শোভাযাত্রা ও কেক কেটে গোলাপগঞ্জে ‘ওয়ালটন ডে’ উদযাপন
- আপডেট সময় : ০৬:১০:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ২১ মার্চ ২০২১
- / 948
দেশব্যাপী ওয়ালটন ডে উপলক্ষে গোলাপগঞ্জে (সিলেট) শোভাযাত্রা ও কেক কেটে দিনটি উদযাপন করা হয়েছে। ২০ মার্চ সকাল সাড়ে ১০ টায় গোলাপগঞ্জ চৌমুহনীস্থ নূর ম্যানশনে ওয়ালটন প্লাজা গোলাপগঞ্জ শাখার উদ্যোগে প্রথমে কেগ কাটা হয়। এ সময় প্রধান অতথি হিসেবে উপস্থিত ছিলেন, গোলাপগঞ্জ পৌরসভার মেয়র আমিনুল ইসলাম রাবেল। ওয়ালটন প্লাজা গোলাপগঞ্জ শাখার ইনচার্য মো: ছাব্বির আহমদ, প্রতিষ্ঠানের কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ ছাড়াও গন্যমান্য ব্যাক্তিবর্গ এতে উপস্থিত ছিলেন ।
পরে এক শোভাযাত্রা গোলাপগঞ্জ চৌমুহনীর গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিন করে। ওয়ালটন প্লাজা গোলাপগঞ্জ শাখার ইনচার্জ মো: ছাব্বির আহমদ বলেন, ২০ মার্চ থেকে ওয়ালটন এর ডিজিটাল ক্যাম্পেইন অফার সিজন-১০ এর ৫ টি অফার চালু করা হয়েছে। এসির সাথে ২০০% পর্যন্ত ক্যাশ বেক অফার, সিলিংফ্যান কিনে লাখপতি হওয়ার সুযোগ, ফ্রিজ ও ওয়াশিং মেশিন কিনে লক্ষ লক্ষ টাকার ক্যাশ এবং কোটি কোটি টাকার ক্যাশ ভাউচার, টিভি কিনে ডিজিটাল রেজিষ্ট্রেশনে ঘন্টায় ঘন্টায় এসি ফ্রি এবংএছাড়া রয়েছে নিশ্চিত ছাড়।
তিনি সবাইকে ‘ওয়ালটন ডে’ তে উপস্থিত হওয়ার জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।



















