মাদ্রিদে অবৈধ অভিবাসীদের জন্য ‘সিটি কার্ড’ চালু করেছে মাদ্রিদ সিটি কর্পোরেশন।
সিটি কর্পোরেশন এর ‘পাইলট প্ল্যান’ এর অংশ হিসেবে মাদ্রিদ সেন্টারে বসবাসরত অবৈধ অভিবাসীদের এই কার্ড প্রদান করা হবে।
১৮জুলাই বুধবার স্থানীয় সময় সকাল ৯টায় সিটি কর্পোরেশনের ওকা সেন্ত্র অফিসে এ কার্ড প্রদান কার্যক্রমের উদ্বোধন করেন সিটি কর্পোরেশনের প্রথম ডেপুটি মেয়র মার্তা ইগেরাস। প্রথম দিনে ৬জন বাংলাদেশিসহ ৭জন অভিবাসী সিটি কার্ড গ্রহণ করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে মাদ্রিদ সিটি কর্পোরেশনের ডেপুটি মেয়র মার্তা ইগেরাস বলেন, সম্পূর্ন বিনামূলে ‘সিটি কার্ড’ প্রদান করা হচ্ছে। মাদ্রিদ সেন্টারে বসবাসরত অভিবাসীরা সেপ্টেম্বর পর্যন্ত এ কার্ড এর জন্য আবেদন করতে পারবেন। পরবর্তীতে শহরের অন্যান্য জায়গায় বসবাসরত অভিবাসীরা এ সুযোগ পাবেন।’
সিটি কার্ড প্রদানের প্রস্তাবকে অনুমোদন দেয়ায় স্পেনের নতুন ক্ষমতাসীন দল সোশ্যালিস্ট পার্টিকেও ধন্যবাদ জানান তিনি।
কণ্ঠ: তিশা সেন