শনিবার, ২৭ জুলাই ২০২৪ খ্রীষ্টাব্দ | ১২ শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ
https://blu-ray.world/ download movies
Sex Cams
সর্বশেষ সংবাদ
টাওয়ার হ্যামলেটসের বো এলাকায় নতুন কাউন্সিল ভবনের উদ্বোধন করেছেন নির্বাহী মেয়র লুৎফুর  » «   বাংলাদেশে বিপুল সংখ্যক শিক্ষার্থী ও সাংবাদিকের প্রাণহানি এবং সৃষ্ট অস্থিরতা-সহিংসতায় লন্ডন বাংলা প্রেস ক্লাবের ক্ষোভ-নিন্দা  » «   সৃজনের আলোয় মুস্তাফিজ শফি, লন্ডনে বর্ণাঢ্য সংবর্ধনা  » «   বৃটেনে বাংলাদেশি বংশোদ্ভূত তাহমিনার অসাধারণ সাফল্য  » «   দুই বঙ্গকন্যা ব্রিটিশ মন্ত্রীসভায় স্থান পাওয়ায় বঙ্গবন্ধু লেখক এবং সাংবাদিক ফোরামের আনন্দ সভা ও মিষ্টি বিতরণ  » «   কেয়ার হোমের লাইসেন্স বাতিলের বিরুদ্ধে আইনী লড়াইয়ে ল’ম্যাটিক সলিসিটর্সের সাফল্য  » «   যুক্তরাজ্যে আবারও চার ব্রিটিশ-বাংলাদেশী  পার্লামেন্টে  » «   আমি লুলা গাঙ্গ : আমার আর্তনাদ কেউ  কী শুনবেন?  » «   বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনের প্রতিবাদে লন্ডনে ইউনিভার্সেল ভয়েস ফর হিউম্যান রাইটসের সেমিনার অনুষ্ঠিত  » «   লন্ডনে বাংলা কবিতা উৎসব ৭ জুলাই  » «   হ্যাকনি সাউথ ও শর্ডিচ আসনে এমপি প্রার্থী শাহেদ হোসাইন  » «   ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই ইন দ্য ইউকে’র সাথে ঢাবি ভিসি প্রফেসর ড. এএসএম মাকসুদ কামালের মতবিনিময়  » «   মানুষের মৃত্যূ -পূর্ববর্তী শেষ দিনগুলোর প্রস্তুতি যেমন হওয়া উচিত  » «   ব্যারিস্টার সায়েফ উদ্দিন খালেদ টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের নতুন স্পীকার নির্বাচিত  » «   কানাডায় সিলেটের  কাউন্সিলর জাহাঙ্গীর আলমকে সংবর্ধনা ও আশার আলো  » «  
সাবস্ক্রাইব করুন
পেইজে লাইক দিন

স্পেনের বার্সেলোনায় পবিত্র ঈদ-উল আযহা উদযাপন



সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

 

আনন্দ উৎসব আর ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে ইউরোপের অন্যান্য দেশের মতো প্রতিবছরের ন্যায় স্পেনেও ঈদ-উল আযহা উদযাপন হয়েছে।
স্থানীয় সময় মঙ্গলবার স্পেনের বার্সেলোনায় বসবাসরত মুসলমান প্রবাসী বাংলাদেশিরা তাদের প্রধান এ ধর্মীয় উৎসব নিজেদের মধ্যেই ভাগাভাগি করে নেন।
রাজধানী শহর মাদ্রিদ, পর্যটন নগরী বার্সেলোনাসহ স্পেনের বিভিন্ন শহরে ছড়িয়ে থাকা প্রবাসী বাংলাদেশিরা ঈদের নামাজ আদায় করে একে অপরের সাথে ঈদের কুশলাদি বিনিময় করেন।

ইউরোপের পর্যটন নগরী বার্সেলোনায় বাংলাদেশি লোকসংখ্যা বসবাস প্রায় বার হাজারের মতো।বাংলাদেশী অধ্যুষিত এলাকা প্লাসা মাকবায় বাংলাদেশিদের পরিচালিত লতিফিয়া ফুলতলি জামে মসজিদের উদ্যোগে ঈদের সবচেয়ে বড় জামাত অনুস্টিত হয় এ জামাতে অংশগ্রহণ করেন প্রায় এক হাজারের ও বেশী মুসল্লী,পুরো এলাকা জুড়ে ছিলো বাংলাদেশী সহ বিভিন্ন দেশের মুসল্লিদের এক মিলন মেলা।
তাছাড়া বার্সেলোনার বাংলাদেশীদের প্রথম মসজিদ শাহ জালাল জামে মসজিদে অনুষ্ঠিত হয় ঈদের ৩টি জামাত প্রতিটি জামাতেই ছিল প্রবাসী বাংলাদেশিদের উপচে পড়া ভিড়।বাংলাদেশি মুসল্লিদের পাশা পাশি ঈদের নামাজে উপস্থিত ছিলেন পাকিস্তানি, মরক্কো,সেনেগাল সহ আফ্রিকার বিভিন্ন দেশের মুসল্লিরা।

ঈদের নামাজের দু‘টি জামাত সকাল ৭টা ৩০মিঃ ও সকাল ৯টায় মসজিদে এবং একটি জামাত সকাল ৮.০০টায় মসজিদ সংলগ্ন খালি ময়দানে আয়োজন করে মসজিদ পরিচালনা কমিটি।উল্লেখ্য শাহজালাল জামে মসজিদের ভেতরে একটি জামাতে ধর্মপ্রান মহিলারাও নামাজে অংশগ্রহণ করেন।

এছাড়াও বার্সেলোনার লতিফিয়া ফুলতলী জামে মসজিদে সকাল ৭.৪০মি, ৮.২০মি.,ও ৯.০০টায় ঈদের নামাজের ৩টি জামাত অনুষ্ঠিত হয়। 

ঈদের নামাজে আসা বিভিন্ন দেশের প্রবাসীদের নিয়ে এক মিলন মেলায় পরিণত হয় মসজিদ গুলার ভেতরে ও বাহিরে।
নামাজ শেষে বার্সেলোনার বিভিন্ন প্রান্তে কর্মরত বাংলাদেশিরা একে অপরের সাথে কুশল বিনিময়ের মাধ্যমে তাদের সুখ-দুঃখ ভাগ করে নেয়।
তবে স্পেনে ঈদের দিন সরকারি ছুটি না থাকায় ঈদের নামাজ আদায় করেই অনেককেই দ্রুত কাজে ছুটতে দেখা গেছে।
এখানে বাংলাদেশীরা কুরবানীর জন্য পশু নিজের দেশের মতো সহজে জবাই করতে পারেনা,কিন্তু বিভিন্ন হালাল মাংসের দোকানে তারা অর্ডার দিয়ে কুরবানীর মাংস সংগ্রহ করে থাকেন।সে জন্যে মাংসের দোকান গুলোতে আগের দিন থেকে ছিলো মানুষের লম্বা ভিড়।
কয়েকজন প্রবাসী বাংলাদেশিদের সাথে কথা হয় ৫২বাংলা প্রতিবেদকের। তাদের চোখে মুখে উৎসবের আমেজ থাকা সত্ত্বেও তাদের মাঝে লক্ষ্য করা গেছে স্বজনের অনুপস্থিতির চাপা কষ্ট।

 


সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন