উৎসব উপ-কমিটি গঠন করা হয়।

আগামী ২৩ ও ২৪ সেপ্টেম্বর, পূর্ব লন্ডনের  ব্রাডি আর্ট  সেন্টারে মেলা অনুষ্ঠিত হবে। মেলার উদ্বোধন করবেন প্রখ্যাত ঔপন্যাসিক সেলিনা হোসেন। মেলায় যোগদানের জন্য বাংলাদেশের ১৫টি খ্যাতিমান প্রকাশনীকে আমন্ত্রণ জানানো হয়েছে।এছাড়া ব্রিটেনের লেখকদের প্রকাশিত বই নিয়ে থাকছে কয়েকটি স্টল। দুই দিন ব্যাপী অনুষ্ঠানে থাকছে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানমালা।

 

কণ্ঠ: তিশা সেন

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

সাবস্ক্রাইব করুন
পেইজে লাইক দিন