গোলাপগঞ্জে লকডাউন বিধি-নিষেধ বাস্তবায়ন ও স্বাস্থ্যবিধি নিশ্চিতে মাঠে কাজ করছে উপজেলা প্রশাসন। সোমবার সকাল থেকে উপজেলা প্রশাসন গোলাপগঞ্জ বাজারে মাস্ক পরিধান ও স্বাস্থ্য বিধি না মানায় দন্ডবিধি ১৮৬০ এর ২৬৯ ধারায় ৮ জন ব্যক্তিকে ১৪০০ টাকা জরিমানা করা হয়।
এদিকে মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রির দায়ে স্বপ্ন সুপার শপ, গোলাপগঞ্জ শাখা (ঢাকাদক্ষিণ রোড) কে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর আওতায় নগদ ১০,০০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: গোলাম কবির।
এ ব্যাপারে গোলাপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো.গোলাম কবির বলেন, লকডাউনে বাংলাদেশ সরকার কর্তৃক জারীকৃত সকল নির্দেশনা বাস্তবায়নে মাঠ উপজেলা প্রশাসন কাজ করছে। এ ধারা পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত অব্যাহত থাকবে।