বাংলা সাহিত্যে উচ্চারিত কবি মুজিব ইরমের সাহিত্যকর্ম নিয়ে লন্ডনে অনুষ্ঠিত হয়েছে একটি ব্যতিক্রমী অনুষ্ঠান। ২৪ জুন রবিবার, পূর্ব লন্ডনের শাহ কমিউনিটি সেন্টারে অনুষ্ঠানটি ছিল শুধু কবি মুজিব ইরম এর সাহিত্য কর্ম নিয়ে। যেখানে ছিল মুজিব ইরমের মৌলিক ও সৃজনকর্মগুলোর আলোচনা, পাঠ ও প্রতিক্রিয়া। ছিল স্বজনকবিদের শুভেচ্ছা ভালোবাসার সম্মিলিত প্রকাশ-ও।
অনুষ্ঠানের আয়োজক সংগঠক লন্ডনের – কবিকণ্ঠ।
বিস্তারিত প্রতিবেদনে-