লেবানন যুবদলের উদ্যোগে পালিত হল বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আপডেট সময় : ০৫:৩৩:৪১ পূর্বাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২০
- / 962
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে যুবদল লেবানন শাখা। রোববার (১ নভেম্বর ) স্থানীয় সময় দুপুর ১২টায় লেবাননের শ্রমিক ইউনিয়ন প্যানাসল অফিসে কেক কেটে যুবদলের ঐতিহ্য গৌরব ও সংগ্রামের ৪২তম প্রতিষ্ঠাবাষির্কী করোনা কালের সামাজিক দুরত্ব বজায় রেখে উদযাপিত হয়।
লেবানন যুবদলের সিনিয়র সহ সভাপতি আবদুল করিম এর সভাপতিত্বে প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানটি উদযাপিত হয়।
দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও যুবদলের গঠন ইতিহাস নিয়ে আলোচনা করা হয়। লেবানন যুবদলে আরও কর্মী বৃদ্ধি সহ সবাই ঐক্যবদ্ধ থেকে দেশের গনতন্ত্র ফিরিয়ে আনতে প্রবাসী যুবদল কাজ করে যাবে এমনটা প্রত্যয় ব্যক্ত করেন উপস্থিত নেতৃবৃন্দ।
অনুষ্ঠান শেষে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা ও দেশ-জাতি এবং মুসলিম উম্মাহ’র সুখ-শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

























