বুধবার, ৭ জুন ২০২৩ খ্রীষ্টাব্দ | ২৪ জ্যৈষ্ঠ ১৪৩০ বঙ্গাব্দ
https://blu-ray.world/ download movies
সর্বশেষ সংবাদ
শিক্ষকদের কল্যাণে কাজ করবে- টি আলী স্যার ফাউন্ডেশন  » «   প্যারিসে জাতীয় বাজেটে প্রবাসীদের প্রত্যাশা- শীর্ষক আলোচনা অনুষ্ঠিত  » «   ফরাসি ভাষা শিক্ষায় ‘বেসিক-ফ্রঁসে বাংলা’ অ্যাপ্লিকেশনের আনুষ্ঠানিক উদ্বোধন  » «   গবেষণা এবং শিক্ষাদানের উৎকর্ষতা চ্যালেঞ্জ মোকাবিলার উপাদান – প্রফেসর মোহাম্মদ মুশফিক উদ্দিন  » «   আনোয়ারুল ইসলাম অভির সিভিক এওয়ার্ড লাভ  » «   ভেজিটেবল অয়েলের পেছনে পাশ্চাত্যের দুর্নীতির ইতিহাস ও আমাদের করণীয়  » «   যুক্তরাজ্যে ঈদের ছুটি চাই ক্যাম্পেইন: গ্রীনস্ট্রিটে ব্যাপক প্রচারণা  » «   যুক্তরাজ্যে ঈদে ছুটির দাবীতে পূর্ব লন্ডনের হোয়াইটচ্যাপেলে  সমাবেশ অনুষ্ঠিত  » «   যুক্তরাজ্যবাসী সাংবাদিক রহমত আলীকে নিয়ে বিশ্বনাথ পৌর মেয়র মুহিবের অশালীন মন্তব্যের ক্ষোভ ও নিন্দা জানিয়েছে লন্ডন বাংলা প্রেসক্লাব  » «   যুক্তরাজ্যে ঈদের ছুটি চাই  » «   যুক্তরাজ্যে ঈদের দিনে ছুটি চাই  » «   ঈদের ছুটি- ব্যবসায় লস নয় ব্র্যান্ডিং এর সুযোগ!  » «   দুই প্রেসিডেন্টের কথার লড়াই ও ক্রীড়াঙ্গণের থলের বিড়াল  » «   যুক্তরাজ্যে ঈদে ছুটির দাবীতে  হোয়াইটচ্যাপেলে সমাবেশ ১৮ এপ্রিল মঙ্গলবার  » «   পহেলা বৈশাখ থেকে অনলাইনে শতভাগ ভূমি উন্নয়ন কর  » «  
সাবস্ক্রাইব করুন
পেইজে লাইক দিন

স্পেনের বার্সেলোনায় পবিত্র ঈদ-উল আযহা উদযাপন



সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

 

আনন্দ উৎসব আর ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে ইউরোপের অন্যান্য দেশের মতো প্রতিবছরের ন্যায় স্পেনেও ঈদ-উল আযহা উদযাপন হয়েছে।
স্থানীয় সময় মঙ্গলবার স্পেনের বার্সেলোনায় বসবাসরত মুসলমান প্রবাসী বাংলাদেশিরা তাদের প্রধান এ ধর্মীয় উৎসব নিজেদের মধ্যেই ভাগাভাগি করে নেন।
রাজধানী শহর মাদ্রিদ, পর্যটন নগরী বার্সেলোনাসহ স্পেনের বিভিন্ন শহরে ছড়িয়ে থাকা প্রবাসী বাংলাদেশিরা ঈদের নামাজ আদায় করে একে অপরের সাথে ঈদের কুশলাদি বিনিময় করেন।

ইউরোপের পর্যটন নগরী বার্সেলোনায় বাংলাদেশি লোকসংখ্যা বসবাস প্রায় বার হাজারের মতো।বাংলাদেশী অধ্যুষিত এলাকা প্লাসা মাকবায় বাংলাদেশিদের পরিচালিত লতিফিয়া ফুলতলি জামে মসজিদের উদ্যোগে ঈদের সবচেয়ে বড় জামাত অনুস্টিত হয় এ জামাতে অংশগ্রহণ করেন প্রায় এক হাজারের ও বেশী মুসল্লী,পুরো এলাকা জুড়ে ছিলো বাংলাদেশী সহ বিভিন্ন দেশের মুসল্লিদের এক মিলন মেলা।
তাছাড়া বার্সেলোনার বাংলাদেশীদের প্রথম মসজিদ শাহ জালাল জামে মসজিদে অনুষ্ঠিত হয় ঈদের ৩টি জামাত প্রতিটি জামাতেই ছিল প্রবাসী বাংলাদেশিদের উপচে পড়া ভিড়।বাংলাদেশি মুসল্লিদের পাশা পাশি ঈদের নামাজে উপস্থিত ছিলেন পাকিস্তানি, মরক্কো,সেনেগাল সহ আফ্রিকার বিভিন্ন দেশের মুসল্লিরা।

ঈদের নামাজের দু‘টি জামাত সকাল ৭টা ৩০মিঃ ও সকাল ৯টায় মসজিদে এবং একটি জামাত সকাল ৮.০০টায় মসজিদ সংলগ্ন খালি ময়দানে আয়োজন করে মসজিদ পরিচালনা কমিটি।উল্লেখ্য শাহজালাল জামে মসজিদের ভেতরে একটি জামাতে ধর্মপ্রান মহিলারাও নামাজে অংশগ্রহণ করেন।

এছাড়াও বার্সেলোনার লতিফিয়া ফুলতলী জামে মসজিদে সকাল ৭.৪০মি, ৮.২০মি.,ও ৯.০০টায় ঈদের নামাজের ৩টি জামাত অনুষ্ঠিত হয়। 

ঈদের নামাজে আসা বিভিন্ন দেশের প্রবাসীদের নিয়ে এক মিলন মেলায় পরিণত হয় মসজিদ গুলার ভেতরে ও বাহিরে।
নামাজ শেষে বার্সেলোনার বিভিন্ন প্রান্তে কর্মরত বাংলাদেশিরা একে অপরের সাথে কুশল বিনিময়ের মাধ্যমে তাদের সুখ-দুঃখ ভাগ করে নেয়।
তবে স্পেনে ঈদের দিন সরকারি ছুটি না থাকায় ঈদের নামাজ আদায় করেই অনেককেই দ্রুত কাজে ছুটতে দেখা গেছে।
এখানে বাংলাদেশীরা কুরবানীর জন্য পশু নিজের দেশের মতো সহজে জবাই করতে পারেনা,কিন্তু বিভিন্ন হালাল মাংসের দোকানে তারা অর্ডার দিয়ে কুরবানীর মাংস সংগ্রহ করে থাকেন।সে জন্যে মাংসের দোকান গুলোতে আগের দিন থেকে ছিলো মানুষের লম্বা ভিড়।
কয়েকজন প্রবাসী বাংলাদেশিদের সাথে কথা হয় ৫২বাংলা প্রতিবেদকের। তাদের চোখে মুখে উৎসবের আমেজ থাকা সত্ত্বেও তাদের মাঝে লক্ষ্য করা গেছে স্বজনের অনুপস্থিতির চাপা কষ্ট।

 


সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন