সিলেট এম সি কলেজের প্রথম নির্বাচিত ভিপি (১৯৮৭) বর্তমানে যুক্তরাজ্য আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক ভিপি খসরুজ্জামান খসরু’র বাবা এবং ৫২বাংলাটিভি‘র সংবাদ পাঠক সুমু মির্জার দাদা আলহাজ্ব মৌলানা ফজলে হক আবু বকর ২৯ জুলাই রবিবার বাংলাদেশ সময় সকাল ১০.৩০ মিনিটে ইহলোক ত্যাগ করেছেন (ইন্না লিল্লাহি ইন্না ইলাইহি রাজিউন।)।
মরহুমের জানাজার নামাজ আছরের নামাজের পর বীরদল আনোয়ারুল উলুম মাদরাসা প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। তাঁকে আনোয়ারুল উলুম মাদরাসার পাশে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
যুক্তরাজ্যে পরিচ্ছন্ন রাজনীতিবিদ হিসাবে পরিচিত ভিপি খসরুজ্জামান খসরু’র বাবা এবং ৫২বাংলা টিভির সংবাদ উপস্থাপক সুমু মির্জার দাদা‘র মৃত্যুতে ৫২বাংলাটিভি পরিবার গভীর শোকাহত। ৫২বাংলাটিভি পরিবার শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করছে।
মরহুম এর রুহের মাগফিরাত এর জন্য পরিবারের পক্ষ থেকে দোয়া কামনা করেছেন ৫২বাংলা টিভির সংবাদ পাঠক সুমু মির্জা।